কেমন আছেন সবাই? আশা করি ভাল
আছেন।
আজকে আমি আপনাদের জন্য
নিয়ে এলাম বর্তমান প্রজন্মের মোবাইল
ফোন সামসাং (Samsung) (এন্ড্রয়েড)
ফ্ল্যাশ করার পদ্ধতি নিয়ে।
অনেকেই জানেন
না কিভাবে পিসি দিয়ে সামসাং
সেট ফ্লাশ দিতে হয়, তা নিচের
স্ক্রিনসট সহকারে দেওয়া হল। তো, চলুন
এখন শুরু করা যাক,
## ফ্লাশ করার আগে মোবাইলে/
ব্যাটারীতে ১০০% ফোন চার্জ করে
নিতে হবে।
## নষ্ট ইউএসবি
ক্যাবল দিয়ে ফ্লাশ দেবার চেষ্ঠা
করবেন না। একটা ভাল Original
সামসাং ইউএস.বি ক্যাবল সংগ্রহ করে
তারপর ফ্লাশ কাজ শুরু করবেন।
## ফ্লাশ করার জন্য উইনডোজ ৩২/৬৪ বিট তা দেখে নিবেন।
## নতুন ভারসন Odin টুলস ডাউনলোড
করুন এখান থেকে। Latest Odin V3.6
## Samsung Mobile Usb Driver ডাউনলোড করুন
## http://www.sammobile.com/firmwares/ এ গিয়ে আপনার ফোনের মডেল লিখে সার্চ করুন এবং ফার্মওয়ার ডাউনলোড করুন।
## Odin3 ওপেন করুন। ১নং
চিত্রে লাল চিহ্নিত বক্সগুলো
ডিফোল্ট রাখুন।
## আপনার স্যামসাং ডিভাইস বন্ধ করুন,
তারপর {Volume Down+Home+Power} সব
বোতাম একই সাথে চাপ দিন। তারপর
একটি সতর্কতামূলক স্কিনসট ২এর মত
অবিরত বা বাতিল করে নিন বলে
আপনি অনুরোধ করবে। তারপর {Volume Up}
বাটন চাপ দিন এবং আপনি উপরের ছবির
মত আপনার ডিভাইসের উপর একটি
ডাউনলোড মোডে স্ক্রিন দেখতে
পাবেন.
## USB ডেটা কেবলের মাধ্যমে
কম্পিউটারে আপনার স্যামসাং
ডিভাইস সংযোগ করুন। দেখবেন ইউ.এস.ইব
ড্রাইভার ইন্সস্টল হচ্ছে এরপর Odin
সফটওয়ারে COM বক্সে ত্রিভুজীয়
আকারে পরিণত হয়েছে এবং ব্লাঙ্ক
বোডে (>added<)দেখাবে এবং
আপনার কম্পিউটারের সাথে
মোবাইল সংযোগ সফল হয়েছে। আপনি
যদি এরকম কোনো প্রতিক্রিয়া দেখতে
না পান, USB ক্যাবল পরীক্ষা করার
চেষ্টা এবং ইউএসবি ড্রাইভার পুনরায়
ইনস্টল করুন.
## ফার্মওয়্যার লোড
Odin "PA" থেকে ক্লিক করুন তারপর
ব্রাউজ এবং ফার্মওয়্যার ফাইল
দেখিয়ে দিন। তবে আপনার
ডাউনলোডকৃত ফ্লাশ ফাইলটি প্রথমে
আনজীপ করে নিবেন এবং আপনি
আপনার ফার্মওয়্যার ডাউনলোড
## আপনার ডিভাইস মধ্যে
ফার্মওয়্যার ইনস্টল
Odin এর "START" বাটন ক্লিক করুন।
অপেক্ষা করুন এবং এটি আপনি টিয়া
রঙ্গের (স্কিনসটে দেখানো) (Pass)
হবে। তখন ফামওয়্যার ইনস্টল সম্পন্ন
হয়েছে। তারপর আপনার ফোন পুনরায় বুট
করুন। যদি আপনার কোন সমস্যা থাকে
তাহলে নিচের নোট পরীক্ষা করুন.
ধাপ ৬: (Pass না হলে Failed)দেখালে:
পূণরায় ধাপ ৪-৫ মনযোগ সহকারে
দেখুন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox
You must be logged in to post a comment.
vai amar pc te Gt-i8190 connected pai na mane kono cable line ta hole ki oficial flash file costom recovery moto install dele hobe
apni driver install korsen?
amar samsung galaxy v er recovery. img tar download den plzz
samsung galaxy v sm-g313hz
Apni ekhane sob paben http://forum.xda-developers.com/android/development/how-to-root-install-cwm-galaxy-sm-g313hz-t2928290
#Thanks
Riadrox bro driver install ace tao hoi na
pls bro den.
Symphony xplorer v30 ফোনের recovery.img
ডাউনলোড লিংক প্লিজ?
samsung ace nxt sm-g313hz er akta valo custom rom dele khushi hotam