Site icon Trickbd.com

[Root] Android ফোনের lag/hang সমস্যার সমাধান।সাথে strim Fixing!! Must Need All Root User. (With Screenshot)

Unnamed

[Root] Android ফোনের lag/hang সমস্যার সমাধান।সাথে strim Fixing!! Must Need All Root User. (With Screenshot)

মুল কথাই আসি।

আমাদের প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।এ ফোন ব্যবহারের অনেক সুবিধা থাকলেও অসুবিধা কিন্তু কম নেই।

ফোন কেনার পর আমাদের কাছে ফোনটা বেশ দ্রুতই লাগে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আপনি কোমো 3rd Party Apps ইনস্টল করে চালাতে থাকেন। আস্তে আস্তে এ সমস্যা অনেক বেড়ে যায়।তাই বড় গেমস থেকো শুরু করে মাঝারি কোনো এপস ওপেন করলেই সেট স্লো হয়ে যায়।

আজকে আপনাকে যে কাজটা শেখাব এর মাধ্যমে ফোন খুব বেচি ফাস্ট না হলেঔ হ্যাং করবে না বা ল্যাগ করবে না।

তবে এজন্য আপনার ফোনটিকে রুট করতে হবে।

জুজল ডট কম এ সার্চ মারলেই ফোন রুট করার পদ্ধতি পাবেন।।

আপনার ২টা এপস লাগবে। (খুব কম এমবি)

1. Seeder.apk

2. LagFix (fstrim) Premium 1.5.1_837(paid)

এপস গুলো যলদি নামাইয়া নেন।

নয়ত ফোন ঘুমাইয়া পরবে। :p

দুইটাই ইনসটল দেন।

এবার seeder ওপেন করেন।
রুট ওকে করেন।
তিনটা ঘরেই টিক মাইরা লেন।

এরপর On এ কিলিক করেন।

কাজ শেষ।এবার Lagfix(fstrim).apk ওপেন করেন এবং info এর পাশে lagfix এ যান সবগুলাই টিক দেন
এবং Run …

কাজ শেষ। ধন্যবাদ।

অনেক কষ্টে লিখছি।
সমস্্যা হলে আমায় জানায়েন।
Riadrox
Fb: /myself.riadrox

Site: আছে দিমু না।
Warning: খবরদার কপি করবু না।
Credit: নিজেই নিজেক কেমনে দেই।।

………….:p ;:p

Exit mobile version