আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে। এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভাল আছি।
❏কিছু কথা:- আমি ট্রিকবিডিতে নতুন।এবং এই পোস্টটি হল আমার প্রথম পোস্ট তাই কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই পোস্টটি আমি নিজে থেকে লিখেছি। আশা করি এই রকম কোনো পোস্ট ট্রিকবিডিতে এখনও করা হইনি।
>>মূলবিষয়:-
===========
->টাইটেল দেখে হইতো সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি নিয়ে পোস্ট করতে বসেছি। কেননা আমরা সবাই জানি, যে আমরা গুগলে যা লিখে সার্চ করি তাই বের হইয়ে আসে। যেমন, Anonymous/Joker লিখে সার্চ করলে। Anonymous/jokerএর যত ছবি আছে সকল ছবি বের হইয়ে আসে।
তোহ এতদিন আমরা নামের মাধ্যমে গুগল থেকে ছবি বের করেছি। তাই আজকে আমরা নতুন কিছু শিখব। সেটা হল ছবি দিয়ে ছবি সার্চ করা। তোহ কেমন হবে যদি ছবি দিয়ে ছবি সার্চ করা হয়? কি মনে হচ্ছে যে অসম্ভব? না এটা আসলেই সম্ভব।
তোহ চলুন শুরু করা যাক।
❐যা যা লাগবে:
============
১)একটি এন্ড্রোয়েড ফোন।
২)ডেক্সটপ মোড করা যাবে এমন একটি ব্রাউজার।(এক্ষেত্রে আপনি Chrome. বা Puffin ব্রাউজার ব্যবহার করতে পারেন।
৩)ইন্টারনেট কানকশন।
৪)আর একটু ধৈর্য্য।
বিঃদ্রঃ আমার ফোনের কিছু সমস্যার জন্য আমি দুঃখিত যে স্ক্রিনশট দিতে পারলাম না।
❏যা যা করতে হবে:-
===============
১)প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করে নিন এবং আপনার ফোনের Auto Rotation অপশনটা চালু করে নিন।
২)তারপর, আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন।
৩)তারপর, গুগলে প্রবেশ করুন। এবং Imageঅর্থাৎ(ছবি)অপশনটিতে ক্লিক করুন।
৪)তারপর, পেইজটিকে ডেক্সটপ মোড করে নিন।(Puffin ব্রাউজার হলে যেভাবে করবেন ☞উপরে দেখবেন ৩টা ডট ডট আইকন আছে ওইটাই ক্লিক করার পর নিচে গিয়ে দেখুন
Request Desktop Site অপশনটি রয়েছে। তারপর এটিতে টিক দিয়ে ডেক্সটপ মোড করে নিন।)
৫)তারপর, দেখবেন সার্চ বক্সে কিছু আইকন রয়েছে। ওখান থেকে ক্যামেরা আইকন টাতে ক্লিক করুন।
৬)তারপর, নিচে দেখবেন দুটা অপশন আছে। ওখানে থেকে আপনি upload an image এ অপশনে ক্লিক করবেন তারপর Choose File অপশনটিতে ক্লিক করুন।
৭)তারপর, আবার দেখবেন কিছু অপশন রয়েছে, এখন আপনি Documentsএ ক্লিক করুন।ও উপরে দেখবেন মেনু আছে ওইটাই
ক্লিক করলে একদম নিচে গ্যালারি অপশন পাবেন ওইটাই প্রবেশ করুন।
৮)তারপর, আপনি যে ছবিটি সার্চ করতে চান। সেই ছবিটি সিলেক্ট করুন।
৯)তারপর, সিলেক্ট করা হইয়ে গেলে। কিছুক্ষন সময় নিবে আপলোড হতে। অপেক্ষা করুন।
১০)তারপর, নিচে এসে দেখবেন Visit similar Picture এই অপশনটাই ক্লিক করুন আর দেখুন কত গুলো ছবি এসেছে।
আশা করি কারো বুঝতে কোনো অশুবিধা হয়নি। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে অবশ্যই বলবেন বুঝাতে যথা সাধ্য চেষ্টা করব।_তোহ আশা করি সবার কাছে ভাল লেগেছে। আর সত্যিই যদি ভাল লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে ধন্যবাদ জানাতে ভুলবেন না। তোহ আবার দেখা হবে পরবর্তি কোনো পোস্টে ততক্ষন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.
ekjoner photo search dile arek joner photo ase post dekhe sune kora ucit bro
তা হওয়ার কথা না ভাই। আপনি এমন ছবি দিয়ে সার্চ দিবেন যা গুগলে থাকবে। আমি নিজেই এটার মাধ্যমে অনেক ছবি ডাউনলোড করেছি। ধন্যবাদ
valoi
ভাল মন্তব্যের জন্য ধন্যবাদ।
good post..prothom post holew khuboy sajiye guchiye likhchen..carry on
?নতুন নিয়ম? ১বছর আগে থেকে জানি
আর স্ক্রিনশট অ্যাড করেন
দুঃখিত মোবাইলের সমস্যার জন্য স্ক্রিনশট অ্যাড করতে পারছিনা..আর হ্যা এইরকম পোস্ট ট্রিকবিডিতে নেই বলে করেছি..!
আর যারা জানেনা তাদের জন্য এই পোস্ট..ধন্যবাদ
পরে স্ক্রিনসট এড করে দিবেন।
ধন্যবাদ…………
ঠিক আছে ভাই
😛
?
hmm, Gd
ধন্যবাদ
Old Post
ভাই এই পোস্ট যদি পুরাতন হয় তাহলে আগের পোস্টের লিংক দেন আমি পোস্ট ডিলিট করে দেব..ধন্যবাদ
jani…..tnx
ধন্যবাদ
ট্রিকবিডি তে আরো আগেই এই ট্রিক্স পেয়েছিলাম।
আর আপনার এই পোষ্টটার উপস্থাপনা ভাল কিন্তু স্ক্রিনশট ছাড়া আপনার এই পোষ্ট অর্থহীন !! 🙁
যথা সাধ্য চেষ্টা করছি স্ক্রিনশট অ্যাড করার জন্য
স্ক্রিনশট দেওয়া উচিৎ ছিল,,,, অন্য ফোন থেকে হলেও
চেষ্টা করছি ভাই..
Add screensot
চেষ্টা করছি
Amaro mne hoy 2015 ki 2016 er majamaji te kew ai post kore silo…
Tobuo tnk u….
ধন্যবাদ
nc post
ধন্যবাদ
Brother,SS Chara trickbd post bujhi na.
SS যুক্ত করার জন্য যথা সাধ্য চেষ্টা করছি..
Good post..
?
ধন্যবাদ ভাল মন্তব্যের জন্য..
Good post…… Nexte s_sort diye post diben,ete post sundor hbe..
ধন্যবাদ.. আর হ্যা চেষ্টা করব..