Site icon Trickbd.com

ফোনের চার্জ অটোমেটিক ফুরিয়ে যাওয়ার সমস্যা থেকে এবার পরিত্রাণ পান,কমিয়ে নিন ব্যাটারি ড্রেইন খুব সহজেই,তাও আবার কনো প্রকার এপ ছাড়াই!!!

Unnamed

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ফোনের ব্যাটারি ড্রেইন কমাবেন, কনো এপ ব্যাবহার না করে।

অধিকাংশ স্মার্টফোন ব্যাবহারকারীরা এই একটা ভোগান্তি তে বেশি ভোগেন, সেটা হচ্ছে ব্যাটারি ড্রেইন!
ফোনে চার্জ বেশি যাচ্ছে কেন?
ফোনে চার্জ থাকেনা কেন?
আমি তো ফোন চালাই নাই,তাহলে অটোমেটিক চার্জ ফুরিয়ে যাচ্ছে কেনো?
ব্লা ব্লা ব্লা…..ব্যাটারি নিয়ে আরো অনেক অভিযোগ এন্ড্রোয়েড ইউজারদের!

যদিও এটার জন্যে আমরা নিজেরাই দায়ী।।।
কিভাবে ভাবছেন?

তাহলে বলি শুনুনঃ

তাহলে কেনো ব্যাটারির চার্জ দ্রুত যাবেনা আমাকে বলতে পারেন???

আপনি এখন হয়ত ভাবছেন আমি বড্ড বেশি বকছি,
জি না ভাই আমি জাস্ট আমাদের ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অনায়াসে করে থাকি, যেসবের কারণে আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় সেসব ধরিয়ে দিচ্ছি!

তাহলে এবার চলুন সমাধাণের দিকে পা বাড়াই,চলে যাই মেইন টপিকেঃ

নিচের স্ক্রিনশটগুলো ভালোভাবে ফলো করবেন।
আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবেন।
তাহলে প্রথমে আপনার ফোনের সেটিং এ চলে যান।

এবার সেটিং থেকে Wifi নামের অপশনটি খুঁজে বের করুন।তারপর সেটায় প্রবেশ করুন।

তারপর নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

এবার Advance এ ক্লিক করুন।

তারপর keep wifi on during sleep লিখায় ক্লিক করুন।

এবার Never সিলেক্ট করুন।

ব্যাস কাজ শেষ। আর wifi ব্যাবহার না করলে সবসময় wifi অফ রাখবেন অবশ্যই।
.
এখন আবার আপনার ফোনের সেটিং এ চলে যান।
তারপর location নামের অপশন টা খুঁজে বের করুন।
তারপর সেটায় ক্লিক করুন।

এবার নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর Scanning লিখায় ক্লিক করুন।

এবার নিচের চিত্রের মত দুটো অপশন দেখতে পাবেন, দুটোই অফ করে দিন।

তারপর আবার আপনার ফোনের সেটিং এ চলে যান।
এবার Account নামের অপশনটি খুঁজে বের করুন।

তারপর চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর Auto Sync Data এর পাশের টিক চিহ্নটা তুলে দিন।

তারপর আবার আপনার ফোনের সেটিং এ ফিরে যান,
তারপর Printing নামের অপশনটি খুঁজে বের করুন।তারপর সেটায় ক্লিক করুন।

এবার Cloud Print এ ক্লিক করে সেটা অফ করে দিন।

আবার ফোনের সেটিং এ ফিরে আসুন।
তারপর App এ ক্লিক করুন।

তারপর google app নামের এপটি খুঁজে বের করে সেটা Disable করে দিন।(দরকার পড়লে আবাএ enable করবেন)

এবার যারা এন্ড্রোয়েড ভার্সন ৬ এর উপরে ইউজ করেন তাদের জন্য আরো একটি বেশি অপশনের কাজ আছে।
আপনারা প্রথমে আপনার ফোনের Phone Assist এ প্রবেশ করুন।

তারপর boot optimizer এ ক্লিক করুন।

এবার এখানে আপনি কিছু এপ্স দেখতে পাবেন,যেগুলো ব্যাকগ্রাউন্ড এ চলে।
এখান থেকে যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ড এ চালানোর দরকার নেই সেগুলো অফ করে দিন।

ব্যাস!!! এবার আপনার ফোনটা একবার Reboot দিয়ে দিন।ল,আর তারপর দেখুন আপনার ফোনের ব্যাটারি ড্রেইন অনেকাংশে কমে গেছে!

Post Credit:

Rajkumar Durjøy (Raj) ভাইয়ের।
তো আজকে এখান থেকেই শেষ করছি।পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ

Exit mobile version