এন্ড্রয়েডের ডেভেলপার মুড অন করে মেনুয়ালি মেমোরি ক্লিন করা যায়। সো মেমোরি ক্লিন করার জন্য এক্সট্রা কোন এপ্লিকেশনের প্রয়োজন নেই।

স্টেপ-

১. Settings থেকে About Phone অপশনে যান। Built Number এ পরপর ৬বার ক্লিক করেন।

2015-11-06-10-42-56

আপনি ফোনের ডেভেলপার মুড অন করলেন।

২. এখন Developer option চালু করে Do not keep activities এ মার্ক করেন। তারপর Limit background processes ওপেন করেন।

2015-11-06-10-41-29

৩. No background process সিলেক্ট করে বের হয়ে আসেন।

FlashAnnotate

কাজ শেষ, এখন থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড এপ্স কিল হবে। রিমাইন্ড- প্রতিবার পাওয়ার অন করার পর ডেভেলপার মুড অন করে নিতে হবে।

কোন প্রবলেম হলে ফেসবুক তো আছেই। ভালো থাকবেন।

10 thoughts on "Cleanmaster অথবা Android assistant ছাড়া এপস ক্লিন করার সিস্টেম"

  1. Ajad Ahmed Contributor says:
    অনেক উপকারি পোস্ট ভাইয়া, ভালো লাগলো
  2. Ajad Ahmed Contributor says:
    কিন্তু মাঝে মাঝেই একটা নোটিফিকেশন পাচ্ছি, ওটা বন্ধ করা যাবে?
  3. Avatar photo blue_coder Author Post Creator says:
    নোটিফিকেশন অফ করার কোন সিস্টেম নাই, কিছু কিছু ফোনে নোটিফিকেশন আসে। বেশির ভাগ ফোনে আসেনা
  4. Ajad Ahmed Contributor says:
    নোটিফিকেশনটা বিরক্তিকর
  5. Avatar photo Bd Hridoy Contributor says:
    অনেকদিন ধরে এটা খুজছিলাম।
  6. Avatar photo Bd Hridoy Contributor says:
    ধন্যবাদ
  7. help.google.mail.me Contributor says:
    tnx vai nice post etai khujcilam
  8. balam500 Contributor says:
    বাহ! ভালই তো
  9. ZiAuzZaMan Contributor says:
    Jani but nice.

Leave a Reply