আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আমরা অনেকেই ইতোমধ্যে দেখেছি অনেকে ভিডিওকে Gif আকারে Whatsapp এ দিচ্ছে।কিন্তু অনেকেই তা কিভাবে দেয় তা জানেনা।তাদের জন্যে আজকের এই পোষ্ট। আগেই বলে রাখি ৬সেকেন্ডের বেশি Gif হবেনা।

যা যা লাগবে


♠এন্ড্রয়েড ফোন
♠আপডেট Whatsapp

এবার কাজের কথায় আসি

১)প্রথমে আপনার ফোনের Whatsapp ওপেন করুন।যাকে Gif সেন্ড করতে চান,তার চ্যাটে ডুকুন।উপরে পেপার ক্লিপ এর মত Icon এ ক্লিক করুন।

২)আপনার কাঙ্কিত ভিডিও সিলেক্ট করুন।তারপর নিচের মত পর্দা আসবে।

৩)এবার ভিডিওটি কমিয়ে ৬সেকেন্ড করে নিন।

৪)এবার ক্যামেরার মত আইকনে ক্লিক করুন।

৫)এবার সেন্ড বাটনে ক্লিক করুন।যতক্ষণ আপলোড হবেনা,ততক্ষণ অপেক্ষা করুন। এবার দেখুন ভিডিওটি Gif আকারে সেন্ড হয়েছে।

কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।

7 thoughts on "এবার কোন এপ্স ছাড়া Whatsapp এ যেকোন ভিডিও কে Gif করুন সহজে।"

  1. Ahmed24 Contributor says:
    স্বাধীন ভাই প্লিজ আপনি একটু আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে শেষবারের মতো একটি সুযোগ দিন ভাই প্লিজ।
    1. TASNIM Author says:
      আর কত ভূল করবেন
    2. Ahmed24 Contributor says:
      আর করবো না bro…
  2. S. Rayhan Contributor says:
    amaar post gola. accept koren please….
  3. Raju Author says:
    Apni ki Asad Ullah?
    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      ধন্যবাদ। ☺

Leave a Reply