একটা টিউন করেছিলাম –
“ফেসবুক গ্রুপে এক ক্লিক এ সব বন্ধু
এড করা তো শিখেছেন এবার এক ক্লিক
এ সব কিভাবে ডিলিট করবেন তা দেখুন”।
কিন্তু পরে দেখি অনেকে এড ও
করতে পারছেন না। তাই আজকে আবার
লিখতে বসলাম। আমার অনেক বড়
পোস্ট করতে ভাল লাগে না। কারণ আমি
নিজেও বড় বড় পোস্ট পড়ি না। একটা
পোস্ট পড়তে ৫-১০ মিনিট লেগে
যায়। কিন্তু আমি যদি একটা ভিডিও দিতে পারি
তাহলে আপনি কাজটি মাত্র ২-৩ মিনিটে
বুঝে যাবেন। কিন্তু কি আর করা বলুন !
পেজ টাতো আর খালি থাকলে টিউন
মনে হবে না। তাই আজকেও নিজের
মত করে লেখা শুরু করলাম। তবে আমার
মনে হয় কিছু হলেও লিখতে হবে কারণ
এডমিন যদি পোস্টটি ডিলিট করে দেয়।
ফেসবুক গ্রুপ এ একটা একটা করে
ফ্রেন্ড এড করতে করতে বিরক্ত
লেগে গেছে। সমাধান খুঁজতে শুরু
অনেক কোড ফাইলাম, একটা একটা
করে চেষ্টা করা শুরু করলাম। দুঃখের
বিষয়টা হচ্ছে আমার গ্রুপ টা রেখে যারা
কোড দিয়েছে তাদের গ্রুপ এ আমার
সব ফ্রেন্ড এড হয়ে গেল !!!!! বলুন
তো কেমনটা লাগে সে সময়। অনেক
গুলা চেষ্টা করলাম সব একই কাহিনী।
একবার চিন্তা করুন আমার ফেসবুক বন্ধুরা
আমার উপর কি রকম বিরক্তটা হয়েছে।
যাই হোক বিরক্ত হলেও কিছু করার নাই
ওইটা ছিল আমার ফ্যাক আইডি। তাই বলে
আপনারা আপনাদের আসল আইডি টা এসব
কোড এর পিছনে দোরাইয়া নষ্ট
করিবেন না। তবে আমি যেটা দিচ্ছি সেটা
ঢিক আছে। আমি অনেক দিন ধরে এইটাই
ব্যবহার করছি। কোডটা আমি তৈরি করি নাই
তবে ব্যবহার করেছি ভাল লেগেছে।
এখন আসেন এইটার খারাপ দিক গুলাতে।
এই কোডটা যদি আপনি একবার চালু করেন
তাহলে চলতেই থাকবে। এই চলা আপনার
জন্য একটা ক্ষতি তো আছেই। ক্ষতি টা
হচ্ছে আপনি যদি ৫০০-৬০০ ফ্রেন্ড এর
বেশী একসাথে এড করেন ফেসবুক
উপায়ে ফেসবুক এ কিছু করছেন। সাথে
সাথে গ্রুপ এ এড করার সুবিধাটি আপনার
আইডিতে কিছু দিনের জন্য বন্ধ করে
দিবে। এটা শুধু আইডি তে বন্ধ হবে
অন্য কেউ আপনার গ্রুপ এ সদস্য এড
করতে পারবে। তাই একদিনে ৫০০ –
৬০০ বেশী এক আইডি থেকে এড
করার কোন দরকার নাই।
যদি কেউ পারেন আমার গ্রুপ এ কিছু
প্রযুক্তি নিয়ে থাকা ভাইদের এড করে
দিয়েন (বোন হলেও চলবে)। কারণ
আমার গ্রুপ টা খালি পরে আছে।