আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আমরা যারা ভিডিও ইডিট করতে ভালোবাসি।
বিষেশ করে আমরা যারা ইউটিউব এ ভিডিও পোষ্ট করি তাদের জন্য কাজটি খুবই সুন্দর ও কাজের হবে।
আমার মনে হয় মোবাইল দিয়ে ভিডিও ইডিট করার সব চাইতে সুন্দর এ্যাপস টি হচ্ছে KINE MASTER

প্লে স্টোরেই এই এ্যাপস টি পাবেন।
এই এ্যাপস টি দিয়েই আজ এই কাজটি দেখাবো। তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।

এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

তো প্রথমে:


আমরা কাইন মাস্টার এ্যাপস টিতে যাবো।

তারপর আমরা বৃত্তের মাঝের দেওয়া যায়গায় যাবো।এমন কি আপনার আগে থেকে ইডিট করা ডানপাশে থাকা ভিডিও টিও নিতে পারেন।

তারপর আমরা empty project এ যাব।

তারপর আমরা Media Browser এ যাব।

এখান থেকে আপনার কাজের জন্য যে কোন ভিডিও সিলেক্ট করুন।

যখন নিচের মত আসবে। তখন ডানপাশ এর দেখানো যায়গায় ক্লিক করুন।

তারপর ভিডিও তে যেখানে লিখবেন সেখানে গিয়ে ছবিতে দেখানো Layer এ যান।

তারপর ছবিতে দেখানো যায়গায় যান।

তারপর।

নিচের ছবির মত আসলে অনেক গুলো আইকন থেকে আপনার পছন্দ মত আইকন নিয়ে ভিডিও তে আঁকুন।

নিচের ছবিতে দেখানো অপশন গুলোতে গিয়ে আপনি এ্যারো গুলোকে এনিমেশন বা বিভিন্ন স্টাইলে ওপেন করতে পারবেন।

ভিডিওর নিচে handwriting

লেখা ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।

নিচে দেখুন এ্যারোর পাশে ২ টা আইকন যার মাধ্যমে একটি দিয়ে এ্যারো ছোট অথবা বড় করা যাবে। আবার আরেকটি দিয়ে এদিক ওদিক করে ঘুরানো যাবে।

দেখুন নিচের ছবিতে অনেক গুলা এ্যারো এঁকেছি।
এখানে আমি দু:খিত যে একটা একটা করে দেখালে অনেক সময় লাগবে তাই একবারে দেখালাম।

এখন দেখুন কিভাবে রং পরিবর্তন করবেন।
ছবির দেখানো যায়গায় যান।

দেখুন

আপনি যদি এ্যারো গুলোর কিছু অংশ কেটে দিতে চান তবে ছবিতে দেখানো যায়গায় যেতে হবে।

যদি সবগুলা এ্যারো ১ ক্লিকেই কেটে দিতে চান তাহলে ছবিতে দেখানো যায়গায় যান।

আপনি যদি আইকন টি মোটা বা চিকন করতে চান তবে ছবিতে দেখানো যায়গায় যান।

এখান থেকে সিলেক্ট করুন।

আরেক টা মজার বিষয় আছে যেটা ভিডিও ছারা ছবিতে দেখিয়ে বোঝানো সম্ভব না।আপনারা চেষ্টা করবেন। আর না পারলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। এ্যারো আঁকিয়ে চাবি চিহ্ন তে গেলে

টেক্সটি ধরে এগোবেন

আর আপনার প্রয়োজন অনুযায়ী এগিয়ে ডানপাশ এ থাকা (+)চিহ্ন তে ক্লিক করবেন।

আর এ্যারো টি একটু সরিয়ে আবার (+)চিহ্ন তে ক্লিক করবেন আপনার প্রয়োজন অনুযায়ী।তারপর ভিডিও চালিয়ে দেখবেন।

এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

26 thoughts on "Kinemaster এ্যাপ্স এর মাধ্যমে মোবাইল দিয়েই ডিডিও তে গুরুত্বপূর্ণ যায়গা বা লেখাতে এ্যারো সহ বিভিন্ন চিহ্ন আঁকুন খুব সহজেই।"

  1. Junayed.hasan Contributor says:
    এটা প্রায় সবাই জানে ,,যারা u tubing করে, ,,, অনেক এমিনেশনে ভিডিও এডিটিং করে ,,,আর এটা তো ভিডিও handwriting এমিনেশিন।। । But Good Post…।।
  2. Junayed.hasan Contributor says:
    বিশেষ করে যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে তারা সবার ই জানার কথা, ,,
  3. Mehedi Hasan Ariyan Subscriber says:
    অনেক অাগে থেখেই জানি কারন ইউটিউবের ভিডিও ইডিট করার জন্য এটাই ব্যবহার করি। বাট যারা জানেনা তাদের উপকারে অাসবে। ধন্যবাদ।
  4. YASIR-YCS Author says:
    সুন্দর পোস্ট। চাইলে ভিডিও অ্যাড করে দিতে পারতেন শেষে
  5. Shawon24 Contributor says:
    great post
  6. IMDAD SHUVRO Author says:
    আপনি কি আজকেই Auther হইলেন নাকি,,??
    1. rajudhunatbogra Author Post Creator says:
      জি ভাই।আল্লাহর রহমতে আজকেই হইলাম।
    2. IMDAD SHUVRO Author says:
      তাহলে আমরা ২জনই মনে হয় বগুড়ার আছি….
    3. My_idiea Contributor says:
      আমিও কিন্তু বগুড়ার তবে কন্ট্রিবিউটর
  7. SH-IMRAN Contributor says:
    জানতাম,,,,বাট গুড ট্রিক
  8. rajudhunatbogra Author Post Creator says:
    সবাইকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
  9. rajudhunatbogra Author Post Creator says:
    Yasir ভাই ভিডিও এ্যাড করা দরকার ছিলো।কিন্তু কেউ কেউ মনে করতে পারে যে,আমি চ্যানেলের প্রচারের জন্য পোষ্ট করেছি।এই জন্য দেইনাই।
    1. My_idiea Contributor says:
      আপনি যে তার কমেন্টের রিপ্লে দিছেন সেটা তো সে কোনোদিনই বুঝতে পারবে না,

      তার কথার উত্তর দিছেন সেটা তার কমেন্টেই রিপ্লে করেন নয়তো সে রিপ্লের কোনো দাম নাই

    2. rajudhunatbogra Author Post Creator says:
      জি ভাই।হঠাত করেই মিস হয়েছে।
    3. My_idiea Contributor says:
      ?????
  10. Naim sdq Author says:
    জানতাম, পোষ্ট করার জন্য ধন্যবাদ।
  11. NazmuL Contributor says:
    জানতাম না ভাই।। ধন্যবাদ
  12. জানি ভাইয়া – তোবুও ধন্যবাদ
  13. Ashik Contributor says:
    apnar kinemaster e ki sob video support kore
  14. Ashraful Author says:
    অতি সাধারন পোস্ট।
  15. JewelRana Contributor says:
    vai kinemaster video layer soho apps ti ki paoya jabe plz
    1. rajudhunatbogra Author Post Creator says:
      আমি খোজ করিনাই।তবে আমার মনে হয় kine master লিখে ট্রিকবিডিতে খুজুন। অনেক গুলো পোষ্টের মাঝে আমার মনে হয় একটাতে ভিডিও লেয়ার দেখেছিলাম নাকি?

Leave a Reply