আশা করি সবাই ভাল আছেন। আমরা অনেকেই আছি যারা ক্লাউড স্টোরেজ ব্যাবহার করি। কিন্তু অনেকেই হয়তো জানেননা কিভাবে খুব সহজে ক্লাউডে ফাইল আপলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক।

প্রথমে es file explorer এ যান তারপর নির্দেশনা গুলো অনুসরণ করুন।
তারপর network এ ক্লিক করুন।
তারপর cloud এ ক্লিক করুন।
তারপর নিচের মতো একটা পেজ আসবে। তবে আপনাদের ওই লোগো গুলো এখনি আসবে না।
চিহ্নিত (+) প্লাস আইকন এ ক্লিক করুন। এই কাজটি করার সময় অবশ্যই ডাটা চালু রাখবেন। প্লাস আইকন এ ক্লিক করার পর নিচের মতো একটা পেজ আসবে। তারপর আপনার পছন্দমতো একটা ক্লাউড সিলেক্ট করুন। তবে এভাবে google drive এ কাজ হবে না। কিছুদিন আগে গুগল এটি বন্ধ করে দিয়েছে। ধরুন আমরা midia fire সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের মত আসবে। ঘর গুলো ভালভাবে পুরন করুন। তারপর ok ক্লিক করুন।

এবার চলুন দেখি কিভাবে অনেক গুলো ফাইল আপলোড করব?

যেকোন একটা অথবা আপনার ইচ্ছামত ফাইল সিলেক্ট করুন, তারপর তারপর তারপর তারপর যেকোনো একটি ফোল্ডার সিলেক্ট করে পেস্ট বাটন এ ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন ফাইল আপলোড হয়ে যাবে।
ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
আর ট্রিকবিডির সাথেই থাকুন।। ধন্যবাদ।।।

One thought on "ক্লাউড স্টোরেজ এ একটি একটি করে ফাইল আপলোড না করে একইসাথে অনেক ফাইল আপলোড করুন Es file explorer এর মাধ্যমে !!"

  1. Apurba Author Post Creator says:
    No comment!!

Leave a Reply