আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
অ্যাপের বিবরণ
নামঃ Es Flie Explorer pro(Latest version 1.1.2)
সাইজঃমাএ 5.92 এমবি।
অথাৎ Es Flie Explorer এর চেয়ে 12 এমবি কম।
ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)
দেখুন কিভাবে করবেন
প্রথমে চালু করলে Device stroage এর ফোল্ডার গুলোতে নিয়ে যায়।তাই বাম থেকে স্কিনের ডান দিকে টানুন।চলে আসবে Homepage।তারপর Google বা Facebook চালাতে পারবেন।
দেখুন Google চলে এসেছে।
সার্চ দিতে কত দ্রুত লোডিং হয় ব্যবহার করলেই বুঝতে পারবেন।
দেখুন সার্চেে রেজাল্ট চলে এসেছে।
App এ ক্লিক করেন।
যেগুলো ব্যাকআপ নিতে চান সেগুলো সিলেক্ট করুন।তারপর দেখানো আইকন এ ক্লিক করুন।
যেগুলো ব্যাকআপ হবে সেগুলো নীল রং দেখাবে।আর তা Device Storage এর backups ফোল্ডারে জমা হবে।.
তো চলেন কিভাবে করবেন।
যে ফোল্ডার লক করতে চান সেখানে গিয়ে সিলেক্ট করুন।
Encrypt এ ক্লিক করুন।
তারপর show password রেখে পাসওর্য়াড দেন তাহলে ভুল হবে না।এভাবে লক করে রাখতে পারবেন।
অনেক বড় Tutorial তাই ভুল হতে পারে।তাই সবাই ক্ষমা করে দিবেন।আমার সামনে পরীক্ষা তাই আমার জন্য দোয়া করবেন।
আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।
আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।
আল্লাহ হাফেজ
যেকোন প্রয়োজনেঃ
subida thakleo santi pawa jayna