আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালই আছেন!
আজকে যে ট্রিকটা আপনাদের মাঝে শেয়ার করবো,
সেটি হচ্ছে- কিভাবে পাওয়ার বাটন ছাড়াই আপনার মোবাইলের স্ক্রীন অন এবং অফ করবেন(Without Any Android App)!!!
→
বিঃ দ্রঃ Android Version 6.0 এর নিচের ভার্সনগুলোতে এই ট্রিকটা নাও কাজ করতে পারে।
তাই দোয়াকরে কেউ খারাপ মন্তব্য করবেন না।
আর আমি Symphony i10 ব্যবহার করি,তাই যারা i10 ইউজার আছেন তাদের ফোনে এই ট্রিকটি ১০০% কাজ হবে ইনশাল্লাহ।
→
প্রথমেই বলে রাখি এই ট্রিকটা শুধু সেসব ফোনেই কাজ করবে,যেসন ফোনে Smart Awake এবং Smart Gesture এই দুটো অপশন আছে।
→
যাই হোক,কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসিঃ
প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস এ ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রীশটের মতো Smart Awake অপশনটি খুজে বের করুন।
এবার সেটাতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন এবং নিচের স্ক্রীনশটটির মতো সেটিং করে নিন→
প্রথম ধাপ শেষ।
→
এবার দ্বিতীয় ধাপের কাজ করবো-
আবার আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন।
এবারে Smart Gesture নামের অপশনটি খুজে বের করুন।
নিচের স্ক্রীনশটটি দেখুন→
এবার সেটাতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন,
এবং নিচের স্ক্রীনশটের মতো সেটিং করে নিনঃ
ব্যাস!!কাজ শেষ!
এখন থেকে ফোনের স্ক্রীন অন করার জন্য আপনার ফোনের ডিসপ্লের উপরে ডাবোল ক্লিক করুন,
দেখবেন স্ক্রীন অন হবে!
আর অফ করার জন্য
আপনার ফোনের হোম বাটনের ডাবোল ক্লিক করুন,
দেখবেন ফোনের স্ক্রীন অফ হয়ে যাবে!!
পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন,আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।
↓
কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন,
অথবা আমাকে ফেইসবুকে ম্যাসেজ করুন।