আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।
যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
আমরা যারা ভিডিও ইডিট করতে ভালোবাসি।
বিষেশ করে আমরা যারা ইউটিউব এ ভিডিও পোষ্ট করি তাদের জন্য কাজটি খুবই সুন্দর ও কাজের হবে।
আমার মনে হয় মোবাইল দিয়ে ভিডিও ইডিট করার সব চাইতে সুন্দর এ্যাপস টি হচ্ছে KINE MASTER।
প্লে স্টোরেই এই এ্যাপস টি পাবেন।
এই এ্যাপস টি দিয়েই আজ এই কাজটি দেখাবো। তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।
এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।
তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।
তো প্রথমে:
আমরা কাইন মাস্টার এ্যাপস টিতে যাবো।
তারপর আমরা বৃত্তের মাঝের দেওয়া যায়গায় যাবো।এমন কি আপনার আগে থেকে ইডিট করা ডানপাশে থাকা ভিডিও টিও নিতে পারেন।
তারপর আমরা empty project এ যাব।
তারপর আমরা Media Browser এ যাব।
এখান থেকে আপনার কাজের জন্য যে কোন ভিডিও সিলেক্ট করুন।
যখন নিচের মত আসবে। তখন ডানপাশ এর দেখানো যায়গায় ক্লিক করুন।
তারপর ভিডিও তে যেখানে লিখবেন সেখানে গিয়ে ছবিতে দেখানো Layer এ যান।
তারপর ছবিতে দেখানো যায়গায় যান।
তারপর।
নিচের ছবির মত আসলে অনেক গুলো আইকন থেকে আপনার পছন্দ মত আইকন নিয়ে ভিডিও তে আঁকুন।
নিচের ছবিতে দেখানো অপশন গুলোতে গিয়ে আপনি এ্যারো গুলোকে এনিমেশন বা বিভিন্ন স্টাইলে ওপেন করতে পারবেন।
ভিডিওর নিচে handwriting
লেখা ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।
নিচে দেখুন এ্যারোর পাশে ২ টা আইকন যার মাধ্যমে একটি দিয়ে এ্যারো ছোট অথবা বড় করা যাবে। আবার আরেকটি দিয়ে এদিক ওদিক করে ঘুরানো যাবে।
দেখুন নিচের ছবিতে অনেক গুলা এ্যারো এঁকেছি।
এখানে আমি দু:খিত যে একটা একটা করে দেখালে অনেক সময় লাগবে তাই একবারে দেখালাম।
এখন দেখুন কিভাবে রং পরিবর্তন করবেন।
ছবির দেখানো যায়গায় যান।
দেখুন
আপনি যদি এ্যারো গুলোর কিছু অংশ কেটে দিতে চান তবে ছবিতে দেখানো যায়গায় যেতে হবে।
যদি সবগুলা এ্যারো ১ ক্লিকেই কেটে দিতে চান তাহলে ছবিতে দেখানো যায়গায় যান।
আপনি যদি আইকন টি মোটা বা চিকন করতে চান তবে ছবিতে দেখানো যায়গায় যান।
এখান থেকে সিলেক্ট করুন।
আরেক টা মজার বিষয় আছে যেটা ভিডিও ছারা ছবিতে দেখিয়ে বোঝানো সম্ভব না।আপনারা চেষ্টা করবেন। আর না পারলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। এ্যারো আঁকিয়ে চাবি চিহ্ন তে গেলে
টেক্সটি ধরে এগোবেন
আর আপনার প্রয়োজন অনুযায়ী এগিয়ে ডানপাশ এ থাকা (+)চিহ্ন তে ক্লিক করবেন।
আর এ্যারো টি একটু সরিয়ে আবার (+)চিহ্ন তে ক্লিক করবেন আপনার প্রয়োজন অনুযায়ী।তারপর ভিডিও চালিয়ে দেখবেন।
এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।
ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।