আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালই আছেন!
আজকে যে ট্রিকটা আপনাদের মাঝে শেয়ার করবো,
সেটি হচ্ছে- কিভাবে পাওয়ার বাটন ছাড়াই আপনার মোবাইলের স্ক্রীন অন এবং অফ করবেন(Without Any Android App)!!!

বিঃ দ্রঃ Android Version 6.0 এর নিচের ভার্সনগুলোতে এই ট্রিকটা নাও কাজ করতে পারে।
তাই দোয়াকরে কেউ খারাপ মন্তব্য করবেন না।
আর আমি Symphony i10 ব্যবহার করি,তাই যারা i10 ইউজার আছেন তাদের ফোনে এই ট্রিকটি ১০০% কাজ হবে ইনশাল্লাহ।


প্রথমেই বলে রাখি এই ট্রিকটা শুধু সেসব ফোনেই কাজ করবে,যেসন ফোনে Smart Awake এবং Smart Gesture এই দুটো অপশন আছে।



যাই হোক,কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসিঃ

প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস এ ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রীশটের মতো Smart Awake অপশনটি খুজে বের করুন।

এবার সেটাতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন এবং নিচের স্ক্রীনশটটির মতো সেটিং করে নিন→

প্রথম ধাপ শেষ।

এবার দ্বিতীয় ধাপের কাজ করবো-
আবার আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন।
এবারে Smart Gesture নামের অপশনটি খুজে বের করুন।
নিচের স্ক্রীনশটটি দেখুন→

এবার সেটাতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন,
এবং নিচের স্ক্রীনশটের মতো সেটিং করে নিনঃ

ব্যাস!!কাজ শেষ!
এখন থেকে ফোনের স্ক্রীন অন করার জন্য আপনার ফোনের ডিসপ্লের উপরে ডাবোল ক্লিক করুন,
দেখবেন স্ক্রীন অন হবে!
আর অফ করার জন্য
আপনার ফোনের হোম বাটনের ডাবোল ক্লিক করুন,
দেখবেন ফোনের স্ক্রীন অফ হয়ে যাবে!!

→↓
পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন,আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।

কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন,
অথবা আমাকে ফেইসবুকে ম্যাসেজ করুন।

29 thoughts on "এবার আপনার ফোনের স্ক্রীন অন এবং অফ করুন পাওয়ার বাটন ছাড়াই!!!Without Any App! (Android Version 6.0 ইউজাররা কেউ মিস করবেন না)"

  1. Sumon Contributor says:
    old post. tumi sudhu old post koro report dimo
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আপনার report করার অধিকার আছে তাই আপনি report করতেই পারেন।
      পোষ্টটা old হতে পারে,আমার জানা ছিল না।
      আর যারা জানেনা,তাদের জন্য এই পোষ্টটা।
      একজনের উপকারে আসলেও আমার পোষ্ট সার্থক।
      ধন্যবাদ।
  2. Dev Author says:
    oi rokom kono options na
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আপনার ফোনের ভার্সন কত?
  3. MD Nazim Author says:
    সুন্দর পোষ্ট
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      হতে পারে ভাই,আমার জানা ছিলনা।
      তাই দুঃখিত।
      কমেন্টের জন্য ধন্যবাদ।
  4. SK SamiduL Contributor says:
    Wow post ?
    My phone? i10?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
      ট্রিকটা কাজ করছে???
  5. akram09 Author says:
    এইটা আমার সিম্পনি w69 হইত,কিন্তু walton gh6+ এ হয়না।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ওহ। না হলে তো কিছু করার নাই ভাই।
      bad luck
  6. munnamizan Contributor says:
    হয় না।সুধু Home button এ দুটো টিপ দিলে Screen off hoy…but screen e দুইটা টিপ দিলে screen on হওয়ার কথা কিন্তু হয় না।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ভাই আপনি পোষ্টটা আবার ভালো করে পড়ে আবার সেটিং করুন।
      ইনশাল্লাহ হবে।
      সমস্যা হলে আবার জানাবেন।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx vai
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      welcome bro
  7. os olid Author says:
    সবার ফোন এ হবে না। দামি আর নিউ ফোন লাগবে
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      জি ভাই।
      পোষ্টে এবং টাইটেলেও আমি সেটা উল্লেখ করেছি।
      ধন্যবাদ।
  8. post করার আগে দেখে নিন কেউ আগে করছে কিনা!
    এই পোস্ট টা আমার ২নং পোস্ট ছিল! প্রোফাইলে গিয়ে দেখুন!! হুরররর
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      দুঃখিত।
      আমি খুঁজেছিলাম,কিন্তু পাইনি।
      পেলে নিশ্চই এই পোষ্টটা করতামনা।
      ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
    2. ডিলেট করুন,, আমার ২ নং পোস্টে পুরো ফিচার ই দিয়ে দিছি

      Smart Gesture, Smart Lock, Back Touch. al

    3. আমি এত কপিবাজ কেনন..? i10 কবে থেকে ব্যবহার করেন??
      আসার প্রোফাইলে গিয়ে দেখেনঁ এই পোস্ট আছে কিনা,,, আপনি কোথায় কোথায় খুজছেন?
  9. Dev Author says:
    vi amar ph model i20 symphony
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      অহ।
      আপনার ফোনে উপরের দুইটা অপশন আছে?
  10. তুমি কপি করো, তাতে আমার সমস্যা নাই,, কিন্তু আমার পোস্ট কপি করলে সমস্যা!
    তুমি আমার একদম শুরুর দিকের পোস্ট দেখ!
    i10 এর সব কিছু ১ পোস্টে তুলে ধরছি!
  11. এই ট্রিকটাও আমার ঐ পোস্টে আছে
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      good

Leave a Reply