অনেকে CWM, TWRP রিকভারি তৈরি করছেন, বা গুগলে খুঁজে পেয়েছেন,
আবার অনেকে হাজার খুঁজাখুঁজি করেও কোনো রিকভারিই পাচ্ছেন না।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম PHILZ TOUCH Recovery
Philz একটি টাচ্ রিকভারি য মূলত CWM থেকেই মোড করে তৈরি করা হয়েছে। CWM recovery থেকে PHILZ recovery তে সুবিধা অনেক বেশি। এ রিকভারিটি টাচৃ
রিকভারি, সো বাটন টিপতে হয় না। Breakup &Restore হতে খুব কম সময় লাগে।
কখন শেষ হবে তা দেখা যায়। শেষ হলে ভাইব্রেশন হয়ে জানিয়ে দেয়।
চলুন শুরু করা যাক।
★★★Tool Details:★★★
Name: Easy Touch Philz Installer
Recovery Name: Philz Touch Recovery
Recovery Version: 6.x
Developer: Phil3759
Support: Up to Android 4.4.x
★★★যা যা লাগবে★★★
1- আপনার ফোনটি Rooted হতে হবে।
2- আপনার কম্পিউটারে ADB driver install থাকতে হবে।
3- মোবাইলে Busybox Install থাকতে হবে।
4- কম্পিউটার (Install Any Windows)
5- Easy Philz Installer - Download
ধাপ ১: Philz installer টি Download করে আপনার কম্পিউটারে Winzip or Winrar দিয়ে extract করে “PhilzSetup.exe” setup দিন।
ধাপ ২: Setup complete হওয়ার পর নিচের মত একটি window দেখতে পাবেন। complete না হওয়া অবধি অপেক্ষা করুন।
ধাপ ৩: এখন আপনাকে জিজ্ঞেস করবে “Magic Installer” টি open করতে চান। “Yes” এ Click করুন।
ধাপ ৪: এখন নতুন আরেক টি window আসবে। সেখান থেকে start Easy “Philz Installer For Mediatek” সিলেক্ট করে “Ok” তে ক্লিক করুন।
ধাপ ৫: এখন নিচের মত একটি window আসবে। “Yes” এ ক্লিক করুন।
ধাপ ৬: এখন আপনার ফোনের “USB Debugging” on করে কম্পিউটারে connected করুন। ভালোভাবে connected করে “Ok” তে ক্লিক করুন।
ধাপ ৭: এখন আপনার মোবাইলে একটি pop up window আসবে।
সেখানে Root Permission চাইবে। Permission দিন। এখন Installing শুরু হয়ে যাবে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
ধাপ ৮: এরপর নিচের মত একটি window আসবে
সেখানে আপনাকে জিজ্ঞেস করবে
“Do you Have flipped recovery screen?
এখন আপনি “No” তে ক্লিক করুন।
সব কিছু ঠিকঠাক করতে পারলে
recovery install successfully করতে পারবেন।
installing process শেষ হলে আপনার
ফোন টি PC থেকে unplag করে shutdown
করুন।
তারপর Power button ও volume + অথবা
আপনার ফোন রিকুভারি মুডে চলে
গেছে। আর তৈরি হয়ে গেল আপনার
ফোনের Philz recovery
ভুল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।
বিঃদ্রঃ সব কিছু নিজ দায়িত্বে
করবেন। আপনার ফোনের কোন প্রকার
ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ি থাকবো না।
কপি করলে ক্রেডিট দিতে ভুলবেন না।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
ফেসবুকে আমি
but aj dekhi kisu akta kira jai ki na
na thakle baniye nin…
onno kew maybe pete pare
vul kore likhe felsi
next mone thakbe bro…
যদি একবার কাস্টম রিকভারি ইনস্টল দিই,
সবসময় কি এই কাস্টম রিকভারি থাকবে,,?
নাকি যতবার দরকার পরবে ততবারই কাস্টম রিকভারি ইনস্টল দিতে হবে,,,,
আর না দিলে ফোনের অরজিবাল রিকভারি কাজ করবে,,,?
ber ber dite hobe na
atai always thakbe
কিন্তু আমি যদি ফ্লাশ মানে ফেক্টরি রিসেট আর wipe catch partion আর all data reset মানে পুরো রিসেট করি তাহলে ও কি,,,,,
এই কাস্টম রিকভারি থাকবে নাকি ফোনের স্টক রমে থাকা স্টক অর্থার অর্জিনাল রিকভারি থাকবে,,,,
akmatro flash dile recovery ta cole jabe
মানে,,, যদি আমি কাস্টম রিকভারি দিয়ে কাস্টম রম ইনস্টল দিই,,,
দেওয়ার পর আবার রিসেট বা ফ্লাশ দেই তাহলে তো সব ডাটা চলে যাবে, কিন্তু আমার যে রম ইনস্টল দেওয়া আছে তাই থাকবে, আর ফ্লাশ দেওয়ার পর কাস্টম রম থাকল ঠিকিই কিন্ত কাস্টম রিকভারি থাকবে কি না,,,,
জানতে চাচ্ছিলাম,,?
ber ber dite hobe na
post ta dekhen…
try kore dekhte paren
but amr 2 ta phn a sd card pai
ami sure na…
ami mtk device koresi..
symphony v30,,,, rooted,,,,
এই সেটের কোন samsung custom ভাল rom থাকলে লিংক দেবেন প্লিজ,,,,,,
আর somphony / walton এই দুই সিরিজের mobile এ Mtk এই।
MR. PH & Sarowar bhai,,,
অবশ্যই দিব।
আর না থাকলে আমার পূর্বের স্টক রমে ফিরে আসার জন্য ও তো কাস্টম রিকভারি দরকার পরবে তাই না,,,?
তাহলে তো আমাকে আবার কাস্টম রম অনুযায়ী কাস্টম রিকভারি ইনস্টল দিতে হবে, যেহেতু আমার ফোন তখন অন্য ফোনের রম ব্যবহার হবে,,,
তাই আবার কাস্টম রিকভারি না এনে এই পোস্ট অনুযায়ী হবে যাতে স্টক রম ইনস্টল দিতে পারি,,,,,
ওকে
আমি যানতে চাচ্ছি,,,,
কাস্টম রম ইনস্টল দেওয়ার পর ও কি আর তারপর ফ্লাশ দেওয়ার পর ও কি কাস্টম রিকভারি থাকবে নাকি চলে যাবে,,,?
কিন্তু কাস্টম রম ইন্সটল দেন তাহলে থাকবে
apner sate agamikal sokale kotha bolbo…..sure…
id name ta bolen
☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)