আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আবারো একটা দারুন টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আইফোনের একটা দূর্দান্ত ফিচার ( ট্যাপ স্ক্রলিং ) সম্পর্কে, যেটা আপনারা আপনাদের এন্ড্রয়েড ফোনেও ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের দিকে চলে যাই।
আপনারা যারা আইফোন ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে, কোনো এপ ব্যবহার করার সময় বা ব্রাউজিং করার সময় যদি আমাদের হুট করে একেবারে টপ এ যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে, ফোনের উপরের দিকে টাইম যেখানে শো করে সেখানে ক্লিক করলেই একদম টপ এ নিয়ে যায়। কিন্তু এই ফিচারটি এন্ড্রয়েড ফোনে নেই।
তবে আমরা ছোট্ট একটা এপ ব্যবহার করে এই ফিচার আমাদের এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবো খুব সহজেই। এই এপ ব্যবহারের মাধ্যমে আমাদের স্ক্রলিং করাটা আরো অনেক সুবিধা জনক হয়ে উঠবে। বিশেষ করে সেই সকল যায়গায় যেখানে অনেক নিচ পর্যন্ত স্ক্রল করে চলে গেছি আর হুট করে এখন টপ এ যাওয়া প্রয়োজন সেই সব যায়গায়। তো চলুন এবার জেনে নেই কোন এপ ব্যবহার করে এবং কিভাবে এই ফিচার আমরা এন্ড্রয়েড ফোনে ব্যবহার করবো।
আইফোনের এই ট্যাপ স্ক্রলিং ফিচার এন্ড্রয়েড ফোনে ব্যবহার করার জন্য আমাদের ছোট্ট একটি এপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এপটির নাম হলো Tap Scroll. এই এপটি মাত্র ৬ এম্বি এর একটি এপ। নিচে এপ এর ডাউনলোড লিংক দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য।
Download: Tap Scroll (from play store)
ট্যাপ স্ক্রলিং এর কাজটা তো আপনাদের উপরেই বললাম। যে আপনারা যদি আপনাদের ফোনের উপরের দিকে স্ট্যাটাস বারের ঐখানে (যেখানে ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক শো করে) একবার ক্লিক করেন তাহলে আপনি কোনো পেজের যত নিচেই থাকুন আপনাকে একদম টপ এ নিয়ে যাবে। আর এই এপ এর আরো একটি মজার ব্যাপার হলো , আপনারা যদি স্ট্যাটাস বারে একসাথে ২ বার ক্লিক দেন তাহলে একদম নিচে নিয়ে যাবে যেকোনো পেজের।
তো এই এপ এর আরো কিছু ফিচার আছে যা আমি পরে দেখাবো। এখন আমরা এই এপটি কিভাবে সেট আপ করতে হবে তা দেখাবো।
১. প্রথমে উপরের লিংক কিংবা প্লে স্টোর থেকে সার্চ করে Tap Scroll এপ টি ডাউনলোড করে নিন। এবং এপ এ প্রবেশ করুন।
২. এপ এ প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখাবে। সেখান থেকে এপ এর ম্যানুয়াল সিস্টেম গুলো দেখাবে আপনাদের। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক দিবেন। আর না দেখতে চাইলে স্কিপ করে নিবেন।
৩. ২য় স্টেপ শেষ করার পর নিচের স্ক্রিনশট এর মতো আসলে। সেখান থেকে নিচের স্ক্রিনশট এর মতো অফ বাটনে ক্লিক করে দিবেন।
৪. এখন যেহেতু এটা প্রথমবার তাই কিছু পার্মিশন দেওয়া লাগবে। তো নিচের স্ক্রিনশট এর মতো আসলে সেখান থেকে স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।
৫. এরপর নিচের স্ক্রিনশট এর মতো আসলে স্ক্রিনশট এ দেখানো মতো Tap Scroll এপ এর আইকনে ক্লিক করে দিবেন। তারপর একটা বাটন থাকবে সেটা অন করে দিবেন।
৬. এরপর এপ এ আবার ব্যাক করবেন। তাহলে নিচের স্ক্রিনশট এর মতো আসলে সেখান থেকে Troubleshoot এ ক্লিক করে দিবেন।
৭. এরপর আবার নিচের স্ক্রিনশট এর মতো অফ বাটনে ক্লিক করে দিবেন। এতে করে সিস্টেম টা অন হয়ে যাবে।
(নিচের স্ক্রিনশট এ দেখুন অন হয়ে গেছে)
ব্যাস কাজ শেষ , এবার আপনারা ফোনের যেকোনো এপ বা ব্রাউজার ইউজ করার সময় যদি আপনার ফোনের স্ট্যাটাস বার এ একটা ক্লিক দেন তাহলে আপনাকে একদম উপরে নিয়ে যাবে। আর যদি দুইবার ক্লিক দেন তাহলে নিচে নিয়ে যাবে। তবে এই এপ এর আরো কিছু ফাংশন আছে। চলুন সেগুলো এবার দেখে নেই।
এর জন্য এপ ওপেন করুন। নিচের স্ক্রিনশট এর মতো আসলে সেখান থেকে সেটিংস এ ক্লিক করে দিন।
এরপর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। সেখান থেকে আপনারা নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। যে উপরে একবার ক্লিক দিলে কোন ফাংশন কাজ করবে। দুইবার ক্লিক দিলে কোন ফাংশন কাজ করবে। লং প্রেস করলে কোন ফাংশন কাজ করবে। ডান বা বাম দিকে স্যোয়াপ করলে কোন ফাংশন কাজ করবে। সেগুলো নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন।
তো এই ছিলো আজকের পোস্ট। আশা করবো আপনাদের এই পোস্ট টি ভালো লাগবে। আইফোনের কোনো ফাংশন বা ফিচার এন্ড্রয়েড ফোনে ব্যবহার অনেকেই করতে চান তাদের জন্য এটা একটা ভালো ফিচার হতে পারে। কেননা এই এপ বেশি বড় সাইজের না, ফলে ফোনের স্টোরেজ ও বেশি দখল করবে না। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.
মাএ ২০০ টাকা দিয়ে প্রতিদিন ৭২টাকা ইনকাম হবে 🤮 আগে Payment Proved দেখবেন ।
💬সাইড সম্পর্কে বিস্তারিত জানতে গ্রুপে জয়েন করেন💬
https://t.me/+4HFdvmlTTsA1MzE1