প্রথমেই সবাইকে নতুন বছরের সশুভেচ্ছা এবং আমার সালাম ।
আসসালামু আলাইকুম ।
আজ আবারও আমি ট্রিক বিডির সকল গ্রাহকদের জন্য একটি দারুণ ট্রিক নিয়ে হাজির হলাম । আমার জানা মতে এই বিষয় নিয়ে আগে কেউ কোনো টপিক লিখে নিই । তাই আজ আমি বসে পরলাম আপনাদের শিখানোর জন্য ।
আজ আমি আপনাদের সাতে Android এর একটি গোপন সেটিং শেয়ার করবো।
এর মাধ্যমে আপনি আপনার Volume +/ Volume – বাটন এর কাজ পরিবর্তন করতে পারবেন, অন্ন কোনো কাজ করাতে পারবেন।
তো চলুন শুরু করা যাক ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵
সব মোবাইলে এই সেটিং থাকবে না,,
আমার (Lollipop) এ আছে,, তাই আপনিও দেখুন, আপনার মোবাইলে এই সেটিং আছে কিনা??
থাকলে দেখুন
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
১▶ Setting অ্যাপ ওপেন করুন।।
২▶ এবার Accessibility তে ক্লিক করুন।।
৩▶ এবার এখানে লক্ষ করুন,,,
এখানে কিছু অ্যাক্সেস সেটিং আছে, আপনি এর মাজে Switch Access এই Option এ ক্লিক করুন,, (যদি থাকে)
৪▶ এবার এটা ON করে দিন,,
৫▶ এবার OK ক্লিক করুন।।
৬▶ এবার সেটিং এ ক্লিক করুন।।
৭▶ এবার Assign Keys to Action এ ক্লিক করুন।।
৮▶ এবার আপনি আপনার Volume বাটন দিয়ে যেই কাজটি করতে চান, সেটাই ক্লিক করুন,
দেখুন, আমি Back এর কাজটা সিলেক্ট করেছি।।
৯▶ এবার আপনি এই কাজটি যেই বাটন দিয়ে করতে চান (Volume +/Volume -) সেটা চাপ দিন।।
আমি Volume + সিলেক্ট করেছি।।
১০▶ এবার OK ক্লিক করুন।।
১১▶ এবার Volume – এর জন্য একটি কাজ সিলেক্ট করুন,, আমি Notification সিলেক্ট করলাম,,
১২▶ এবার Volume – বাটন চাপুন।।
১৩▶ এবার OK ক্লিক করুন।।
১৪▶ ব্যস, কাজ সেস,
এবার আপনি Volume + চাপলে Back যাবে, আর Volume – চাপলে Notification দেখাবে,,
↘আবার এটা অফ করতে হলে সেটিং এ যান,
⤵তারপর Accessibility তে যান,,
⤵Switch Access এ ক্লিক করুন,,
↗এটা Off করে দিন।।
সিম্পুরন পোষ্ট পরার জন্য
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
ধন্যবাদ
⬆⬆⬆⬆⬆⬆⬆⬆⬆
but ভালো করে দেখুন,
এটি হইতো নাই,,
But এর ছেয়ে ভালো কিছু আপনার জন্য অপ্রক্ষা করছে,, এটা Lollipop, Marshmallow + এ আরো ভালো সিস্টেম থাকবে।।
apnar okane ki option ace, dekhun, hoyTo ArO valo kicu ache..