গত পোস্টে আমরা কিভাবে Spreadtrum ডিভাইসের Twrp পোর্ট করতে হয় সেইটা দেখেছি এবং পোর্টও অনেক ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু আজ খুব সহজেই যেকোনো মিডিয়াটেক ডিভাইসের (Mediatek MTK) জন্য অটোমেটিক Philz Recovery Porter দিয়ে বানিয়ে নিতে পারবেন।
## আজকের কাজটি খুব ইজি এবং সফল হওয়ার সম্ভাবনা ১০০%
## যারা নেটে কাস্টম রিকভারি, CWM, Twrp খুঁজে খুঁজে হয়রান তারা আজ Philz Recovery আপাতত বানিয়ে নিন।
## Philz রিকভারি CWM রিকভারি থেকে ভালো।
আর ব্যাকআপ কম্প্রেস করাও যায়। আর TWRP রিকভারির চেয়ে বেশি ফিচার আছে এতে।
## নিচে কিভাবে বানাতে হয় তা উল্লেখ করা হলো।
সবার আগে,
আপনার ফোন Mediatek MTK কিনা কিভাবে বুঝবেন?
## প্রথমে CPUZ এপটি ইনস্টল করে ওপেন করেন। প্রথমেই উপরে Mediatek লেখা পাইলে বুঝবেন আপনার ফোন মিডিয়াটেক।
Arm Cortex, Spreadtrum, Snapdragon লেখা থাকলে, দুঃখিত! এই পোস্টটি আপনার জন্য নয়। ?
Spreadtrum ফোনওয়ালারা এটা দেখুন। – [Tutorial] যেকোনো Spreadtrum ফোনের জন্য TWRP রিকভারি বানিয়ে নিন খুব সহজে।
যা যা লাগবেঃ
## আপনার ফোনের স্টক রিকভারি। (Stock Recovery)
✋ কিভাবে পাবেন? — স্টক রমে। Google এ আপনার ফোন এর মডেল + Stock Firmware লিখে সার্চ দেন পেয়ে যাবেন। সেই ফাইল এক্সট্রাক্ট করলে ভিতরে recovery.img নামক ফাইল পাবেন, এটা স্টক রিকভারি।
## পিসি/কম্পিউটার
## আপনার মুন্ডু বা মাথা।
যা যা করতে হবেঃ
## প্রথমে পিসি অন করেন। ???? (মজা করলাম)
## Philz Recovery Port Tool ফাইলটা ডাউনলোড করে Winrar দিয়ে এক্সট্রাক্ট করেন।
## এক্সট্রাক্ট করার পর ভিতরে “Stock” নামক ফোল্ডার পাবেন।
## ঐ ফোল্ডারের ভিতর আপনার ফোনের স্টক রিকভারি টা রাখবেন। (recovery.img)
## এবার Auto Philz Recovery Porter.exe তে ডাবল ক্লিক করে ওপেন করেন।
## কিবোর্ড থেকে ইন্টার চাপেন।
## আপনার ফোনের ভার্সন অনুয়ায়ী নম্বর লিখে ইন্টার চাপেন। ( যেমনঃ ললিপপ হলে ৫, মার্শম্যলো ৬, সব স্ক্রিন এই দেওয়া আছে কোনটা কত নম্বর)
## আপনার ফোনে এসডি কার্ড সাপোর্ট করে? করলে Y চাপুন! সাপোর্ট না করলে N চাপুন! আপনি কনফিউজড হলে Y চাপুন এবং ইন্টার চাপুন।
## দাঁড়িয়ে থাকুন ? ,এখন অটো পোর্ট শুরু হবে।
## শেষ হলে Output ফোল্ডারে রিকভারি পেয়ে যাবেন।
## এটা ফ্লাশ করুন। ফোনে রুট না থাকলে SpFlashTool দিয়ে Philz Recovery টা ফ্লাশ করুন।
## ধন্যবাদ।
বোঝার সুবিধার্থে নিচের ভিডিওঃ
## by Riadrox
Email: riadrox@gmail.com
Facebook: fb/myself.riadrox
“Let us sacrifice our today so that our children can have a better tomorrow!”
-A.P.J Abdul Kalam!