Site icon Trickbd.com

[Root][Android 5 – 8] এবার আপনার ফোন রুট করুন কোনো প্রকার System Modification/রিস্ক ছাড়াই।

Unnamed

প্যাচ বুট পদ্ধতিতে সহযেই রুট করুন আপনার এন্ড্রোয়েড স্মার্টফোন।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।আজ কাল অনেকেই খোজ করে থাকেন যে কিভাবে আমার ললিপপ/মার্শম্যাল/নুগাট/ওরিও ফোন রুট করব। তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ম্যাজিস্ক দিয়ে আপনার 5.0 থেকে 8.0 ফোন রুট করবেন।

যা যা লাগবেঃ

★ একটি Windows Os চালিত PC
★একটি Android 5.0+ Device.
★আপনার Device এর জন্য Custom Recovery.
★Magisk Manager app
★Magisk Zip
★আপনার ফোনের Boot.img (Firmware এ পাবেন)
★সামান্য মেধা বুদ্ধি ও ধৈর্য

ডাউনলোডঃ

এখানে ক্লিক করে Latest Magisk Manager app টি ডাউনলোড করুন।

কাজের ধারাঃ

** প্রথমে আপনার ফোনের Boot img টা sd card এ রাখুন।

** এবার Magisk Manager Install করুন।
** এবার ফোনের ডাটা কানেকশন চালু করুন।
** এবার Magisk Manager Open করুন।
** এবার install magisk zip এ ক্লিক করুন।
** এবার প্যাচ বুট ইমেজ এ ক্লিক করুন।
** এবার আপনার boot img টা কে দেখিয়ে দিন।
** এবার ম্যাজিস্ক ডাউনলোড শুরু হবে।
** ডাউনলোড শেষ হলে Boot img প্যাচ শুরু হবে।
** শেষ হলে আপনাকে রিবুট করতে বলবে।
** এবার সময় আপনার ফোনে Custom Recovery Install করার। কিভাবে আপনার ফোনে Custom Recovery Pc দিয়ে ইন্সটল করবেন তা Google থেকে জেনে নিন।(কারন এক এক চিপে এক এক পদ্ধতি। তাই এই ব্যাপারে বিস্তারিত লেখলাম না।)

**এবার আপনার ফোনে Custom Recovery install করা হয়ে গেলে Recovery Mood এ বুট করুন।(কিভাবে রিকভারি তে প্রবেশ করবেন তা গুগোল করে জেনে নিন।।কারন এক এক ডিভাইস এ এক এক কী কম্বিনেশন থাকে)
**এবার রিকভারি মুড থেকে Install সেকশনে যান।
** ফোন ম্যামরিতে প্রবেশ করুন।
** এবার Magisk manager ফোল্ডারে প্রবেশ করুন।
** এখানে একটি জিপ পাবেন। সেটি ইন্সটল করুন।
** ইন্সটলেশন শেষ হলে Reboot করুন।
** ফোন চালু হলে ম্যাজিস্ক এপ এ প্রবেশ করুন। এবং দেখুন magisk installed দেখাচ্ছে।

★★কংগ্রাচুলেশনস আপনি সাক্সেসফুলি আপনার ডিভাইস টি রুট করে ফেলেছেন।★★

বিশেষ দ্রষ্টব্যঃ
★ব্যাক্তিগত কিছু সমস্যার কারণে পোষ্টে স্ক্রিনশট দিতে পারলাম না। আশাকরি এ নিয়ে কেও কোন বাজে মন্তব্য করবেন না।
★যা করার নিজ দায়ীত্বে করবেন। আমি কোন প্রকার ব্রিকড ডিভাইস এর দায় নিবো না।

ধন্যবাদ আজ এ পর্যন্তই।

যোগাযোগ এর দরকারেঃ

ফেসবুকে আমি

টেক রিলেটেড যেকোনো সমস্যার সমাধান পেতেঃ

জয়েন করুন আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপ