এন্ড্রয়েডের ডেভেলপার মুড অন করে মেনুয়ালি মেমোরি ক্লিন করা যায়। সো মেমোরি ক্লিন করার জন্য এক্সট্রা কোন এপ্লিকেশনের প্রয়োজন নেই।
স্টেপ-
১. Settings থেকে About Phone অপশনে যান। Built Number এ পরপর ৬বার ক্লিক করেন।
আপনি ফোনের ডেভেলপার মুড অন করলেন।
২. এখন Developer option চালু করে Do not keep activities এ মার্ক করেন। তারপর Limit background processes ওপেন করেন।
৩. No background process সিলেক্ট করে বের হয়ে আসেন।
কাজ শেষ, এখন থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড এপ্স কিল হবে। রিমাইন্ড- প্রতিবার পাওয়ার অন করার পর ডেভেলপার মুড অন করে নিতে হবে।
কোন প্রবলেম হলে ফেসবুক তো আছেই। ভালো থাকবেন।