আমরা কমবেশী প্রায় সবাই Es Flie Explorer ব্যবহার করে থাকি।একটি গুরুত্বপূর্ণ অ্যাপ নামেই পরিচিত।তাই বেশির ভাগই আমরা এই অ্যাপ সম্পকে জানি।কিন্তু অনেক জিনিস অজানা আছে যেগুলো আমরা জানি না।আবার আপনারা যা জানেন আমি তা জানি না।এই এজন্য শেয়ার করা ট্রিকবিডিতে জিনিস গুলো।তাই কোনো রকম ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন।
অ্যাপের বিবরণ
নামঃ Es Flie Explorer pro(Latest version 1.1.2)
সাইজঃমাএ 5.92 এমবি।
অথাৎ Es Flie Explorer এর চেয়ে 12 এমবি কম।
নিঃসন্দেহে একটি দ্রুত গতির ব্রাউজার।ব্যবহার করলেই বুঝতে পারবেন।তাছাড়া মাএ 6 এমবির অ্যাপ হওয়ারর কারণে খুবই সুবিদা পাওয়া যায় অ্যাপটিতে।ফলে অতিরিক্ত কোনো ব্রাউজার ব্যবহারের প্রশ্নই আসে না।তাছাড়া অন্য কাজগুলো তো করতে পারছেন।Bookmarks ও করতে পারবেন অন্য অ্যাপের মতো।ফলে অন্য কোনো ব্রাউজারের প্রয়োজন হইনা।এক কথায় দারুন।
দেখুন কিভাবে করবেন
প্রথমে চালু করলে Device stroage এর ফোল্ডার গুলোতে নিয়ে যায়।তাই বাম থেকে স্কিনের ডান দিকে টানুন।চলে আসবে Homepage।তারপর Google বা Facebook চালাতে পারবেন।
দেখুন Google চলে এসেছে।
সার্চ দিতে কত দ্রুত লোডিং হয় ব্যবহার করলেই বুঝতে পারবেন।
দেখুন সার্চেে রেজাল্ট চলে এসেছে।
অ্যাপ Back Up এর ক্ষেএে
অ্যাপ ব্যাক আপ নেবার জন্য আমরা নানা রকম App bace up সফটওয়্যার ব্যবহার করে থাকি।কিন্তু এক্ষেত্রে আপনাকে কোনো আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না।আলাদা অ্যাপ ব্যবহার করায় Ram কমে যেত।তাছাড়া কোনো অ্যাপের সাইজ 15-16 MB।তাই বহুল অংশে তা বেশি কিন্তু এটা মাএ 6 এমবি।তাছাড়া আলাদা কাজ তো আছেই।
App এ ক্লিক করেন।
যেগুলো ব্যাকআপ নিতে চান সেগুলো সিলেক্ট করুন।তারপর দেখানো আইকন এ ক্লিক করুন।
যেগুলো ব্যাকআপ হবে সেগুলো নীল রং দেখাবে।আর তা Device Storage এর backups ফোল্ডারে জমা হবে।.
ফাইল ভাইরাস করে রাখা
এই সিস্টেমে আপনি আপনার ফোনের যেকোন ফাইলকে ভাইরাস করে রাখতে পারবেন।কেউ এই সিস্টেমটা না জানলে কেউ যেকোন ফাইল ওপেন করতে পারবেনা।তো এই পোস্টটা আমি করেছি যারা দেখিননি বা জানেন না তারা [এই লিঙ্ক]থেকে জেনে নিবেন।আমি আর বিস্তারিত বললাম না।
যেকোন ফাইল লক করা
এই সিস্টেমের মাধ্যমে যেকোন ফাইল কে লক করে রাখতে পারবেন।কিন্তু এটার একটা প্বার্শপ্রতিক্রিয়া আছে তা হলো পাসওর্য়াড ভুলে গেছে সব শেষ।তাই সাবধানে কাজ করতে হবে।সেজন্য উপরের নিয়মটা সবচেয়ে বেস্ট বলে মনে করি আমি।
তো চলেন কিভাবে করবেন।
যে ফোল্ডার লক করতে চান সেখানে গিয়ে সিলেক্ট করুন।
Encrypt এ ক্লিক করুন।
তারপর show password রেখে পাসওর্য়াড দেন তাহলে ভুল হবে না।এভাবে লক করে রাখতে পারবেন।
পুরো অ্যাপ লক করা
এই সিস্টেমে আপনি Es Flie Explorer pro অ্যাপটি সম্পূর্ণ লক করতে পারবেন।ফলে কেউ আর এই অ্যাপে ঢুকতে পারবেনা।আমি মনে করি এটাই সবচেয়ে ভালো বুদ্ধি।
তো চলেন কিভাবে করবেন।.
Note Editor
এই সিস্টেমে আপনি একটি Html ফাইল সহ অন্যান্য ফাইল Edit করতে পারবেন।তাছাড়া নানা রকম কোডিং করতে পারবেন।তাই কম এমবি অ্যাপ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।যেহেতু এই পোস্টটা করা আছে তাই আর বিস্তারিত বললাম না।
এখান থেকে ফাইল আপলোড
আমরা বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে বিভিন্ন ফাইল আপলোড দেই।কিন্তু কোনো অ্যাপ ব্যবহার না করে আপনি এখান থেকে ফাইল অাপলোড দিতে পারবেন।এই পোস্টটিও করা আছে তাই বিস্তারিত বললাম না।যারা দেখেন নি তারা [এই লিঙ্ক] থেকে জেনে নিবেন।
Zip,Rar ফাইল Extract
অনেকে জিপ বা Rar ফাইল দেখে চমকে যায়।এতে চমকাবার কিছু নেই।এই অ্যাপের সাহায্যে তা ফাইলে পরিনত করতে পারবেন। এই পোস্টটিও করা আছে তাই বিস্তারিত বললাম না।যারা দেখেন নি তারা [এই লিঙ্ক] থেকে জেনে নিবেন।
অনেক বড় Tutorial তাই ভুল হতে পারে।তাই সবাই ক্ষমা করে দিবেন।আমার সামনে পরীক্ষা তাই আমার জন্য দোয়া করবেন।
আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।
আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।