Site icon Trickbd.com

[Root][Screenshot][Tutorial] আর হারিয়ে যাবে না ওপেরা মিনির ডাটা (Data+Tab+Browser+History+Cookies+Passwords+Bookmarks) Specially By Riadrox

Unnamed

[Root][Screenshot][Tutorial] আর হারিয়ে যাবে না ওপেরা মিনির ডাটা (Data+Tab+Browser+History+Cookies+Passwords+Bookmarks) Specially By Riadrox

আমরা প্রায় সবাই ওপেরা মিনি ইউস করি।ওপেরা মিনিতে নেট সার্ফিং খুব মজার। তাই ডিফল্ট ব্রাউজার হিসেবে অধিকাংশ মানুষ ওপেরা ইউস করে।

অনেক প্রয়োজনীয় বুকমার্ক, Speed Dial, Tab, Saved Pages, History, Cookies, Saved Passwords সব কিছু শেষ হয়ে যায় কোনো কারনে ওপেরা মিনি আনইনস্টল হলে।

তখন নতুন করে ইন্সটল দিয়ে আবার কাজ শুরু করতে হয়।কি ঝামেলা!!

তবে Opera Link এর মাধ্যমে Bookmarks /History/ SpeedDial সেভ রাখা যায়। কিন্তু এর মাধমে সব বুকমার্ক ফিরে পাওয়া যায় না। History, Cookies, Saved Passwords তো একেবারেই না। আর পুরাতন ওপেরাতে তো Opera Link Off, তাহলে সমাধান কি??

সমাধান আছে। আমি অনেক কষ্টে বের করেছি।

আর হ্যাঁ এই টিউন বা এর সম্পর্কিত পোস্ট এর আগে কেউ করেনি বা গুগলেও নেই। তাই কপি করবেন না। করলেও লিংক ঠিক রাখবেন।

এবার কাজের কথাই আসি।


আপনার সেটটি রুটেড হতে হবে। ***

রুট কিভাবে করবেন জেনে নিন

কার্যপ্রণালি

[**] প্রথমে Root Browser ওপেন করুন। এরপর data > data ফোল্ডারে যান। অর্থাৎ ডাটার ভিতর আরেকটি ডাটা ফোল্ডার আছে। নিচে দেখুন –

[**] এরপর যে ওপেরা মিনির ডাটা সেভ করবেন / ব্যাকআপ করবেন সেই ফোল্ডারে যান।

[**] এরপর ডাটাবেজ database ফোল্ডার টি Copy করে Sdcard এর পছন্দমত জায়গায় রাখুন।

ব্যাস হয়ে গেল ব্যাকআপ। এবার কিভাবে রিস্টোর করবেন বা আগের অবস্থায় নিয়ে যাবেন তা দেখুন।

[**] প্রথমে ওপেরা মিনিটা Uninstall করুন। আহা! ভয় পাবেন না আমি গ্যারান্টি। এঝখন আবার Install দিন।

দেখেন ওপেরা নতুন হয়ে গেল অর্থাৎ আপনার বুকমার্ক ডাটা সব শেষ। এখন সবকিছু আগের মত করে আনার জন্য ঐ database ফোল্ডার, যেটা কপি করেছিলেন, ঐটা আবার Root>data>data>com.opera.mini ফোল্ডারে পেস্ট করুন।

[**] Overwrite বা merge লেখা আসলে ok দিন।

[**] এবার database ফোল্ডারটির permission নিচের মত করে ok দিন।

কাজ শেষ। এবার ওপেরাতে ঢুকুন। আবার Install হবে। তারপর দেখুন মজা। ঠিক যেমন অবস্থায় ছিল ঐরকমই আছে।

ঠিক যেন রম ব্যাকআপ।

এবার ফেবু জিমেইল এ ঢুকে দেখেন আর লগইন করা লাগবে না সব আগের মত।

বিঃদ্রঃ পোস্টটি কপি করা হলে ** কেটে হাতে ধরিয়ে দেওয়া হইবে। :p :p

#ScreenShot by Lava

#Full Credit: Riadrox

Exit mobile version