হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই , আশা করি ভালোই আছেন। যাইহোক আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট চেক করার আরো একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাংলাদেশের শিক্ষা বোর্ডের সকল ধরনের রেজাল্ট চেক করে দেখতে পারবেন।

কেন এই সাইট থেকে রেজাল্ট দেখবেন

কারণ যখন বাংলাদেশে কোন ধরনের রেজাল্ট এসএসসি, এইচএসসি ইত্যাদি ধরনের রেজাল্ট প্রকাশ হয় তখন বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক লোড হয় যার ফলে সার্ভার ডাউন থাকার কারণে ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট দেখা সম্ভব হয় না।

আপনি চাইলে eBoard Result Bangladesh এর পাশাপাশি Education Board Results Bangladesh এর মাধ্যমে ও রেজাল্ট দেখতে পারেন। এখানে রেজাল্ট দেখা অনেক সহজ ।

ধাপঃ

  1. প্রথমে Examination এ আপনাকে রেজাল্ট টাইপ সিলেক্ট করতে হবে
  2. এরপর Year এ আপনার পরীক্ষার বছর সিলেক্ট করবেন।
  3. Board এর জায়গায় অবশ্যই আপনার শিক্ষা বোর্ডের বিভাগ সিলেক্ট করবেন
  4. Roll এক জায়গায় রোল নাম্বার দেবেন
  5. Reg: No এর জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দিবেন
  6. এবং সর্বশেষ নিচে একটি সিকিউরিটি answer দিতে হবে। এখানে সম্ভবত যোগফল অথবা বিয়োগফল এর অংক দেয়া থাকে সেটা সমাধান করে ইনপুট ফিল্ডে যোগফল অথবা বিয়োগফল ইনপুট করতে হবে।

এবার ফ্রম সাবমিট করলে রেজাল্ট দেখতে পারবেন মার্কশিট সহ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই পোষ্টের মাধ্যমে।

 

7 thoughts on "এবার বাংলাদেশ শিক্ষা বোর্ডের সকল রেজাল্ট দেখা যাবে GetBD থেকে ও"

  1. cawen82950 Contributor says:
    Eta to sudu embedded korsen 🤣
    1. Gautam Kumar Author Post Creator says:
      Nope it’s server side education database diya kora
    2. cawen82950 Contributor says:
      Database pailen kemne mia, seta sikan
    1. Gautam Kumar Author Post Creator says:
      Thank you
  2. Mohammad Joynal Abedin Contributor says:
    এটা কি এপিআই দিয়ে করছেন?
    1. Gautam Kumar Author Post Creator says:
      No education server database hijacking

Leave a Reply