[Root][Screenshot][Tutorial] আর হারিয়ে যাবে না ওপেরা মিনির ডাটা (Data+Tab+Browser+History+Cookies+Passwords+Bookmarks) Specially By Riadrox

আমরা প্রায় সবাই ওপেরা মিনি ইউস করি।ওপেরা মিনিতে নেট সার্ফিং খুব মজার। তাই ডিফল্ট ব্রাউজার হিসেবে অধিকাংশ মানুষ ওপেরা ইউস করে।

অনেক প্রয়োজনীয় বুকমার্ক, Speed Dial, Tab, Saved Pages, History, Cookies, Saved Passwords সব কিছু শেষ হয়ে যায় কোনো কারনে ওপেরা মিনি আনইনস্টল হলে।

তখন নতুন করে ইন্সটল দিয়ে আবার কাজ শুরু করতে হয়।কি ঝামেলা!!

তবে Opera Link এর মাধ্যমে Bookmarks /History/ SpeedDial সেভ রাখা যায়। কিন্তু এর মাধমে সব বুকমার্ক ফিরে পাওয়া যায় না। History, Cookies, Saved Passwords তো একেবারেই না। আর পুরাতন ওপেরাতে তো Opera Link Off, তাহলে সমাধান কি??

সমাধান আছে। আমি অনেক কষ্টে বের করেছি।

আর হ্যাঁ এই টিউন বা এর সম্পর্কিত পোস্ট এর আগে কেউ করেনি বা গুগলেও নেই। তাই কপি করবেন না। করলেও লিংক ঠিক রাখবেন।

এবার কাজের কথাই আসি।


আপনার সেটটি রুটেড হতে হবে। ***

রুট কিভাবে করবেন জেনে নিন

কার্যপ্রণালি

[**] প্রথমে Root Browser ওপেন করুন। এরপর data > data ফোল্ডারে যান। অর্থাৎ ডাটার ভিতর আরেকটি ডাটা ফোল্ডার আছে। নিচে দেখুন –

[**] এরপর যে ওপেরা মিনির ডাটা সেভ করবেন / ব্যাকআপ করবেন সেই ফোল্ডারে যান।

[**] এরপর ডাটাবেজ database ফোল্ডার টি Copy করে Sdcard এর পছন্দমত জায়গায় রাখুন।

ব্যাস হয়ে গেল ব্যাকআপ। এবার কিভাবে রিস্টোর করবেন বা আগের অবস্থায় নিয়ে যাবেন তা দেখুন।

[**] প্রথমে ওপেরা মিনিটা Uninstall করুন। আহা! ভয় পাবেন না আমি গ্যারান্টি। এঝখন আবার Install দিন।

দেখেন ওপেরা নতুন হয়ে গেল অর্থাৎ আপনার বুকমার্ক ডাটা সব শেষ। এখন সবকিছু আগের মত করে আনার জন্য ঐ database ফোল্ডার, যেটা কপি করেছিলেন, ঐটা আবার Root>data>data>com.opera.mini ফোল্ডারে পেস্ট করুন।

[**] Overwrite বা merge লেখা আসলে ok দিন।

[**] এবার database ফোল্ডারটির permission নিচের মত করে ok দিন।

কাজ শেষ। এবার ওপেরাতে ঢুকুন। আবার Install হবে। তারপর দেখুন মজা। ঠিক যেমন অবস্থায় ছিল ঐরকমই আছে।

ঠিক যেন রম ব্যাকআপ।

এবার ফেবু জিমেইল এ ঢুকে দেখেন আর লগইন করা লাগবে না সব আগের মত।

বিঃদ্রঃ পোস্টটি কপি করা হলে ** কেটে হাতে ধরিয়ে দেওয়া হইবে। :p :p

#ScreenShot by Lava

#Full Credit: Riadrox

33 thoughts on "[Root][Screenshot][Tutorial] আর হারিয়ে যাবে না ওপেরা মিনির ডাটা (Data+Tab+Browser+History+Cookies+Passwords+Bookmarks) Specially By Riadrox"

    1. Riadrox Legend Author Post Creator says:
      wlcm
  1. md rana islam Contributor says:
    bro amake tuner banan plz rana vai ke bolen plz
    1. Riadrox Legend Author Post Creator says:
      tnx
  2. Guettarous EMON Contributor says:
    এত কস্ট না করে Titanium backup দিয়া ব্যাকাপ নিলেই হয়। ২-৩ ক্লিকের ব্যাপার।
    1. Riadrox Legend Author Post Creator says:
      যেটা সবাই জানে সেটাই শেয়ার করলাম, তো আমি কোনো টিউনার নাকি।

      এটা ইউনিক। জীবনে যত গভীরে যাবেন তত শিখতে পারবেন।

      Titanium ব্যাকআপ এ Opera মাঝে মাঝে ক্রাশ হয় রিস্টোর দিলে। ধন্যবাদ।

    2. Guettarous EMON Contributor says:
      ভাই,এইসব বিষয়ে আমার ভালই জ্ঞান আছে। কিন্তু অনেকেই আছে যারা এই কাজটা করতে গিয়ে সেট ব্রিক করতে পারে। কারন বেশিরভাগই সেট রুট করে কোন কিছু না জেনে।
    3. Riadrox Legend Author Post Creator says:
      Set ব্রিক হয় কিভাবে তা আমি জানি। ধন্যবাদ। তবে আপনি হয়ত জানেন না এই ট্রিকটা রুট ছাড়াও করা যায়। আপনি Es File Explore দিয়ে কপি পেস্ট জাতীয় কিছু করলে রুট চাইবে না।

      আর সবাইকে বলি আপনারা ব্রিক নিয়ে বিচলিত হবেন না। রুট ফোল্ডারের Data, Cache বাদে system ও অন্যান্য ফাইলে হাত দিবেন না। আপনাদের কোনোরকম সমস্যা না হওয়ার জন্যই স্ক্রিনশট দেওয়া হয়েছে। এর বাইরে কিছু করবেন তো মরবেন।

      ধন্যবাদ।

    4. Guettarous EMON Contributor says:
      ভাই, রুট করা ডিভাইসের Es Explorerএ Path আর system R/W হিসেবে Mount করা থাকবে না, তা কি করে হয়? নিশ্চয়ই জানেন এটার জন্য রুট পারমিশন লাগবে।
      আর রুটেড ডিভাইস ব্রিক করবে না, এই ধরনের গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। (যদি রুট করে কিছুই না করেন তখন অন্যকথা) আমি সাধারণ buil.prop ফাইলটা স্টক ফাইলের সাথে রিপ্লেস করছিলাম, তাতেই ব্রিক। আর সেট কিভাবে ব্রিক হয় আর হয় না সেটাও ভাল করে জানি। তবে সবসময় সবকিছু যে নিয়মমাফিক হয় তা কিন্তু না। অনেক সময় এক সেটের রিকভারী আরেক সেটে সেটাপ দেওয়ার পরও সেট ব্রিক হয় না। আবার অনেকসময় আনরুটেড ডিভাইসের রম কোরাপ্ট হইয়া সেট ব্রিক হয়। বাস্তব অভিজ্ঞতা, বুঝলেন ভাইজান? সেট রুট করার পর একটা রুটেড ডিভাইসে যা করা যায় তাই করছি। xposed,xtheme,viper থেকে শুরু করে custom rom কোনকিছুই বাদ যায় নাই।
    5. Riadrox Legend Author Post Creator says:
      Bro Xposed Viper আমাকে দেখায়েন না। আমি নিজের ফোন দিনে ১৪ বার ব্রিক করি। একবার হার্ড ব্রিকও করছিলাম স্বইচ্ছায়। যাই হোক আল্লাহর কৃপায় নিজেই ঠিক করছি।

      Buid.prop এ থাকা build propertise এবং ফোনের টুইকস সরাসরি এন্ড্রয়েডে এ Connected থাকে ঠিক যেমন Android runtime এবং System UI – এগুলোকে রিপ্লেস করলে সেট ব্রিক হত না যদি আপনি পারমিশন rw-r-r করতেন। যেহেতু সরাসরি Connected তাই রিপ্লেস করার সাথে সাথে ফোন তার সিস্টেম ফাইল খুজতে থাকে আর অফ হয়ে যায় আপনি পারমিশন ঠিক করার আগেই। তখনই হয় ব্রিক।
      ব্রিক হওয়ার সকল কারন সম্পর্কে আমার পোস্টটি দেখতে পারেন।

      আমার ফোনের CWM আমি নিজে তৈরি করেছি তবুও অন্য কোনো রিকভারী আমার ফোনে দিই না।

      আমার এক বন্ধু ফোন স্টক রম ব্যাকআপ ছাড়াই অনেক রুটের কাজ করে। তার ফোন আজ পর্যন্ত ব্রিক হই নি। একটু সচেতন হলেই ব্রিক থেকে বাচা সম্ভব।

      এই ব্রিকের ভয়ে অনেকে রুট করতে চায় না কারন আপনারা প্রতিদিন ভয় দেখিয়ে চলেছেন। ব্রিক হলে হলো তাই বলে চোরের ভয়ে হাত গুটিয়ে বসে থাকব? আমার ফোন ব্রিক না হলে আমার মাঝেও সেই ভয় থাকত। আজ আমি একদম নিশ্চিন্ত। ব্রিক হলেও সমস্যা নেই।

      এর কারন ভয়কে জয়। এ পৃথিবীতে যত সমস্যা আছে তত সমাধানও আছে। খালি অভাব চেষ্টার।

    6. fahim Contributor says:
      ভাই তুমনে তো কামাল কার দিয়া।
    7. Riadrox Legend Author Post Creator says:
      সাচ্ মে?
    1. Riadrox Legend Author Post Creator says:
      Thnx
    2. md rana islam Contributor says:
      bro রানা ভাই কে একতু বলেন আমার পোস্ট দেখে আমাকে তুনার বানাক plz…..
  3. rafy Author says:
    amar memory format hoia gese…. kew ki (cardrrecovery.exe) ei software er download link ta dite parben plz
  4. rafy Author says:
    cardrecovery.exe
  5. Guettarous EMON Contributor says:
    ভাই, রুট করা ডিভাইসের Es Explorerএ Path আর system R/W হিসেবে Mount করা থাকবে না, তা কি করে হয়? নিশ্চয়ই জানেন এটার জন্য রুট পারমিশন লাগবে।
    আর রুটেড ডিভাইস ব্রিক করবে না, এই ধরনের গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। (যদি রুট করে কিছুই না করেন তখন অন্যকথা) আমি সাধারণ buil.prop ফাইলটা স্টক ফাইলের সাথে রিপ্লেস করছিলাম, তাতেই ব্রিক। আর সেট কিভাবে ব্রিক হয় আর হয় না সেটাও ভাল করে জানি। তবে সবসময় সবকিছু যে নিয়মমাফিক হয় তা কিন্তু না। অনেক সময় এক সেটের রিকভারী আরেক সেটে সেটাপ দেওয়ার পরও সেট ব্রিক হয় না। আবার অনেকসময় আনরুটেড ডিভাইসের রম কোরাপ্ট হইয়া সেট ব্রিক হয়। বাস্তব অভিজ্ঞতা, বুঝলেন ভাইজান? সেট রুট করার পর একটা রুটেড ডিভাইসে যা করা যায় তাই করছি। xposed,xtheme,viper থেকে শুরু করে custom rom কোনকিছুই বাদ যায় নাই।
    1. Riadrox Legend Author Post Creator says:
      Bro Xposed Viper আমাকে দেখায়েন না। আমি নিজের ফোন দিনে ১৪ বার ব্রিক করি। একবার হার্ড ব্রিকও করছিলাম স্বইচ্ছায়। যাই হোক আল্লাহর কৃপায় নিজেই ঠিক করছি।

      Buid.prop এ থাকা build propertise এবং ফোনের টুইকস সরাসরি এন্ড্রয়েডে এ Connected থাকে ঠিক যেমন Android runtime এবং System UI – এগুলোকে রিপ্লেস করলে সেট ব্রিক হত না যদি আপনি পারমিশন rw-r-r করতেন। যেহেতু সরাসরি Connected তাই রিপ্লেস করার সাথে সাথে ফোন তার সিস্টেম ফাইল খুজতে থাকে আর অফ হয়ে যায় আপনি পারমিশন ঠিক করার আগেই। তখনই হয় ব্রিক।
      ব্রিক হওয়ার সকল কারন সম্পর্কে আমার পোস্টটি দেখতে পারেন।

      আমার ফোনের CWM আমি নিজে তৈরি করেছি তবুও অন্য কোনো রিকভারী আমার ফোনে দিই না।

      আমার এক বন্ধু ফোন স্টক রম ব্যাকআপ ছাড়াই অনেক রুটের কাজ করে। তার ফোন আজ পর্যন্ত ব্রিক হই নি। একটু সচেতন হলেই ব্রিক থেকে বাচা সম্ভব।

      এই ব্রিকের ভয়ে অনেকে রুট করতে চায় না কারন আপনারা প্রতিদিন ভয় দেখিয়ে চলেছেন। ব্রিক হলে হলো তাই বলে চোরের ভয়ে হাত গুটিয়ে বসে থাকব? আমার ফোন ব্রিক না হলে আমার মাঝেও সেই ভয় থাকত। আজ আমি একদম নিশ্চিন্ত। ব্রিক হলেও সমস্যা নেই।

      এর কারন ভয়কে জয়। এ পৃথিবীতে যত সমস্যা আছে তত সমাধানও আছে। খালি অভাব চেষ্টার।

    2. Guettarous EMON Contributor says:
      xposed, viper একটা সেম্পল। আর আমি কাউকে ভয় দেখাই না। নিজেও ভয় পাই না। সেট আমিও ব্রিক করছি। অসংখ্য বার। তবে দিনে ১৪ বার না। তবে হাত ঘুটিয়ে বসে থাকিনি। ব্রিক হওয়া সেট রিকভার করার নুন্যতম জ্ঞানটুকু আমার আছে।
      buld.prop কাহীনি রুট করার পর প্রাথমিক পর্যায়ের ঘটনা, যখন তেমন কিছু জানতাম না।
      আর আমি কারো পোস্ট ফলো করি না। না, আপনাকে অপমান করছি না। আমি যা করি, নিজে করি। কারন আছে, আমার ফোন রুট করেছিলাম মুলত Poweramp ইউজ করার জন্য। কিন্তু কোন পোস্ট ফলো করেই কাজ হয় নাই। এক-দুই ঘন্টা পর (কপাল ভাল হলে এক দিন) ঠিকই লাইসেন্স চায়। অত:পর নিজের মাথা কাজে লাগাইলাম। ফলাফল পজিটিভ। Poweramp এ আর লাইসেন্স বলে কিছু নাই। (এমনকি সেট রেসেট দেওয়ার পরও)। সেই থেকে শুরু।
    3. Riadrox Legend Author Post Creator says:
      আমার একটা কথাই বলার আছে আপনি বিশ্বাস করুন বা না করুন আমি নিজেই সব কিছু বের করার চেষ্টা করি। এইটাই আমার পেশা। কারও সাহায্য নেওয়া আমার রক্তে নেই, আছে শুধু সাহায্য করা।

      আপনার সাথে কথা বলতে মজাই লাগছে। কারন এতদিন পর কেউতো আমার Competitor বের হলো। যাই হোক আপনি শুধুই কি রুট সম্পর্কে অভিজ্ঞ নাকি অন্যান্য আরও কিছু শুনতে চাই।

    4. Guettarous EMON Contributor says:
      আমি অইসব লোকের মত না যারা দুই তিনটা রিকভারী আর কয়টা পোস্ট কইরা ভাবে তারাই আইনস্টাইন। আমার নিজের সম্পর্কে কোন কিছু আমি ডাকঢোল পিঠাইয়া প্রচার করি না।
    5. Riadrox Legend Author Post Creator says:
      তো আমি কোথাই ঢাকঢোল পিটাইলাম। দেখেন ব্রো যে গনিতে ভাল পারে সে ইংরেজিতে ভাল নাও পারতে পারে।

      আর কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখে স্বার্থপরেরা। কারন সে জানে তার জানা জিনিস কেউ জানলে তার মান কমে যাবে।

      আমি ঐরকম টাইপের না বস।আপনি যা মনে করেন, করেন।দুই তিনটা রিকভারি ছাড়াও হয়ত আমি আল্লাহর দয়ায় আরও কিছু পারি। কিন্তু নিজেকে আইনস্টাইন ভাবি না। কারন আমি আইনস্টাইন হতে চাই না, চাই তার চেয়ে বড় কিছু হতে।

      দোয়া করবেন।

  6. usmanhusain Contributor says:
    ভাই opera তে সেভ থাকা পেজ কি ঠিক থাকবে?
    1. Riadrox Legend Author Post Creator says:
      সব
  7. Sajon7 Contributor says:
    rox vai plz apnar phone number ta?
    1. Riadrox Legend Author Post Creator says:
      karon?
    2. Sajon7 Contributor says:
      kcu kotha ache?
    3. Riadrox Legend Author Post Creator says:
      Akhane bolen. privacy’r jnno no. dewa jabe na
  8. Sajon7 Contributor says:
    lagbe na vai
    1. Riadrox Legend Author Post Creator says:
      okk

Leave a Reply