আদাব/নমস্কার, সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট শুরু করছি।
আমরা অনেকেই Es File Explorer Pro এই অ্যাপটি ব্যাবহার করি এর বিভিন্ন রকম সুবিধার জন্য। এর ফিচারগুলো বলে শেষ করা যায় না! তেমনি একটা ফিচার হলো ফাইল শেয়ারিং!
প্রথমে আপনার মোবাইলের হটস্পট চালু করুন এবং আপনার বন্ধুকে কানেক্ট করে Es File Explorer Pro এ প্রবেশ করতে বলুন , তারপর
১ম অর্থাৎ আপনার মোবাইলে যা করতে হবে :
Es File Explorer Pro এ প্রবেশ করুন এবং আপনি যেই ফাইলগুলো শেয়ার করবেন সেগুলো সিলেক্ট করুন। তারপর ss এ চিহ্নিত Three dot এ ক্লিক করুন
তারপর “Send” লেখায় ক্লিক করুন।
তারপর scan করবে
২য় অর্থাৎ আপনার বন্ধুর ফোনে যা করতে হবে ;
SS এর মতো একটা রিকুয়েস্ট দেখতে পাবেন
তারপর যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করে Ok তে ক্লিক করুন।
— শ্রী রামচন্দ্র ]
কোথাও ভুল হলে দয়া করে আমাকে জানাবেন আমি ঠিক করে দিবো। আর কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন সাহায্য করার চেষ্টা করব।
ফেইসবুকে আমি