Site icon Trickbd.com

[No Root] No Root এ আমার দেখা Best বুস্টার, কেন তা দেখে নিন। – by Riadrox

Unnamed

[No Root] No Root এ আমার দেখা Best বুস্টার, কেন তা দেখে নিন। – by Riadrox

Introduction

## আমার ফোন রুট করার আগে যেভাবে ফোন ফাস্ট রাখতাম তা তো আপনাদের বলাই হয়নি।

## হ্যাঁ! তখন অন্যদের মত আমিও বুস্টার ইউস করতাম। তবে Clean Master, Du Booster নয়।

## Thanks To Apus Booster !! এত কাজের একটা এপস দেওয়ার জন্য জন্য।

## তা যে No root এও এত ভালো কাজ করবে তা জানতাম না। যাই হোক। আমি সমপূর্ন ভাবে সব প্রসেস তুলে ধরলাম।

## যারা ইউস করছেন তারা হয়ত জানেন, অনেকে খেয়াল ও করেননি।

Apus Booster কিভাবে কাজ করে??

এটা ফোনের ডিভাইস Administratior থেকে পারমিশন নিয়ে ফোনের এপসগুলোকে Hibernate করে।

ঠিক Greenify এর মত। তাই যারা রুটেড সেট ইউস করেন, তারাও এটা ব্যবহার করে দেখতে পারেন!


$০m£ Review




কিভাবে সেট করবেন????!


,
,
,
,
,
,

## প্রথমে Apus Booster টি ডাউনলোড করুন।

## এবার ইনস্টল করুন। তারপর ওপেন।

## নিচের মত আসলে Enable এ ক্লিক করুন। (রুটেড ফোন হলে এইসব করা লাগবে না)


## তারপর Apus Booster এ যান।

## OFF থাকলে On করুন এবং নিচের মত ওকে করুন।

## কাজ শেষ। এখন বুস্টারে গিয়ে একবার বুস্ট করেই দেখুন ম্যাজিক।
,
,
,
,
,
,

,

[বিঃ দ্রঃ নাজমুল হক নামক এক ব্যাক্তি আমার সবগুলো পোস্ট ট্রিকবিডি থেকে টেকটিউনস এ চালান করে। সে পোস্টের ভিতরের লিংক চেন্জ করে সাথে পোস্ট ক্রেডিটে নিজের নাম লিখে দেয়। আর টেকটিউনসের কাছে সে এখন ভালো পোস্টার। আজিব দুনিয়া।!!!! ]

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox

Exit mobile version