[Root] Android ফোনের lag/hang সমস্যার সমাধান।সাথে strim Fixing!! Must Need All Root User. (With Screenshot)

মুল কথাই আসি।

আমাদের প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।এ ফোন ব্যবহারের অনেক সুবিধা থাকলেও অসুবিধা কিন্তু কম নেই।

ফোন কেনার পর আমাদের কাছে ফোনটা বেশ দ্রুতই লাগে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আপনি কোমো 3rd Party Apps ইনস্টল করে চালাতে থাকেন। আস্তে আস্তে এ সমস্যা অনেক বেড়ে যায়।তাই বড় গেমস থেকো শুরু করে মাঝারি কোনো এপস ওপেন করলেই সেট স্লো হয়ে যায়।

আজকে আপনাকে যে কাজটা শেখাব এর মাধ্যমে ফোন খুব বেচি ফাস্ট না হলেঔ হ্যাং করবে না বা ল্যাগ করবে না।

তবে এজন্য আপনার ফোনটিকে রুট করতে হবে।

জুজল ডট কম এ সার্চ মারলেই ফোন রুট করার পদ্ধতি পাবেন।।

আপনার ২টা এপস লাগবে। (খুব কম এমবি)

1. Seeder.apk

2. LagFix (fstrim) Premium 1.5.1_837(paid)

এপস গুলো যলদি নামাইয়া নেন।

নয়ত ফোন ঘুমাইয়া পরবে। :p

দুইটাই ইনসটল দেন।

এবার seeder ওপেন করেন।
রুট ওকে করেন।
তিনটা ঘরেই টিক মাইরা লেন।

এরপর On এ কিলিক করেন।

কাজ শেষ।এবার Lagfix(fstrim).apk ওপেন করেন এবং info এর পাশে lagfix এ যান সবগুলাই টিক দেন
এবং Run …

কাজ শেষ। ধন্যবাদ।

অনেক কষ্টে লিখছি।
সমস্্যা হলে আমায় জানায়েন।
Riadrox
Fb: /myself.riadrox

Site: আছে দিমু না।
Warning: খবরদার কপি করবু না।
Credit: নিজেই নিজেক কেমনে দেই।।

………….:p ;:p

12 thoughts on "[Root] Android ফোনের lag/hang সমস্যার সমাধান।সাথে strim Fixing!! Must Need All Root User. (With Screenshot)"

  1. Avatar photo Anuruddha345 Author says:
    কাজ হয় না
  2. Avatar photo Peal jr Contributor says:
    not working
  3. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
    Ki not working??
  4. apdas Contributor says:
    micromax canvas spark( model no. q380) er TWRP recovery file er download link ta den… dile khub upokar hoi.
  5. Avatar photo Nahid02 Contributor says:
    kaj Kore na boss
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Reboot dislen?
  6. Avatar photo sabbir_hosain Author says:
    ভাই আমার সেট এর ভলিউম + বাটম কাজ করে না।
    রিকোভারি মুড। অ্যাপ ছাড়া ওপেন হচ্ছে না
    এখোন কোন কাস্টম ব্যাবহার করতে পারছি না।
    কি করবো।
    রিকোভারি কে/বাটম কি চেঞ্জ করা যাবে ???
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      model bolun!
    2. Avatar photo sabbir Author says:
      Vhi apnr fb link ta den…pls
  7. Avatar photo অমানুষ Contributor says:
    এইটা কাজ করছে কিনা বুজবো কি ভাবে?
  8. Avatar photo Sajadul Islam Contributor says:
    Riad vai apnar number Ta dewa jabe ki ?
  9. Riad vai, seeder e ki mode dibo??? Modeste naki aggressive??

Leave a Reply