একটা টিউন করেছিলাম –
“ফেসবুক গ্রুপে এক ক্লিক এ সব বন্ধু
এড করা তো শিখেছেন এবার এক ক্লিক
এ সব কিভাবে ডিলিট করবেন তা দেখুন”।
কিন্তু পরে দেখি অনেকে এড ও
করতে পারছেন না। তাই আজকে আবার
লিখতে বসলাম। আমার অনেক বড়
পোস্ট করতে ভাল লাগে না। কারণ আমি
নিজেও বড় বড় পোস্ট পড়ি না। একটা
পোস্ট পড়তে ৫-১০ মিনিট লেগে
যায়। কিন্তু আমি যদি একটা ভিডিও দিতে পারি
তাহলে আপনি কাজটি মাত্র ২-৩ মিনিটে
বুঝে যাবেন। কিন্তু কি আর করা বলুন !
পেজ টাতো আর খালি থাকলে টিউন
মনে হবে না। তাই আজকেও নিজের
মত করে লেখা শুরু করলাম। তবে আমার
মনে হয় কিছু হলেও লিখতে হবে কারণ
এডমিন যদি পোস্টটি ডিলিট করে দেয়।
ফেসবুক গ্রুপ এ একটা একটা করে
ফ্রেন্ড এড করতে করতে বিরক্ত
লেগে গেছে। সমাধান খুঁজতে শুরু

করলাম। গুগল মামার কাছে সার্চ দিয়ে
অনেক কোড ফাইলাম, একটা একটা
করে চেষ্টা করা শুরু করলাম। দুঃখের
বিষয়টা হচ্ছে আমার গ্রুপ টা রেখে যারা
কোড দিয়েছে তাদের গ্রুপ এ আমার
সব ফ্রেন্ড এড হয়ে গেল !!!!! বলুন
তো কেমনটা লাগে সে সময়। অনেক
গুলা চেষ্টা করলাম সব একই কাহিনী।

একবার চিন্তা করুন আমার ফেসবুক বন্ধুরা
আমার উপর কি রকম বিরক্তটা হয়েছে।
যাই হোক বিরক্ত হলেও কিছু করার নাই
ওইটা ছিল আমার ফ্যাক আইডি। তাই বলে
আপনারা আপনাদের আসল আইডি টা এসব
কোড এর পিছনে দোরাইয়া নষ্ট
করিবেন না। তবে আমি যেটা দিচ্ছি সেটা
ঢিক আছে। আমি অনেক দিন ধরে এইটাই
ব্যবহার করছি। কোডটা আমি তৈরি করি নাই
তবে ব্যবহার করেছি ভাল লেগেছে।
এখন আসেন এইটার খারাপ দিক গুলাতে।
এই কোডটা যদি আপনি একবার চালু করেন
তাহলে চলতেই থাকবে। এই চলা আপনার
জন্য একটা ক্ষতি তো আছেই। ক্ষতি টা
হচ্ছে আপনি যদি ৫০০-৬০০ ফ্রেন্ড এর
বেশী একসাথে এড করেন ফেসবুক

কাকু মনে করবে আপনি কোন অসৎ
উপায়ে ফেসবুক এ কিছু করছেন। সাথে
সাথে গ্রুপ এ এড করার সুবিধাটি আপনার
আইডিতে কিছু দিনের জন্য বন্ধ করে
দিবে। এটা শুধু আইডি তে বন্ধ হবে
অন্য কেউ আপনার গ্রুপ এ সদস্য এড
করতে পারবে। তাই একদিনে ৫০০ –
৬০০ বেশী এক আইডি থেকে এড
করার কোন দরকার নাই।
যদি কেউ পারেন আমার গ্রুপ এ কিছু
প্রযুক্তি নিয়ে থাকা ভাইদের এড করে
দিয়েন (বোন হলেও চলবে)। কারণ
আমার গ্রুপ টা খালি পরে আছে।

Click Here To Download This videos

6 thoughts on "এক ক্লিক এ সব বন্ধু এড করুন আপনার ফেসবুক গ্রুপ এ।"

  1. radhoun Contributor says:
    1200 Gems/5 Builder Hut(no hack)কোনো হেক ছাড়াই 1200 Gems!!!
    বন্ধুরা আমরা এতদিন অনেক ফালতু পোষ্ট দেখেছি,এগুলোর মধ্যে লেখা থাকে Clash of Clans এর Gems হেক করা যায়।আসলে এগুলো সব ফালতু আর মিথ্যা পোষ্ট।Clash of Clans এর Server নেট খুবই শক্তিশালী।তাই,এই server নেট হেক করা না,হেক করার কথা ভাবাও যায় না।কিন্তু, আপনে যদি চান তাহলে সৎ উপায়ে 1200 Gems নিজের করে 5 টা Builder Hut নামাতে পারবেন।এজন্য আপনাকে যা যা করতে হবে তা হলো,,,,,,,
    আপনাকে প্রথমে আপনার play store থেকে একটি app ডাউনলোড করতে হবে।app টির নাম হলো Whaff…… এই app টি আপনার ফোনে ইন্সটল করার পর আপনার কাজ খুব সহজ হয়ে যাবে।app টি তে প্রবেশ করার পর প্রথমেই আপনাকে facebook এর সাথে sign up করতে হবে।facebook এর সাথে sign up করার পর আপনার কাছে একটি কোড চাবে।কোডটি হলো CW34038,, এই কোডটি দেওয়া হলে আপনার একাউন্ট এ2.30$ ডলার জমা হয়ে যাবে।এর পর আপনারও একটি কোড আসবে। আপনার কোডটি দিয়ে আপনিও আপনার বন্ধুদের invite করে প্রত্যেক বার 0.30$ ডলার পাবেন।এভাবে আপনার একাউন্ট এ 10$ ডলার জমা হলে, Whaff এর setting এ যেয়ে payout এ google play select করুন।
    1. Jamiul Soikat Contributor says:
      আমার ফোনে ফেবু তে কানেক্ট হয় না কি করব
    2. wi fi Contributor says:
      vai id er priblem hole?
  2. M@hbub Contributor says:
    দেখি পারি কিনা পারলে ধন্যবাদ জানাবো
  3. SagorDas71 Contributor says:
    বাল, হ্লা
  4. Emdad Contributor says:
    ভিডিও ডাওনলোড হয় না।

Leave a Reply