আসসালামু আলাইকুম !
কেমন আছেন সবাই!
আপনারা আমাকে অনেক অনেক রিকয়েস্ট করেছেন যে কিভাবে টেলিগ্রাম এ যেসকল চ্যানেলের কন্টেন্ট ফরওয়ার্ড, কপি বা সেভ হয় না সেসকল কন্টেন্ট গুলো কিভাবে আমরা ফরওয়ার্ড করবো বা কপি করব ।
আজকে আপনাদের ভাই , এর সলিউশন নিয়ে হাজির হলো । আপনারা এতো এতো রিকোয়েস্ট করবেন আর আমি সামান্য একটা টিউটোরিয়াল বানাবো না , সেটা কিভাবে হয় ব্রো?
আমার পূর্বের পোস্ট গুলো দেখে আসুন ,
Enable GHOST CHATTING MODE:
https://trickbd.com/android-tips/1608361
Screenshot Restrictions Remove:
https://trickbd.com/android-tips/1608693
How to Convert Apk :
https://trickbd.com/android-tips/1606477
চলুন কথা না বাড়িয়ে শুরু করি !
উপরের দেওয়া ৩ টি পোস্ট অবশ্যই দেখবেন , এবং ৩য় পোস্ট টি ফলো করে apk – apks এ কনভার্ট করে নিবেন ।
এবার মূল কাজ শুরু করি ।
/storage/emulated/0/MT2/apks/
এই ফোল্ডার এ গিয়ে টেলিগ্রাম সিলেক্ট করবেন, তারপর যেকোনো একটি Classes.dex সিলেক্ট করে Dex Editor Plus এ ক্লিক করে সবগুলো টিক দিয়ে ok ক্লিক করবেন ।
এগুলো বিস্তারিত বলছি না কারণ আগের পোস্ট গুলো তে দেখানো হয়েছে।
Search এ গিয়ে Start a new Search এ ক্লিক করুন ।
iget-boolean (.*), (.*), Lorg/telegram/tgnet/TLRPC\$Chat;->noforwards:Z
উপরের কোড টি কপি করে পেস্ট করুন আর আমি যেভাবে যেগুলো সিলেক্ট করেছি সেগুলো সিলেক্ট করে ok ক্লিক করুন । স্ক্রিনশট ভালো করে ফলো করুন ।
এখানে রেজাল্ট এর মধ্যে Message Controller এর আন্ডার এ, ২ টি রেজাল্ট কে মডিফাই করতে হবে ।
প্রথম টি সিলেক্ট করুন ।
return p1 এর উপরে const/4 p1, 0x1 এই কোড টা বসিয়ে দিবেন ।
এবার ব্যাক আসুন ।
২য় রেজাল্ট এ ক্লিক করুন ।
এখানেও সেম কাজ ,
return p1 এর উপরের লাইনে const/4 p1, 0x1 এই কোড টা বসিয়ে দিবেন ।
কাজ শেষ !
ব্যাক চলে আসুন , সেভ করুন ।
সব শেষ হলে অ্যাপ টি ইন্সটল করে দেখুন কাজ করে কিনা 😍
আজ এই পর্যন্ত!
কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানাবেন !
যেকোনো রকমের প্রিমিয়াম রিসোর্স ফ্রীতে পেতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে,
ধন্যবাদ !