আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আমরা অনেকেই ইতোমধ্যে দেখেছি অনেকে ভিডিওকে Gif আকারে Whatsapp এ দিচ্ছে।কিন্তু অনেকেই তা কিভাবে দেয় তা জানেনা।তাদের জন্যে আজকের এই পোষ্ট। আগেই বলে রাখি ৬সেকেন্ডের বেশি Gif হবেনা।
যা যা লাগবে
♠এন্ড্রয়েড ফোন
♠আপডেট Whatsapp
এবার কাজের কথায় আসি
১)প্রথমে আপনার ফোনের Whatsapp ওপেন করুন।যাকে Gif সেন্ড করতে চান,তার চ্যাটে ডুকুন।উপরে পেপার ক্লিপ এর মত Icon এ ক্লিক করুন।
২)আপনার কাঙ্কিত ভিডিও সিলেক্ট করুন।তারপর নিচের মত পর্দা আসবে।
৩)এবার ভিডিওটি কমিয়ে ৬সেকেন্ড করে নিন।
৪)এবার ক্যামেরার মত আইকনে ক্লিক করুন।
৫)এবার সেন্ড বাটনে ক্লিক করুন।যতক্ষণ আপলোড হবেনা,ততক্ষণ অপেক্ষা করুন। এবার দেখুন ভিডিওটি Gif আকারে সেন্ড হয়েছে।