হ্যালো, সবাই কেমন আছেন?
আমি রাজু। আজ অনেকদিন পর লিখতে বসেছি। এখন থেকে রেগুলার পোষ্ট করব।
.
আজ আপনাদের মাঝে এমন একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যেই সমস্যার সম্মুখীণ হয়েছেন “Marshmallow” Version User রা।
অনেকেই এন্ড্রোয়েডের নতুন ভার্সন মার্সম্যালো ইউজ করছেন। কিন্তু নিতান্তই একটা সমস্যা দেখা দিচ্ছে আর সেটা হলো “Screen overlay detected” দেখাচ্ছে।
সব ইন্সটল এপস এ ডুকতে পারছেন না আবার কোনো ডাউনলোডকৃত সফটওয়ার ইন্সটল করতে পারছেন না।
আমি সেটার সমাধান দিচ্ছি খুবই সাধারণ ভাবে।
এটা শুধু মার্সম্যালো ইউজাদের জন্য।
নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।
কর্নারের “Search” Button এ Click করুন।
টাপ করুন “Draw over other apps” অথবা “Draw” লিখুন।
তারপর “Draw over other apps” এ ডুকুন।
সকল সফটওয়ার এ দেখবেন ঠিক চিহ্ন দেওয়া আছে অথবা “Yes” লিখা আছে।
এখন আপনি সব সফটওয়ার এ ডুকে ডুকে “Yes” থেকে “No” করে দিন।
এবার আপনার মোবাইন রিস্টার্ট করুন।
এবার দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।
.
যদি কাজ হয় তাহলে একটা ধন্যবাদ দিয়ে উৎসাহ দিবেন। আপনার একটা মূল্যবান মন্তব্য আমাকে আরো ভালো টিউন দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে।
এখন থেকে রেগুলার ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।
unfortunately your apps stopping……
sob gulo apps a dekhay… ki korbo. plz help
তারপরেও সমস্যা সমাধান না হলে Google playstore এ দেখেন সেই এপ্সটা আছে কি না। যদি থাকে তাহলে আপডেট করেন। না থাকলে এপ্স আনইন্সটল করে দিন।
পাওয়ার বাটন, ভলিউম বাটন + এবং – একসাথে চেপে ধরুন। এর দেখবেন “Bootloader” open হবে। এবার সবার ভলিউম বাটন “-” দুইবার টিপুন। দেখবেন Wipe Data/Factory Reset আসছে।
এখন আপনি পাওয়ার বাটন চাপলেই আপনার মোবাইলের সকল ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং সাথে আপনার সমস্যা ও সমাধান হয়ে যাবে। উপকৃত হলে ধন্যবাদ দিতে ভুলবেন না ভাই।
Taakhe deye kulle amar onekkk paida hoy lol
ওকে!! Setting>Apps>Setting Icon>Draw Apps..