Site icon Trickbd.com

MX Player এর কিছু টুকিটাকি কাজ (যারা জানেন না তাদের জন্য)

আমরা অনেকেই আছি যাদের ফোন এ কিছু ভিডিও গান আছে কিন্তু সেটার ভিডিও দেখার চেয়ে অডিও শুনাই ভালো লাগে। কিন্তু MX player এ সাধারনত Background Play করা থাকে না। এর জন্য অনেক সমস্যায় পরতে হয়। আমি আপনাদের দেখাবো কিভাবে এই কাজটা করতে হয়।

 

১. প্রথমে যে গানটি শুনতে চান সেটি MX Player দিয়ে অন করুন।গানম

২. গানটি অন হওয়ার পর MX Player এর ডান দিকে উপরে যে তিনটি ডট আছে সেখানে ক্লিক করুন।

৩. এবার Play তে ক্লিক করুন।৪

৪. এখান থেকে Background Play তে মার্ক করুন।

৫. দেখুন এবার MX Player থেকে বেরিয়ে আসার পরেও গানটি চলছে।

আবার MX player এ গান শুনতে হঠাত করে Power Button এ চাপ পরায় Screen অফ হয়ে সাথে সাথে গানও। এসময় খুব রাগ উঠে।  এ সমস্যারও সমাধান নিন।

১. প্রথমে MX Player অন করুন App Drawer থেকে।

 

২. Setrings এ যান

৩. Player এ ক্লিক করুন

৪. একটু নিচের দিকে Scroll করুন। এরপর Background Play অপশন টি মার্ক করুন।

ব্যাস। এখন আপনি গান শুনা অবস্থায় Screen Off করলেও Audio Playback চলতে থাকবে।

বিঃদ্রঃ Screenshot গুলো আমার নিজ ফোন থেকে তোলা। সঠিক নিয়ম মানলে কাজ হবেই।

#ভুল গুলো ক্ষমা করবেন।