আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ফোনের ব্যাটারি ড্রেইন কমাবেন, কনো এপ ব্যাবহার না করে।

অধিকাংশ স্মার্টফোন ব্যাবহারকারীরা এই একটা ভোগান্তি তে বেশি ভোগেন, সেটা হচ্ছে ব্যাটারি ড্রেইন!
ফোনে চার্জ বেশি যাচ্ছে কেন?
ফোনে চার্জ থাকেনা কেন?
আমি তো ফোন চালাই নাই,তাহলে অটোমেটিক চার্জ ফুরিয়ে যাচ্ছে কেনো?
ব্লা ব্লা ব্লা…..ব্যাটারি নিয়ে আরো অনেক অভিযোগ এন্ড্রোয়েড ইউজারদের!

যদিও এটার জন্যে আমরা নিজেরাই দায়ী।।।
কিভাবে ভাবছেন?

তাহলে বলি শুনুনঃ

  • আপনার ফ্রেন্ডের কাছ থেকে একটা দারুন গেম শেয়ার করে নিলেন, এবার সেটা ইন্সটল করে উধুম খেলা শুরু করলেন!
    আর এদিকে যে আপনার wifi টা অন হয়েই আছে সেদিকে আপনার কনো খেয়ালই নেই।
  • ফোনে মুভি দেখছেন খুব মন দিয়ে অথচ এদিকে যে আপনার ব্লুটুথটা অন হয়ে আছে সেদিকে আপনি লক্ষ্যহীন!
  • ম্যাসেঞ্জারে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন আরামছে, কিন্তু এদিকে ব্যাকগ্রাউন্ড এপ ক্লিয়ার না করে শুধু ম্যাসেঞ্জারের পুকিং পুকিং আওয়াজে মেতে উঠেছেন আপনি, তাও আবার এদিকে কারণ ছাড়াই লোকেশনটা অন করে রেখেছেন!

তাহলে কেনো ব্যাটারির চার্জ দ্রুত যাবেনা আমাকে বলতে পারেন???

আপনি এখন হয়ত ভাবছেন আমি বড্ড বেশি বকছি,
জি না ভাই আমি জাস্ট আমাদের ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অনায়াসে করে থাকি, যেসবের কারণে আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় সেসব ধরিয়ে দিচ্ছি!

তাহলে এবার চলুন সমাধাণের দিকে পা বাড়াই,চলে যাই মেইন টপিকেঃ

নিচের স্ক্রিনশটগুলো ভালোভাবে ফলো করবেন।
আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবেন।
তাহলে প্রথমে আপনার ফোনের সেটিং এ চলে যান।

এবার সেটিং থেকে Wifi নামের অপশনটি খুঁজে বের করুন।তারপর সেটায় প্রবেশ করুন।

তারপর নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

এবার Advance এ ক্লিক করুন।

তারপর keep wifi on during sleep লিখায় ক্লিক করুন।

এবার Never সিলেক্ট করুন।

ব্যাস কাজ শেষ। আর wifi ব্যাবহার না করলে সবসময় wifi অফ রাখবেন অবশ্যই।
.
এখন আবার আপনার ফোনের সেটিং এ চলে যান।
তারপর location নামের অপশন টা খুঁজে বের করুন।
তারপর সেটায় ক্লিক করুন।

এবার নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর Scanning লিখায় ক্লিক করুন।

এবার নিচের চিত্রের মত দুটো অপশন দেখতে পাবেন, দুটোই অফ করে দিন।

তারপর আবার আপনার ফোনের সেটিং এ চলে যান।
এবার Account নামের অপশনটি খুঁজে বের করুন।

তারপর চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর Auto Sync Data এর পাশের টিক চিহ্নটা তুলে দিন।

তারপর আবার আপনার ফোনের সেটিং এ ফিরে যান,
তারপর Printing নামের অপশনটি খুঁজে বের করুন।তারপর সেটায় ক্লিক করুন।

এবার Cloud Print এ ক্লিক করে সেটা অফ করে দিন।

আবার ফোনের সেটিং এ ফিরে আসুন।
তারপর App এ ক্লিক করুন।

তারপর google app নামের এপটি খুঁজে বের করে সেটা Disable করে দিন।(দরকার পড়লে আবাএ enable করবেন)

এবার যারা এন্ড্রোয়েড ভার্সন ৬ এর উপরে ইউজ করেন তাদের জন্য আরো একটি বেশি অপশনের কাজ আছে।
আপনারা প্রথমে আপনার ফোনের Phone Assist এ প্রবেশ করুন।

তারপর boot optimizer এ ক্লিক করুন।

এবার এখানে আপনি কিছু এপ্স দেখতে পাবেন,যেগুলো ব্যাকগ্রাউন্ড এ চলে।
এখান থেকে যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ড এ চালানোর দরকার নেই সেগুলো অফ করে দিন।

ব্যাস!!! এবার আপনার ফোনটা একবার Reboot দিয়ে দিন।ল,আর তারপর দেখুন আপনার ফোনের ব্যাটারি ড্রেইন অনেকাংশে কমে গেছে!

Post Credit:

Rajkumar Durjøy (Raj) ভাইয়ের।
তো আজকে এখান থেকেই শেষ করছি।পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ

22 thoughts on "ফোনের চার্জ অটোমেটিক ফুরিয়ে যাওয়ার সমস্যা থেকে এবার পরিত্রাণ পান,কমিয়ে নিন ব্যাটারি ড্রেইন খুব সহজেই,তাও আবার কনো প্রকার এপ ছাড়াই!!!"

  1. Mahir Contributor says:
    good r ekta tips deo aa jete parto seta holo airplane/flight mood on rakha
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      deoa jeto…kintu airplan mode kore rakhle sim off thakbe,etai somossa! r sim jodi off thake tahole to phn sathe rakhar kono manei hoyna!
      tnx for your comment
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx bro
  2. Mr. JIZ Author says:
    নিচের কোডটা কিভাবে দিছেন ভাই?
    facebook.com/jahidul.74
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      inbox me
  3. rased1122 Contributor says:
    Phone Assist… ki system apps??
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ji vai oita marshmallow version er system app.
  4. Nur Md Nirob Contributor says:
    Darun .phone assect apk ar link ta dan
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      vai phone assist mobile er system app….eta download kore use kora jabe ki na ami bolte parci na.apni ektu net a search diye dekhen….
  5. Ahad ✅ Author says:
    Symphony i10 এর তাও ব্যাটারি ড্রেনিং কমে না ?? কমবেও না,,,kernel bug ?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tai naki!
    2. Ahad ✅ Author says:
      পারলে i10 এর kernel bug fix করো ??
  6. MD_Mizanur_Rahman Contributor says:
    Post ar karone thanks
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      wlc
  7. MD_Mizanur_Rahman Contributor says:
    এখন আমার একটি প্রশ্ন
    যেকোনো Symphomy মোবাইল ১ থেকে ২ বছর ব্যাবহার করলে কি ফোন Slow হয়ে যায় ।
    আমি Symphomy v49 v80 p6 mobile করে দেখেছি এই রকম ঘটনা ঘটেছে
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ভাই আপনি যে ফোনই ইউজ করেন না কেন,একটা নির্দিষ্ট সময় পর ফোন স্লো হয়ে যাবেই।
  8. MD_Mizanur_Rahman Contributor says:
    এখন আমি মোবাইল কিনবো বাজেট 6-8 হাজার
    এখন Symphomy বাদে কি মোবাইল কেনা যায়।
    ১ Howyea হুয়ায়ে
    ২ Samsang
    ৩ waltone
    e.t.c
  9. Mehedi Islam Ripon Author Post Creator says:
    এই বাজেটের মধ্যে স্যামসাং j2 পাবেন, কিন্তু তাতে ফিচারস খুব অল্প পাবেন,কারণ এটা আনেক আগের মডেলের হবে(2015) সালের তৈরি। আর এর ভার্সন ললিপপ ৫.১.১। আর যদি হুয়াওয়ে নিতে চান তাহলে মোটামুটি ভালো পাবেন। যদি সেম্ফনি বাদে নিতে চান তাহলে আমি বলবো আপনি হুয়াওয়ে নিন।
    তবে আমার মতামতঃ symphony i10 (2gb) এই বাজেটের মধ্যে বেস্ট হবে। একবার শোরুমে গিয়ে সব ফোন ঘেটে দেখুন তাহলেই বুঝতে পারবেন।
    1. MD_Mizanur_Rahman Contributor says:
      পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ
  10. Argho Contributor says:
    google app disable korle coc er moto game khelte somossa hobe na?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      amar mone hoy hobe na…try kore dekhen.
      jodi prob hoy tahole abar enable kore diben.
      ami coc khelina,tai bolte parcina.

Leave a Reply