অ্যান্ড্রয়েড ফোনের জন্য সাধারন একটি সমস্যা হচ্ছে বুটলুপ।

অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীকেই এমন সমস্যার সম্মুক্ষীন হতে হয়।তবে এই সমস্যার সহজ সমাধানও রয়েছে।আমরা আজকে এই সমস্যার সমাধানই দেখব। 😀

  • অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

  • এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন।ব্যবহার বাড়বে তাহলে সমস্যাও বাড়বে এটাই স্বাভাবিক।
  • তবে সব সমস্যারই সমাধান রয়েছে।

অনেক সময় ফোনে কাস্টম রম ফ্ল্যাশ করলে ডিভাইসে বুটলুপ সমস্যা দেখা যায়।তবে অবশ্যই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার আগে মনে রাখতে হবে যে ফোনটিতে রম ফ্ল্যাশ দেয়ার পর ফোনের ডাটা ওয়াইপ করতে হবে।

যদি ওয়াইপ না করা হয় তাহলে ফোনটি বার বার রিবুট হয়ে থাকবে।
যদি ফোনটি রুট করা থাকে এবং আপনার ডিভাইসে কাস্টম রিকভারি বা ক্লকওয়ার্ক মোড থাকে তাহলে দেখুন কিভাবে ডিভাইসটি রিবুট হতে থাকলে তা বন্ধ করবেন- 🙂

১. প্রথমেই আপনার ডিভাইসটি অফ করে নিন।

  • ২. অফ করার পর রিকভারি মোডে যান।রিকভারি মোডে যেতে বিভিন্ন ডিভাইসের বিভিন্ন বাটনের কম্বিনেশন ব্যবহার করা হয়।
  • ৩. রিকভারি মোডে উপরে বা নীচে যাওয়ার জন্য সাধারনত ভলিউম বাটন এবং মেন্যু সিলেক্ট করার জন্য সাধারনত পাওয়ার বা হোম বাটন ব্যবহার করা হয়।
  • ৪. এবার রিকভারি মোডে গিয়ে “Advance” এ ক্লিক করুন।

  • ৫. এবার “Wipe dalvik cache” সিলেক্ট করে নিয়ে dalvik cache ক্লিয়ার করুন।
  • ৬. এবার এপনি মেইন মেন্যু থেকে “wipe data factory reset” এ ক্লিক করুন।
  • ৭. এরপর মাইন মেন্যু থেকে “wipe chache partition” সিলেক্ট করে Cache partition ক্লিয়ার করুন।
  • ৮. এখন মাইন মেন্যু থেকে “reboot system now” সিলেক্ট করুন।

এবার থেকে দেখুন আপনার ডিভাইসটি আর বার বার রিবুট হবে না। সকল ফ্রিনেট অফার পেতে ভিসিট করুন TipsAdd.Com

9 thoughts on "সকল Android ফোনের বুটলুপ সমস্যার সমাধান নিন"

    1. MD Momen IslaM Contributor Post Creator says:
      Thanks 😀 😀
  1. Lucky Contributor says:
    Thanks for share….
    1. MD Momen IslaM Contributor Post Creator says:
      ধন্যবাদ 😀
  2. Reja BD Author says:
    অারও ভালো পোষ্ট অাশাকরি।
    1. MD Momen IslaM Contributor Post Creator says:
      হুম… 🙂
  3. Lost Boy Contributor says:
    vai amar phone rot kore chilo.thn amar friend na buje official update dise.pore phone on hoy na.thn ami akhon ki korte pari.phone on hoy bt error dakhay..pls help me…bro..
    1. Tasnemul Hasan Contributor says:
      phone e stock firmware flash den.thik hoye jabe
  4. Lost Boy Contributor says:
    oh….ok..tnx…

Leave a Reply