Site icon Trickbd.com

(Android Hidden Setting) কোনো রকম অ্যাপ চারাই, আপনার Android মোবাইল এর Volume বাটন এর কাজ পরিবর্তন করুন, সাউন্ড এর পরিবর্তে করুন অন্ন কাজ

Unnamed

প্রথমেই সবাইকে নতুন বছরের সশুভেচ্ছা এবং আমার সালাম ।
আসসালামু আলাইকুম ।

আজ আবারও আমি ট্রিক বিডির সকল গ্রাহকদের জন্য একটি দারুণ ট্রিক নিয়ে হাজির হলাম । আমার জানা মতে এই বিষয় নিয়ে আগে কেউ কোনো টপিক লিখে নিই । তাই আজ আমি বসে পরলাম আপনাদের শিখানোর জন্য ।

আজ আমি আপনাদের সাতে Android এর একটি গোপন সেটিং শেয়ার করবো।

এর মাধ্যমে আপনি আপনার Volume +/ Volume – বাটন এর কাজ পরিবর্তন করতে পারবেন, অন্ন কোনো কাজ করাতে পারবেন।

তো চলুন শুরু করা যাক ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵

সব মোবাইলে এই সেটিং থাকবে না,,
আমার (Lollipop) এ আছে,, তাই আপনিও দেখুন, আপনার মোবাইলে এই সেটিং আছে কিনা??

থাকলে দেখুন

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

১▶ Setting অ্যাপ ওপেন করুন।।

২▶ এবার Accessibility তে ক্লিক করুন।।

৩▶ এবার এখানে লক্ষ করুন,,,
এখানে কিছু অ্যাক্সেস সেটিং আছে, আপনি এর মাজে Switch Access এই Option এ ক্লিক করুন,, (যদি থাকে)

৪▶ এবার এটা ON করে দিন,,

৫▶ এবার OK ক্লিক করুন।।

৬▶ এবার সেটিং এ ক্লিক করুন।।

৭▶ এবার Assign Keys to Action এ ক্লিক করুন।।

৮▶ এবার আপনি আপনার Volume বাটন দিয়ে যেই কাজটি করতে চান, সেটাই ক্লিক করুন,
দেখুন, আমি Back এর কাজটা সিলেক্ট করেছি।।

৯▶ এবার আপনি এই কাজটি যেই বাটন দিয়ে করতে চান (Volume +/Volume -) সেটা চাপ দিন।।

আমি Volume + সিলেক্ট করেছি।।

১০▶ এবার OK ক্লিক করুন।।

১১▶ এবার Volume – এর জন্য একটি কাজ সিলেক্ট করুন,, আমি Notification সিলেক্ট করলাম,,

১২▶ এবার Volume – বাটন চাপুন।।

১৩▶ এবার OK ক্লিক করুন।।

১৪▶ ব্যস, কাজ সেস,

এবার আপনি Volume + চাপলে Back যাবে, আর Volume – চাপলে Notification দেখাবে,,

↘আবার এটা অফ করতে হলে সেটিং এ যান,

⤵তারপর Accessibility তে যান,,

⤵Switch Access এ ক্লিক করুন,,

↗এটা Off করে দিন।।

সিম্পুরন পোষ্ট পরার জন্য

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

ধন্যবাদ


⬆⬆⬆⬆⬆⬆⬆⬆⬆