আমরা অনেকেই আছি যাদের ফোন এ কিছু ভিডিও গান আছে কিন্তু সেটার ভিডিও দেখার চেয়ে অডিও শুনাই ভালো লাগে। কিন্তু MX player এ সাধারনত Background Play করা থাকে না। এর জন্য অনেক সমস্যায় পরতে হয়। আমি আপনাদের দেখাবো কিভাবে এই কাজটা করতে হয়।

 

১. প্রথমে যে গানটি শুনতে চান সেটি MX Player দিয়ে অন করুন।গানম

২. গানটি অন হওয়ার পর MX Player এর ডান দিকে উপরে যে তিনটি ডট আছে সেখানে ক্লিক করুন।

৩. এবার Play তে ক্লিক করুন।৪

৪. এখান থেকে Background Play তে মার্ক করুন।

৫. দেখুন এবার MX Player থেকে বেরিয়ে আসার পরেও গানটি চলছে।

আবার MX player এ গান শুনতে হঠাত করে Power Button এ চাপ পরায় Screen অফ হয়ে সাথে সাথে গানও। এসময় খুব রাগ উঠে।  এ সমস্যারও সমাধান নিন।

১. প্রথমে MX Player অন করুন App Drawer থেকে।

 

২. Setrings এ যান

৩. Player এ ক্লিক করুন

৪. একটু নিচের দিকে Scroll করুন। এরপর Background Play অপশন টি মার্ক করুন।

ব্যাস। এখন আপনি গান শুনা অবস্থায় Screen Off করলেও Audio Playback চলতে থাকবে।

বিঃদ্রঃ Screenshot গুলো আমার নিজ ফোন থেকে তোলা। সঠিক নিয়ম মানলে কাজ হবেই।

#ভুল গুলো ক্ষমা করবেন।

11 thoughts on "MX Player এর কিছু টুকিটাকি কাজ (যারা জানেন না তাদের জন্য)"

  1. Avatar photo সোহাগ Author says:
    অনেক ধন্যবাদ চ্যষ্টা করার জন্য,,,,,আপনিও পারবেন ভালো পোস্ট করতে কারন আপনার পোস্ট করার মানসিকথা আছে
    1. Avatar photo Technology Lover Author Post Creator says:
      thanks for encouraging me…notun to..tai ektu try kortisi arki…
    2. Avatar photo Technology Lover Author Post Creator says:
      ???
    3. Avatar photo সোহাগ Author says:
      চ্যষ্টা করুন ট্রিকবিডি তুমাদের জন্যই
    4. Avatar photo Technology Lover Author Post Creator says:
      thanks
  2. Avatar photo Technology Lover Author Post Creator says:
    welcome bro
  3. Avatar photo akram09✅ Author says:
    আপনারা যারা পোস্ট করে নিজের জ্ঞান সবার মাঝে শেয়ার করতে চান তাই trickbd তে পোস্ট করছেন কিন্তু পাব্লিস হচ্ছে না তারা tipsandtrick.ga তে পোস্ট করুন।
  4. Avatar photo Zahed Contributor says:
    ac3 audio support korabo kivabe… amar mx player er version 1.9.0
    1. Avatar photo Technology Lover Author Post Creator says:
      amar ta 1.9.3
  5. Avatar photo Zahed Contributor says:
    sorry amar ta o 1.9.3

Leave a Reply