Site icon Trickbd.com

সকল Android ফোনের বুটলুপ সমস্যার সমাধান নিন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য সাধারন একটি সমস্যা হচ্ছে বুটলুপ।

অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীকেই এমন সমস্যার সম্মুক্ষীন হতে হয়।তবে এই সমস্যার সহজ সমাধানও রয়েছে।আমরা আজকে এই সমস্যার সমাধানই দেখব। 😀

অনেক সময় ফোনে কাস্টম রম ফ্ল্যাশ করলে ডিভাইসে বুটলুপ সমস্যা দেখা যায়।তবে অবশ্যই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার আগে মনে রাখতে হবে যে ফোনটিতে রম ফ্ল্যাশ দেয়ার পর ফোনের ডাটা ওয়াইপ করতে হবে।

যদি ওয়াইপ না করা হয় তাহলে ফোনটি বার বার রিবুট হয়ে থাকবে।
যদি ফোনটি রুট করা থাকে এবং আপনার ডিভাইসে কাস্টম রিকভারি বা ক্লকওয়ার্ক মোড থাকে তাহলে দেখুন কিভাবে ডিভাইসটি রিবুট হতে থাকলে তা বন্ধ করবেন- 🙂

১. প্রথমেই আপনার ডিভাইসটি অফ করে নিন।

এবার থেকে দেখুন আপনার ডিভাইসটি আর বার বার রিবুট হবে না। সকল ফ্রিনেট অফার পেতে ভিসিট করুন TipsAdd.Com