Site icon Trickbd.com

যাদের Screen overlay detected দেখাচ্ছে তারা সমাধান নিয়ে নিন। by- Raju

Unnamed

হ্যালো, সবাই কেমন আছেন?
আমি রাজু। আজ অনেকদিন পর লিখতে বসেছি। এখন থেকে রেগুলার পোষ্ট করব।
.
আজ আপনাদের মাঝে এমন একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যেই সমস্যার সম্মুখীণ হয়েছেন “Marshmallow” Version User রা।

অনেকেই এন্ড্রোয়েডের নতুন ভার্সন মার্সম্যালো ইউজ করছেন। কিন্তু নিতান্তই একটা সমস্যা দেখা দিচ্ছে আর সেটা হলো “Screen overlay detected” দেখাচ্ছে।

সব ইন্সটল এপস এ ডুকতে পারছেন না আবার কোনো ডাউনলোডকৃত সফটওয়ার ইন্সটল করতে পারছেন না।
আমি সেটার সমাধান দিচ্ছি খুবই সাধারণ ভাবে।
এটা শুধু মার্সম্যালো ইউজাদের জন্য।
নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।

আপনার সেটিং এ যান।

কর্নারের “Search” Button এ Click করুন।

টাপ করুন “Draw over other apps” অথবা “Draw” লিখুন।

তারপর “Draw over other apps” এ ডুকুন।

সকল সফটওয়ার এ দেখবেন ঠিক চিহ্ন দেওয়া আছে অথবা “Yes” লিখা আছে।

এখন আপনি সব সফটওয়ার এ ডুকে ডুকে “Yes” থেকে “No” করে দিন।

এবার আপনার মোবাইন রিস্টার্ট করুন।

এবার দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।
.

.
যদি কাজ হয় তাহলে একটা ধন্যবাদ দিয়ে উৎসাহ দিবেন। আপনার একটা মূল্যবান মন্তব্য আমাকে আরো ভালো টিউন দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে।
Exit mobile version