ত পোস্টে আমরা কিভাবে Spreadtrum ডিভাইসের Twrp পোর্ট করতে হয় সেইটা দেখেছি এবং পোর্টও অনেক ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু আজ খুব সহজেই যেকোনো মিডিয়াটেক ডিভাইসের (Mediatek MTK) জন্য অটোমেটিক Philz Recovery Porter দিয়ে বানিয়ে নিতে পারবেন।

## আজকের কাজটি খুব ইজি এবং সফল হওয়ার সম্ভাবনা ১০০%

## যারা নেটে কাস্টম রিকভারি, CWM, Twrp খুঁজে খুঁজে হয়রান তারা আজ Philz Recovery আপাতত বানিয়ে নিন।

## Philz রিকভারি CWM রিকভারি থেকে ভালো।
আর ব্যাকআপ কম্প্রেস করাও যায়। আর TWRP রিকভারির চেয়ে বেশি ফিচার আছে এতে।

## নিচে কিভাবে বানাতে হয় তা উল্লেখ করা হলো।

সবার আগে,

আপনার ফোন Mediatek MTK কিনা কিভাবে বুঝবেন?

## প্রথমে CPUZ এপটি ইনস্টল করে ওপেন করেন। প্রথমেই উপরে Mediatek লেখা পাইলে বুঝবেন আপনার ফোন মিডিয়াটেক।

Arm Cortex, Spreadtrum, Snapdragon লেখা থাকলে, দুঃখিত! এই পোস্টটি আপনার জন্য নয়। ?

Spreadtrum ফোনওয়ালারা এটা দেখুন। – [Tutorial] যেকোনো Spreadtrum ফোনের জন্য TWRP রিকভারি বানিয়ে নিন খুব সহজে।

যা যা লাগবেঃ

## আপনার ফোনের স্টক রিকভারি। (Stock Recovery)

✋ কিভাবে পাবেন? — স্টক রমে। Google এ আপনার ফোন এর মডেল + Stock Firmware লিখে সার্চ দেন পেয়ে যাবেন। সেই ফাইল এক্সট্রাক্ট করলে ভিতরে recovery.img নামক ফাইল পাবেন, এটা স্টক রিকভারি।

## পিসি/কম্পিউটার

## Philz Recovery Port Tool ?

## আপনার মুন্ডু বা মাথা।

যা যা করতে হবেঃ

## প্রথমে পিসি অন করেন। ???? (মজা করলাম)

## Philz Recovery Port Tool ফাইলটা ডাউনলোড করে Winrar দিয়ে এক্সট্রাক্ট করেন।

## এক্সট্রাক্ট করার পর ভিতরে “Stock” নামক ফোল্ডার পাবেন।

## ঐ ফোল্ডারের ভিতর আপনার ফোনের স্টক রিকভারি টা রাখবেন। (recovery.img)

## এবার Auto Philz Recovery Porter.exe তে ডাবল ক্লিক করে ওপেন করেন।

## কিবোর্ড থেকে ইন্টার চাপেন।

## আপনার ফোনের ভার্সন অনুয়ায়ী নম্বর লিখে ইন্টার চাপেন। ( যেমনঃ ললিপপ হলে ৫, মার্শম্যলো ৬, সব স্ক্রিন এই দেওয়া আছে কোনটা কত নম্বর)

## আপনার ফোনে এসডি কার্ড সাপোর্ট করে? করলে Y চাপুন! সাপোর্ট না করলে N চাপুন! আপনি কনফিউজড হলে Y চাপুন এবং ইন্টার চাপুন।

## দাঁড়িয়ে থাকুন ? ,এখন অটো পোর্ট শুরু হবে।

## শেষ হলে Output ফোল্ডারে রিকভারি পেয়ে যাবেন।

## এটা ফ্লাশ করুন। ফোনে রুট না থাকলে SpFlashTool দিয়ে Philz Recovery টা ফ্লাশ করুন।

## ধন্যবাদ।

বোঝার সুবিধার্থে নিচের ভিডিওঃ


?????????????????????????????????????☔

## by Riadrox

Email: [email protected]

Facebookfb/myself.riadrox

“Let us sacrifice our today so that our children can have a better tomorrow!”
-A.P.J Abdul Kalam!

27 thoughts on "[Tutorial][PC] যেকোনো মিডিয়াটেক (MTK) ডিভাইসের জন্য Auto Philz Recovery বানিয়ে নিন খুব সহজে।"

    1. Riadrox Legend Author Post Creator says:
      SS দেই নাই দেখেই ভিডিও দিছি
  1. sabbir Author says:
    ভাল পুস্ট।। তবে আশা করছি স্ক্রিনশট দিবেন।
    1. Riadrox Legend Author Post Creator says:
      দুঃখিত এসব পোস্টে দিতে পারব না।
    2. sabbir Author says:
      ok…. .post korar jonno dhonnonad.
  2. AshfaqUzzaman Author says:
    vhai symphony t7pro ar kuno custom rom ace?
  3. Yeasin Author says:
    Android 7.0 এর রিকবেরি কাজ করবে?
    1. Riadrox Legend Author Post Creator says:
      hmm vai
  4. Arshad Prottoy Contributor says:
    arm cortex A7 1.30 GHZ
    এর কাস্টম রিকোভারি
    হবে?
  5. Masum & Rahman Author says:
    Android 4.2.2 এর জন্য কি চাপবো?? আপনি যেমন বললে ললিপপ হলে ৫ এবং অনন্য. ..
    JB জন্য কি কাজ করবে?
    1. Riadrox Legend Author Post Creator says:
      ঐটা তো স্ক্রিনে শো করবেই। কোন ভার্সন কত নং!
    2. Masum & Rahman Author says:
      hmmmm….বাট ভাইয়া মনে হচ্ছে JB KK আর জন্য কাজ করবেনা, কেননা ওদের স্কিনে ৫ নম্বর থে ৭ ভার্ষন পর্যন্ত দেওয়া আছে
  6. Masraful Author says:
    Installing ‘/sdcard/Download/vendor_google-arm64.zip’…
    Checking for MD5 file…
    Skipping MD5 check: no MD5 file found
    Error flashing zip ‘/sdcard/Download/vendor_google-arm.zip’

    Gapps flash করতে গেলে এটা আসে। এটার সমাধান কি?

    1. Riadrox Legend Author Post Creator says:
      First e zip extract korun then abar zip create korun then install din
  7. shajib ahmead Contributor says:
    riad bhi symphony v49 er recobery link ta dete parnen please custoom room use korte cai
    1. shajib ahmead Contributor says:
      riad bhi amr mobile chipset sc 8830 parle custom room er oo link diea
  8. Junayed.hasan Contributor says:
    কত্তবার বলছি যে ভাই symphony v32 রুট নিয়া একটা পোস্ট করেন। আসলে কন্ট্রিবিউটর দেইক্ষা অথররা কমেন্টের কোন দেয় না,, এটা বুঝা গেল
    1. Riadrox Legend Author Post Creator says:
      লল। আপনি ভুল বুঝেছেন। আমি কখনো ডিভাইস স্পেসিফিক রুটের পোস্ট দেই না। আপনার কথা শুনে পোস্ট দিতে গেলে আমাকে আগে V32 কেনা লাগবে ভাই। দাম কত জানি? ?
  9. Junayed.hasan Contributor says:
    মজা করেন ??
  10. SH@HRI@R Contributor says:
    ভাই আমার ফোনের স্টক রিকভারি ফাইলের নামটা এমন: recovery-sign.img এইটা আনপ্যাক হইতেছিল না। অনেক কষ্টে আনপ্যাক করছি কিন্তু ওইটা পোর্ট করে ফ্লাশ দিতে গেলে ফ্লাশ নেয় না। দেখায় “sign header file missing”। আপনি কি হেল্প করতে পারবেন ভাই? আসলে ভাই সেট টা রুট করা খুব দরকার।
    1. Riadrox Legend Author Post Creator says:
      ki diye unpack korsilen.. r aita “recovery.img” rename kore unpack korlei hoto
  11. SH@HRI@R Contributor says:
    Fb winn tools দিয়ে করছিলাম। আর হ্যা, রিনেম করে ট্রাই করছিলাম বাট unsupported image দেখাত।
    1. Riadrox Legend Author Post Creator says:
      Carliv Image Kitchen try korun
    2. SH@HRI@R Contributor says:
      জী ভাই করলাম। বাট ফ্লাশ নেয় না।
  12. Jewel Shikder Jony✅ Author says:
    আমার Walton Primo X4 Pro এর জন্য TWRP দরকার, Google এ অনেক খুঁজেছি নেই, একটা পেয়েছিলাম তাও ঐটা Fake,, কাজ করে না। তাই প্লিজ কেউ আমার ফোনের জন্য Port করে দিন?
    ☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
    যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)

Leave a Reply