আশা করি সবাই ভাল আছেন। আমরা অনেকেই আছি যারা ক্লাউড স্টোরেজ ব্যাবহার করি। কিন্তু অনেকেই হয়তো জানেননা কিভাবে খুব সহজে ক্লাউডে ফাইল আপলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক।
তারপর network এ ক্লিক করুন।
তারপর cloud এ ক্লিক করুন।
তারপর নিচের মতো একটা পেজ আসবে। তবে আপনাদের ওই লোগো গুলো এখনি আসবে না।
চিহ্নিত (+) প্লাস আইকন এ ক্লিক করুন। এই কাজটি করার সময় অবশ্যই ডাটা চালু রাখবেন। প্লাস আইকন এ ক্লিক করার পর নিচের মতো একটা পেজ আসবে।
এবার চলুন দেখি কিভাবে অনেক গুলো ফাইল আপলোড করব?
কিছুক্ষণ অপেক্ষা করুন ফাইল আপলোড হয়ে যাবে।
ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
আর ট্রিকবিডির সাথেই থাকুন।। ধন্যবাদ।।।