প্যাচ বুট পদ্ধতিতে সহযেই রুট করুন আপনার এন্ড্রোয়েড স্মার্টফোন।
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।আজ কাল অনেকেই খোজ করে থাকেন যে কিভাবে আমার ললিপপ/মার্শম্যাল/নুগাট/ওরিও ফোন রুট করব। তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ম্যাজিস্ক দিয়ে আপনার 5.0 থেকে 8.0 ফোন রুট করবেন।
যা যা লাগবেঃ
★ একটি Windows Os চালিত PC
★একটি Android 5.0+ Device.
★আপনার Device এর জন্য Custom Recovery.
★Magisk Manager app
★Magisk Zip
★আপনার ফোনের Boot.img (Firmware এ পাবেন)
★সামান্য মেধা বুদ্ধি ও ধৈর্য
ডাউনলোডঃ
এখানে ক্লিক করে Latest Magisk Manager app টি ডাউনলোড করুন।
কাজের ধারাঃ
** প্রথমে আপনার ফোনের Boot img টা sd card এ রাখুন।
** এবার ফোনের ডাটা কানেকশন চালু করুন।
** এবার Magisk Manager Open করুন।
** এবার install magisk zip এ ক্লিক করুন।
** এবার প্যাচ বুট ইমেজ এ ক্লিক করুন।
** এবার আপনার boot img টা কে দেখিয়ে দিন।
** এবার ম্যাজিস্ক ডাউনলোড শুরু হবে।
** ডাউনলোড শেষ হলে Boot img প্যাচ শুরু হবে।
** শেষ হলে আপনাকে রিবুট করতে বলবে।
** এবার সময় আপনার ফোনে Custom Recovery Install করার। কিভাবে আপনার ফোনে Custom Recovery Pc দিয়ে ইন্সটল করবেন তা Google থেকে জেনে নিন।(কারন এক এক চিপে এক এক পদ্ধতি। তাই এই ব্যাপারে বিস্তারিত লেখলাম না।)
**এবার আপনার ফোনে Custom Recovery install করা হয়ে গেলে Recovery Mood এ বুট করুন।(কিভাবে রিকভারি তে প্রবেশ করবেন তা গুগোল করে জেনে নিন।।কারন এক এক ডিভাইস এ এক এক কী কম্বিনেশন থাকে)
**এবার রিকভারি মুড থেকে Install সেকশনে যান।
** ফোন ম্যামরিতে প্রবেশ করুন।
** এবার Magisk manager ফোল্ডারে প্রবেশ করুন।
** এখানে একটি জিপ পাবেন। সেটি ইন্সটল করুন।
** ইন্সটলেশন শেষ হলে Reboot করুন।
** ফোন চালু হলে ম্যাজিস্ক এপ এ প্রবেশ করুন। এবং দেখুন magisk installed দেখাচ্ছে।
★★কংগ্রাচুলেশনস আপনি সাক্সেসফুলি আপনার ডিভাইস টি রুট করে ফেলেছেন।★★
বিশেষ দ্রষ্টব্যঃ
★ব্যাক্তিগত কিছু সমস্যার কারণে পোষ্টে স্ক্রিনশট দিতে পারলাম না। আশাকরি এ নিয়ে কেও কোন বাজে মন্তব্য করবেন না।
★যা করার নিজ দায়ীত্বে করবেন। আমি কোন প্রকার ব্রিকড ডিভাইস এর দায় নিবো না।
তবে টাইটেলে অনেক ভুলত্রুটি আছে।
আরেকটু প্রাণবন্ত হওয়া উচিৎ ছিলো।
তবে পোষ্ট ভালো হয়েছে।
এভাবে বলিনি।
আপনি পুরো পোষ্ট লিখতে পারলে সামান্য একটা টাইটেল লিখতে পারবেন না কেনো?
আসলে টাইটেল পড়তে ওরকমই লাগছে।
কিন্তু একটু জটিল।
আরেকজন ভাই এ নিয়ে কমেন্ট করেছেন নিচে।
এটা কোন নির্দিষ্ট ডিভাইস এর না । সব ডিভাইস এই কাজ করবে ।
আজকালের নতুন যেসব ফোন + ফ্রিমওয়্যার রিলিস হচ্ছে সব গুলাতেই ডেভেলপারস দের প্যাচ আছে,,,যে প্যাচ মানে হলো boot loader আরো টাইট করা,stock kernel modification বন্ধে kernel এর বিভিন্ন ফাইল লক করে দেওয়া, সিস্টেম পার্টিশন মোডিফিকেশন করতে না দেওয়ার নতুন পন্থা।
এক্ষেত্রে আপাদত আজকালের ফোন গুলা না হয় এ পদ্ধতিতে রুট করা যাচ্ছে।আগামীর ফোন গুলার জন্য আরো নতুন,সহজ পদ্ধতি/নিয়ম আসতে পারে (Approximate).
স্ক্রিনশট সহ যদি পোস্ট করতে পারেন,তাহলে বলতে পারি,অনেক সুন্দর পোস্ট হবে। তবে এটাও খারাপ না,টাইটেল টা আরেকটু ক্লিয়ার করে দিলেই হবে। ?
Kingroot দিয়েই তো 5-6 হয়। কোনো system risk হয় না।
Symphony i10?symphony v75?Walton Primo F7?Walton Gh6?Infinix hot 2?
আশাকরি পরের বার থেকে কোন কমেন্ট করার আগে একটু ভেবে চিনতে+হিসাব করে কমেন্ট করবেন।
custom recovery একবার ইন্সটল দিতে পারলে…যে কেউ ই ফোন root korte পারে zip flash করে….তবুও অনে অনেক ধন্যবাদ post এর জনি…কারন অনেক আশা নিয়ে আমরা একটা post করি…
Android 6.0 mt6580 kernel 3.18.19+ ডিভাইস যেগুলার otg নাই+ twrp তে Touch আসে না। সেগুলা তে কি cwm দিয়ে super su/magisk zip flash করলে রুট হয়? একটু খোজ নিয়ে জানুন।
যাই হোক আমাকে ধন্যবাদ দিয়েছেন। তাই স্বাগতম।
Samsung er j7 max ta sudhu mtk bro
তাই নাকি। এজন্যই তো..... আমার মোবাইল রিবুট দিলে আবার রিসস্টার্ট নেবার সময়।........
7 onkey press দেখায়!..... হাই হাই এখন তো আমার SaMSung..... গেল?
আচ্ছা, দেখি।
http://tipseye.blogspot.com/2018/02/rootandroid-5-8-system-modification.html?m=1