সোয়াপ করে বাড়িয়ে নিন আপনার ফোনের র‍্যাম কে। আর উপভোগ করুন বেশি র‍্যামের মজা।

আসসালামুয়ালাইকুম। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা আপনার কম র‍্যামের স্লো ডিভাইস কে বেশি ভার্চুয়াল র‍্যাম দিয়ে এর স্পিড বাড়াবেন।

শুরুর আগে কিছু কথাঃ

**এটি মোটামুটি এডভান্স লেভেল এর কাজ তাই যা করবেন তা সম্পূর্ণ নীজ দায়িত্বে করবেন।
**আমি কোন প্রকারের ব্রিকড ডিভাইস/ড্যামেজড Sd card এর দায় নিব না।

যা যা লাগবেঃ

১।রুটেড এন্ড্রোয়েড ডিভাইস।
২।App to sd card pro app
৩। একটি ভাল স্পিড সম্পন্ন বেশি ধারন ক্ষমতার ম্যামরি কার্ড

ডাউনলোডঃ

এখানে ক্লিক করে APP 2 SD Card Pro এপ টি নামিয়ে নিন।

কাজের ধারাঃ

১।প্রথমে এপ টি ইন্সটল করুন।
২।এপ টি ওপেন করুন এবং রুট পার্মিশন দিন।

৩।Swap Manager এ যান।

৪। + আইকনে ট্যাপ করুন।
৪।এবার সাইজের ঘরে আপনার কাংখিত সাইজ লিখুন।
এখানে হিসাব টা এম্বি তে দিতে হবে। প্রতি জিবি এর জন্য ১০২৪ এম্বি।

৫।এবার প্রায়োরিটি কে ১০০ করুন।

৬।এখন Folder path এর পাশে একটি ছোট ফোল্ডার আইকন আছে। সেখানে ট্যাপ করুন।
৭।এবার স্টোরেজ ফোল্ডারে যান।
৮।আপনার কাংখিত স্টোরেজ সিলেক্ট করুন।
৯।নিচের দিকে দেখবেন একটি টিক চিন্হ আছে। সেটাতে ট্যাপ করুন।
১০। এবার ওকে চাপুন।
১১। এবার বেশ কিছ সময় ধরে সোয়াপ ফাইল ক্রিয়েট হবে।

এ সময় ফোনে কোন রকম টাচ করবেন না।
১২।এবার দেখবেন নিচের দিকে আপনার তৈরি সোয়াপ দেখাচ্ছে।ওটার পাশে একটা সুইচ এর মত আছে।সেটা কে ট্যাপ করে সোয়াপ অন করুন।

১৩।এবার সোয়াপ এর মজা নিন। মাল্টি টাস্কিং করে।
১৪।প্রতিবার রিবুট এর পর সোয়াপ এ এসে সোয়াপ টা কে একটিভ করতে হবে।
বিঃদ্রঃ এভাবে সব ডিভাইস এ কাজ নাও হতে পারে আমি ২ টা ডিভাইস এ ট্রাই করেছিলাম।সেগুলো তে কাজ করায় শেয়ার করছি।

আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগ এর দরকারেঃ

ফেসবুকে আমি

টেক রিলেটেড যেকোনো সমস্যার সমাধান পেতেঃ

জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ

43 thoughts on "বাড়িয়ে নিন আপনার ফোনের র‍্যাম। সোয়াপ পদ্ধতিতে ভার্চুয়াল র‍্যাম ক্রিয়েট করে।"

  1. habiBVaii Contributor says:
    agula ki asolei kaj kore ?
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      এই প্রশ্ন এক সময় আমার ও মাথায় ঘুরপাক খেত। অনেক ভাবে ট্রাই করেছি। কাজ হয় নি!!।এবার এইভাবে ট্রাই করে কাজ হল তাই শেয়ার করলাম।
  2. Roy Contributor says:
    ধন্যবাদ☺
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      স্বাগতম।
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      ???
  3. Google Boy Contributor says:
    কিরে ScreenShot কই? #Amit
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      স্ক্রিনশট ত দেওয়াই আছে।দূঃখিত ভাই। আপনাকে ত চিনলাম না।অপরিচিত লোক কে তুই করে সম্বধন করেন কেন? আপনাকে তুই করে বলার অধিকার কে দিয়েছেন?
    2. Google Boy Contributor says:
      Sry Bro..
      Amar Browser-e problem chelo tai ss show hoyNe!!
    3. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      It’s ok.?
  4. Riadrox Legend Author says:
    Storage সবাই sdcard বাদে সিলেক্ট করবেন
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      ভাই Sd card বাদে কেন? আমি ত Sd card এই সোয়াপ করেছি।
    2. Riadrox Legend Author says:
      sdcard slow hoye jabe. break o hoite pare.. Class kome jabe.. file copy hote time beshi nibe…
    3. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      গত প্রায় মাস খানেক ধরে চালাচ্ছি আলহামদুলিল্লাহ এমন কোন ইশু নাই।
  5. Mr. Rocky Contributor says:
    Great post.If it’s work.
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      It works Man!!
  6. IT Expert Legend Author says:
    Yup, it works :), it’s like pagingfile(virtual memory) of windows os. It uses hdd as ram when the ram is loaded / full.
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      Yeah bro.It’s Like swap of linux based os
  7. mostak Contributor says:
    ভাই সব কাজ ঠিকঠাক মতোই করলাম। ১ জিবি রেম ও তৈরি হল
    কিন্তু এই রেম কাজ ক বে কি ভাবে কোনো একটা এপ্ক ইন্সটল দিলে ফোন মেমোরিই তো যায় এর কাজ সম্পর্কে বলেন প্লিজ……..
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      দেখুন ত সোয়াপ কি একটিভ আছে?
    2. mostak Contributor says:
      হুম ভাই
    3. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      এপ্স ইন্সটল করলে ত ফোন ম্যামরি তেই যাবে ভাই। কারন ইন্সটল করা এপ্স সাধারণত র‍্যামে নয় রম এ সংরক্ষিত থাকে।আর আমি র‍্যাম বাড়ানোর ট্রিক দিয়েছি। রম বাড়ানোর নয়।
    4. mostak Contributor says:
      Ooo taile eta diye boro game instal deoa jabe…
  8. Mehedi Hasan Ankon Contributor says:
    অনেক সুন্দর পোষ্ট ভাইয়া।
    নতুন কোন কাস্টম রম নিয়ে পোষ্ট করেন অনেক ভালো হয়।
    কাস্টম রম নিয়ে পোষ্ট খুব কম হয় তাই রিকোয়েস্ট করছি।
    থ্যাংকইউ।।।
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      ভবিষ্যৎ এ চেষ্টা থাকবে।
  9. Sabbir Contributor says:
    Memory Card a kono problem hoba na to.
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      আমি বেশ কিছুদিন ধরে ইউস করছি। আমার এমন কিছু হয় নি!!তার পর ও সাবধানতার মার নেই।ইচ্ছা হলে করুন নইলে নয়।
  10. Rohan Contributor says:
    hmm. Good post. But bro amr phoner ram 512. Ami wcc2 khelte gele prai app close hoye zai. Tarpor swap korlam. Kintu somossha shei. Kono poriborton nai. Help me.
    1. xD Duha Contributor says:
      vai apnar moto somossha amaro chilo …Groud loading 90%holei game close hoiye jaito jar karone wcc2 khelte pari ni…And Amr ram oo 512mb..But amr phone er version change korar por ekhn r kono game close hoi na plus Ager moto temon hang o hoi naa….!
    2. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      সোয়াপ করলে অবস্থার অবশ্যই উন্নতি হবার কথা। কিন্তু গেম যে শুধু র‍্যাম জনিত সমস্যায় ক্লোজ হয় তা ত আর নয়।গেম অনেক সময় আপনার ফোনের ও এস এর দূর্বলতার জন্যও ক্লোজ হয়। এ ক্ষেত্রে ত আর আমার কিছুই করার নাই।
    3. Rohan Contributor says:
      Vi, version change bolte
    4. xD Duha Contributor says:
      vai version change Bolte Apnar Phone Jodi Rooted Hoiye Thake Tahole apnar Set Er model onojaiye Jei kono Custom rom Flash korun…Amr Phone Symohony V45 KitKat4.4.2
      But Use Kortesi Samsung galaxy J5 Custom Rom
      (“Muntasir Mahmud Amit”)
      Vai Er Port kora…Thanks
    5. Rohan Contributor says:
      vai amar samsung galaxy v er kono custom rom ace? Ami google theke jegula paici , segula babohar korle amr device slow hoye jai. Onno phoner rom amar phone e kivabe babohar korbo?
    6. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      Wc. ওই রম টা বেশ ফাস্ট আমার মতে আর সোয়াপ লাগে না।
  11. Md Shimul Contributor says:
    এটা করলে Sd card এর গতি কমে যায়,অনেক ডময় নস্ট হয়ে যায়
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      আমি ত ভাই ২ টা ডিভাইস এ বেশ কিছুদিন ধরে ইউস করছি।এমন কোন ইশু নেই।
  12. Jillur420 Contributor says:
    কাজ হলেও কিছুটা সমস্যা আছে যদি বেশি জায়গা সিলেক্ট করেন তা হলে যে কোন সময় মেমরী নষ্ট হয়ে যাবার সম্ভবনা রয়েছে।

    তবে ধন্যবাদ Link2sd pro দেবার জন্য

    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      আমার ৩২ জিবি এর ম্যামরি কার্ড ১ জিবি সোয়াপ করছি। আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই। খুব চেষ্টা করেও সোয়াপ ৪৫৫ এম্বি এর বেশি জায়গা খাওয়াইতে পারি নাই।
  13. toy Contributor says:
    atar jonno ki phone root hote hobe?
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      হুম
  14. easydroid Author Post Creator says:
    না
  15. easydroid Author Post Creator says:
    না
  16. Rasidul Contributor says:
    clockworkmod backup file ki direct phone
    memory ta backup nawoa jabe? …amar sd
    card a space nai plz help

Leave a Reply