আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে App এ Root ছাড়াই restricted screen shot অথবা record করবেন। তবে আগেই বলে রাখি system app এ হবে না । কেন হবে না সেটা post এ বুঝতে পারবেন। আবার সব app হবে না । তবে যেসব app এ হবে না সেগুলোর বিভিন্ন version try করলে হতে পারে।
আমি Telegram, Firefox, Facebook lite(lock profile ?)try করেছি, হয়েছে। কিন্তু মূল Facebook not working।তবে এর জন্য অবশ্যই Shizuku setup লাগবে।
Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী
1.Shizuku setup
2.Lspatch apk
3.Disable flag secure apk
1. প্রথমে আমাদের Lspatch install করতে হবে। GitHub download link:
Download
2.তারপর ওপেন করুন।এখন Shizuku পারমিশন চাইবে। পারমিশন দিয়ে নিন।
3.তারপর Shizuku service available দেখাবে।
4.এখন , এইখান থেকে Disable flag secure apk download করুন এবং install করুন।
5.যদি Telegram এ module ব্যবহার করতে চান তাহলে আগেই
এখানে
গিয়ে login করে নিন। কারণ পরে module patch করলে number এ sms আসবে নাহ।
চাইলে Telegram beta use করতে পারেন, Code পাওয়ার জন্য।
6.আমি Telegram এ module patch করে দেখাচ্ছি।
7.এখন , Lspatch open করে এইখানে ক্লিক করুন।
8.তারপর এই (+) চিহ্নতে ক্লিক করুন।
9.তারপর এখানে ক্লিক করুন।
10.এখন দেখুন app list এ system app নাই। একারণে system app এ হয়না। যাইহোক আমি Telegram select করেছি।
11.তারপর Integrated এ ক্লিক করুন।
12.তারপর Embed Modules এ ক্লিক করুন।
13.তারপর installed App এ ক্লিক করুন।
14.তারপর Disable flag secure এ ক্লিক করে। নিচে ✅ এই চিহ্নতে ক্লিক করুন।
15.Version code এ ক্লিক করে
16. কিছুক্ষণ পর install আসবে। install এ ক্লিক করে uninstall করে নিন।
17.Telegram private group ?
18.Firefox Private mode?
# কিছু app first open এ time নিবে । একবার বা দুইবার crash করতে পারে প্রথম open এ। আবার কিছু App এ ২-৩ বার try করে ও হয় না।বুঝতেই পারছেন Lspatch কয়েক মাস আগে আসছে, তবে ধীরে ধীরে module কার্যকর হবে।
##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।
ফেসবুক ট্রাই করে দেখলাম ইনস্টল হওয়ার পরে অ্যাপে ঢুকলেই বের করে দিচ্ছে।
ডিভাইসঃ Vivo Y21T