[No Root] No Root এ আমার দেখা Best বুস্টার, কেন তা দেখে নিন। – by Riadrox

Introduction

## আমার ফোন রুট করার আগে যেভাবে ফোন ফাস্ট রাখতাম তা তো আপনাদের বলাই হয়নি।

## হ্যাঁ! তখন অন্যদের মত আমিও বুস্টার ইউস করতাম। তবে Clean Master, Du Booster নয়।

## Thanks To Apus Booster !! এত কাজের একটা এপস দেওয়ার জন্য জন্য।

## তা যে No root এও এত ভালো কাজ করবে তা জানতাম না। যাই হোক। আমি সমপূর্ন ভাবে সব প্রসেস তুলে ধরলাম।

## যারা ইউস করছেন তারা হয়ত জানেন, অনেকে খেয়াল ও করেননি।

Apus Booster কিভাবে কাজ করে??

এটা ফোনের ডিভাইস Administratior থেকে পারমিশন নিয়ে ফোনের এপসগুলোকে Hibernate করে।

ঠিক Greenify এর মত। তাই যারা রুটেড সেট ইউস করেন, তারাও এটা ব্যবহার করে দেখতে পারেন!


$০m£ Review




কিভাবে সেট করবেন????!


,
,
,
,
,
,

## প্রথমে Apus Booster টি ডাউনলোড করুন।

## এবার ইনস্টল করুন। তারপর ওপেন।

## নিচের মত আসলে Enable এ ক্লিক করুন। (রুটেড ফোন হলে এইসব করা লাগবে না)


## তারপর Apus Booster এ যান।

## OFF থাকলে On করুন এবং নিচের মত ওকে করুন।

## কাজ শেষ। এখন বুস্টারে গিয়ে একবার বুস্ট করেই দেখুন ম্যাজিক।
,
,
,
,
,
,
,

[বিঃ দ্রঃ নাজমুল হক নামক এক ব্যাক্তি আমার সবগুলো পোস্ট ট্রিকবিডি থেকে টেকটিউনস এ চালান করে। সে পোস্টের ভিতরের লিংক চেন্জ করে সাথে পোস্ট ক্রেডিটে নিজের নাম লিখে দেয়। আর টেকটিউনসের কাছে সে এখন ভালো পোস্টার। আজিব দুনিয়া।!!!! ]

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox

16 thoughts on "[No Root] No Root এ আমার দেখা Best বুস্টার, কেন তা দেখে নিন। – by Riadrox"

  1. Avatar photo rupok12 Contributor says:
    আমিও টেকটিউনসে যাই,আমি তো মনে করতাম নাজমুল আপনার অন্য একটি আইডি।
    যাই হোক আপনি চালিয়ে যান।ভেরি গুড পোস্ট।
    তবে আপনি কোনো এক পোস্টে বলেছিলেন বোস্টার এপ ফিকে মারতে
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Hmm, Ai booster bad diye bakigula, karon aita root+unroot duitatei best performance dey
    2. Avatar photo Gamer Contributor says:
      জি ভাই এমন performace dekhailo amk.. Amr back-up kora sb apps.. Games.. delet kore. dice…
      Kto sb Kazer apss. cilo..
  2. Avatar photo Prince Rsm Contributor says:
    good post
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Thanks
  3. Avatar photo Hard Man Contributor says:
    post onk valo lagse.
    bt title theke apnar
    name kete din.
    problem hote pare.
  4. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
    Amar sob post er title e amar nam dewa, karonta ami kono ppst e bole disi, R amar kono problem hobe na, jara amar post kopy korbe tader extra problem hobe.
  5. Avatar photo Kazi Abdul Wakil Contributor says:
    আগে জানতাম টেককটিউনস থেকে পোস্ট কপি করে ট্রিকবিডিতে করা হয়। এখন দেখছি ট্রিকবিডি থেকে পোস্ট কপি করে টেকটিউনস এ করা হচ্ছে ।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Ata Onek age thekei hossilo, Kintu Pore jante parlam!! Ami konodin tt er post ekhane share korini
  6. Arfatul Amin Contributor says:
    riad vai mt8312 er jonno ki khono custom rom pawa jabe.amr khob dorkar
  7. Avatar photo Anind0 Contributor says:
    Riad vai status bar nijer name kivabe jay eta niya ekta post diben pls
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      ok
  8. Avatar photo smraju420 Contributor says:
    দয়া করে একটু হেল্প করবেন. আমি ফেসবুক মেসেন্জারে দাবা খেলছি কিন্তু দাবার বোড দেখতে পারছিনা কর জানা থাকলে জানাবেন।
    1. Avatar photo smraju420 Contributor says:
      দয়া করে
    2. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Latest messenger use korsen?
    3. Avatar photo smraju420 Contributor says:
      yes

Leave a Reply