সোয়াপ করে বাড়িয়ে নিন আপনার ফোনের র্যাম কে। আর উপভোগ করুন বেশি র্যামের মজা।
আসসালামুয়ালাইকুম। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা আপনার কম র্যামের স্লো ডিভাইস কে বেশি ভার্চুয়াল র্যাম দিয়ে এর স্পিড বাড়াবেন।
শুরুর আগে কিছু কথাঃ
**এটি মোটামুটি এডভান্স লেভেল এর কাজ তাই যা করবেন তা সম্পূর্ণ নীজ দায়িত্বে করবেন।
**আমি কোন প্রকারের ব্রিকড ডিভাইস/ড্যামেজড Sd card এর দায় নিব না।
যা যা লাগবেঃ
১।রুটেড এন্ড্রোয়েড ডিভাইস।
২।App to sd card pro app
৩। একটি ভাল স্পিড সম্পন্ন বেশি ধারন ক্ষমতার ম্যামরি কার্ড
ডাউনলোডঃ
এখানে ক্লিক করে APP 2 SD Card Pro এপ টি নামিয়ে নিন।
কাজের ধারাঃ
১।প্রথমে এপ টি ইন্সটল করুন।
২।এপ টি ওপেন করুন এবং রুট পার্মিশন দিন।
৪। + আইকনে ট্যাপ করুন।
৪।এবার সাইজের ঘরে আপনার কাংখিত সাইজ লিখুন।
এখানে হিসাব টা এম্বি তে দিতে হবে। প্রতি জিবি এর জন্য ১০২৪ এম্বি।
৫।এবার প্রায়োরিটি কে ১০০ করুন।
৬।এখন Folder path এর পাশে একটি ছোট ফোল্ডার আইকন আছে। সেখানে ট্যাপ করুন।
৭।এবার স্টোরেজ ফোল্ডারে যান।
৮।আপনার কাংখিত স্টোরেজ সিলেক্ট করুন।
৯।নিচের দিকে দেখবেন একটি টিক চিন্হ আছে। সেটাতে ট্যাপ করুন।
১০। এবার ওকে চাপুন।
১১। এবার বেশ কিছ সময় ধরে সোয়াপ ফাইল ক্রিয়েট হবে।
এ সময় ফোনে কোন রকম টাচ করবেন না।
১২।এবার দেখবেন নিচের দিকে আপনার তৈরি সোয়াপ দেখাচ্ছে।ওটার পাশে একটা সুইচ এর মত আছে।সেটা কে ট্যাপ করে সোয়াপ অন করুন।
১৩।এবার সোয়াপ এর মজা নিন। মাল্টি টাস্কিং করে।
বিঃদ্রঃ এভাবে সব ডিভাইস এ কাজ নাও হতে পারে আমি ২ টা ডিভাইস এ ট্রাই করেছিলাম।সেগুলো তে কাজ করায় শেয়ার করছি।
আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ।