আসসালামু আলাইকুম !

কেমন আছেন সবাই!

আপনারা আমাকে অনেক অনেক রিকয়েস্ট করেছেন যে কিভাবে টেলিগ্রাম এ যেসকল চ্যানেলের কন্টেন্ট ফরওয়ার্ড, কপি বা সেভ হয় না সেসকল কন্টেন্ট গুলো কিভাবে আমরা ফরওয়ার্ড করবো বা কপি করব । 

আজকে আপনাদের ভাই , এর সলিউশন নিয়ে হাজির হলো । আপনারা এতো এতো রিকোয়েস্ট করবেন আর আমি সামান্য একটা টিউটোরিয়াল বানাবো না , সেটা কিভাবে হয় ব্রো?

আমার পূর্বের পোস্ট গুলো দেখে আসুন ,

Enable GHOST CHATTING MODE:

https://trickbd.com/android-tips/1608361

 

Screenshot Restrictions Remove:

https://trickbd.com/android-tips/1608693

 

How to Convert Apk :

https://trickbd.com/android-tips/1606477

 

 

চলুন কথা না বাড়িয়ে শুরু করি !

উপরের দেওয়া ৩ টি পোস্ট অবশ্যই দেখবেন , এবং ৩য় পোস্ট টি ফলো করে apk – apks এ কনভার্ট করে নিবেন ।

 

এবার মূল কাজ শুরু করি ।

 

 

/storage/emulated/0/MT2/apks/

এই ফোল্ডার এ গিয়ে টেলিগ্রাম সিলেক্ট করবেন, তারপর যেকোনো একটি Classes.dex সিলেক্ট করে Dex Editor Plus এ ক্লিক করে সবগুলো টিক দিয়ে ok ক্লিক করবেন ।

এগুলো বিস্তারিত বলছি না কারণ আগের পোস্ট গুলো তে দেখানো হয়েছে।

 

Search এ গিয়ে Start a new Search এ ক্লিক করুন ।

 

 

 

iget-boolean (.*), (.*), Lorg/telegram/tgnet/TLRPC\$Chat;->noforwards:Z

 

উপরের কোড টি কপি করে পেস্ট করুন আর আমি যেভাবে যেগুলো সিলেক্ট করেছি সেগুলো সিলেক্ট করে ok ক্লিক করুন । স্ক্রিনশট ভালো করে ফলো করুন ।

 

 

এখানে রেজাল্ট এর মধ্যে Message Controller এর আন্ডার এ, ২ টি রেজাল্ট কে মডিফাই করতে হবে ।

 

 

প্রথম টি সিলেক্ট করুন ।

 

 

return p1 এর উপরে const/4 p1, 0x1  এই কোড টা বসিয়ে দিবেন ।

 

 

এবার ব্যাক আসুন ।

 

 

২য় রেজাল্ট এ ক্লিক করুন ।

 

 

এখানেও সেম কাজ ,

return p1 এর উপরের লাইনে const/4 p1, 0x1  এই কোড টা বসিয়ে দিবেন ।

 

কাজ শেষ !

 

 

ব্যাক চলে আসুন , সেভ করুন ।

 

 

সব শেষ হলে অ্যাপ টি ইন্সটল করে দেখুন কাজ করে কিনা 😍

 

আজ এই পর্যন্ত!

 

কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানাবেন !

 

যেকোনো রকমের প্রিমিয়াম রিসোর্স ফ্রীতে পেতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে,

 

Join AndTricksBD

 

ধন্যবাদ !

14 thoughts on "টেলিগ্রাম – এ যেকোনো রেস্ট্রিকটেড কন্টেন্ট ফরওয়ার্ড করুন । Enable forward & save media From restricted Groups & Channel [Not Working Right Now]"

  1. MD Sha Alam Contributor says:
    ভাই এপসটা দিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো
  2. MD Sha Alam Contributor says:
    আপনি যেটা করছেন এটা
    1. SAAIM STAR Author Post Creator says:
      অলরেডি টেলিগ্রাম এ দেওয়া আছে, ১১ টা ফিচার আনলক করা, চ্যানেল এ সার্চ দিলেই পেয়ে যাবেন
  3. SB Bijoy Contributor says:
    ভাই কাজ করে না তো😭
    1. SAAIM STAR Author Post Creator says:
      Bro apnake diye possible na, Apni direct app use koren Telegram e pete jaben
  4. Abdur Rahim Contributor says:
    vai forward option on hleo forward failed ase
    1. SAAIM STAR Author Post Creator says:
      Bro Code vul korsen maybe, Apni amar mod apk ta use koren , Telegram e peye jaben
  5. Abdur Rahim Contributor says:
    vai apnar tai use kre dekci forward kra hleo send hy na red icon dia failed dekhai Biswas na hle apni niz a try kre dekhun
  6. MD Sha Alam Contributor says:
    restricted চ্যানেল থেকে ফরওয়ার্ড অবশন এ কিক্ল করলে ফরওয়ার্ড করা যাচ্ছে কিন্তু একটা সমস্যা হচ্ছে ফরওয়ার্ড করলে ভিডিও সেন্ট হয় না, ফেইল দেখায়,

    এপস আপনার টা ব্যাবহার করতেছি,একই সমস্যা, ভিডিও সেন্ড করলে ফেইল

    restricted ছাড়া চ্যানেল বা গ্রুপ থেকে ভিডিও সেন্ড করলে ঠিক ঔ হয় সেন্ড হয়,

    কিন্তু restricted চ্যানেল থেকে কিছু ফরওয়ার্ড করলে ভিডিও সেন্ড হয় না, বিষটা দেখবেন, না দেখেই পোস্ট শুরু করে দিয়েছেন ভাই

    1. SAAIM STAR Author Post Creator says:
      Na dekhee post kori nai, Apni beshi bujhle hobe na, Telegram recently Inbuilt update dise, Ejonno Ager code gula kaj kortese na, ami jokhon post korsi tokhon o thik chilo, na jene nischoi post korinai.
      So , next update code ta find korar try kortesi, Pele Janabo
  7. Sajid Blue Author says:
    Telegram কি এতই বোকা সব Frontend করে রাখবে? Restricted rules এগুলা backend server side ছাড়া পসিবল না
    1. SAAIM STAR Author Post Creator says:
      Bro taile amr screenshot restrictions bypass kaj kortese kemne ?

      Sob e possible, just need a Solution

  8. Md Abdus Sabur Legend Author says:
    এটা সব চ্যানেল বা গ্রুপে কাজ করে না কিছু চ্যানেলে কাজ করে শুধু।
    1. SAAIM STAR Author Post Creator says:
      +++

Leave a Reply