Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » এবার ইন্টারনেট ছাড়াই AI চ্যাট ব্যবহার করুন। [Hot Post]

এবার ইন্টারনেট ছাড়াই AI চ্যাট ব্যবহার করুন। [Hot Post]

আসসালামু আলাইকুম।

আশা করি সকলে অনেক ভাল আছেন।
আজকে আমি একটি অনেক মজাদার বিষয় শেয়ার করতে যাচ্ছি। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে সম্ভব। আসেন আলোচনা করি এটি কিভাবে কাজ করে।

ধরুন, আপনি রান্না শিখতে চান। ইন্টারনেট ছাড়াই কাজ হবে, এজন্য একটি রেসিপির বই কিনলেন। বইয়ে প্রতিটি রান্নার ধাপ সুন্দরভাবে লেখা আছে। এখন বই দেখে আপনি নিজেই রান্না করতে পারছেন। ঠিক তেমনি AI মডেল গুলো চালানোর জন্য বইয়ের মত একটি বিশেষ ফাইল থাকে যেটার নাম GGUF ফাইল।

GGUF ফাইলও ঠিক সেই রেসিপি বইয়ের মত কাজ করে। এটি AI মডেলের সব নিয়ম এবং তথ্য গুলো এটিতে সংরক্ষণ করা থাকে । যা আপনার ডিভাইস এর পারফরম্যান্স (CPU , RAM) ব্যবহার করে চলে, ঠিক যেমন রেসিপির বই দেখে রান্না হয়, তেমনি GGUF ফাইল দিয়ে আপনার ডিভাইস AI এর সব কাজ করতে পারে। ফলে, আপনি ইন্টারনেট ছাড়াই সহজে AI ব্যবহার করতে পারবেন।

এবার দেখি কিভাবে ব্যবহার করব

প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
Download Now

picked1

তারপর এখান থেকে যেকোনো একটি মডেল ডাউনলোড করে নিন। অবশ্যই আপনার RAM এর দিকে খেয়াল রেখে ডাউনলোড করবেন। কারণ অতিরিক্ত বড় ফাইল আপনার RAM এ চললে ফোনে হ্যাং বা ল্যাগ ইস্যু হতে পারে অথবা অতিরিক্ত হিট হতে পারে।

picked1

এরপর ডাউনলোড হয়ে গেলেই ব্যবহার করতে পারবেন।

picked1picked1picked3

আর হ্যাঁ, যত বড় ফাইল ডাউনলোড করবেন তত বেশি সঠিক তথ্য দিবে। কারণ সেই ফাইলগুলোতে অধিক তথ্য সংরক্ষিত আছে। 

আজকের মত এ পর্যন্তই সকলে ভালো থাকবেন।


7 hours ago (Jan 19, 2025)

About Author (11)

Epic Soul
author

Just use your power

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version