আদাব/নমস্কার, সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট শুরু করছি।

আমরা অনেকেই Es File Explorer Pro এই অ্যাপটি ব্যাবহার করি এর বিভিন্ন রকম সুবিধার জন্য। এর ফিচারগুলো বলে শেষ করা যায় না! তেমনি একটা ফিচার হলো ফাইল শেয়ারিং!

প্রথমে আপনার মোবাইলের হটস্পট চালু করুন এবং আপনার বন্ধুকে কানেক্ট করে Es File Explorer Pro এ প্রবেশ করতে বলুন , তারপর

১ম অর্থাৎ আপনার মোবাইলে যা করতে হবে :

Es File Explorer Pro এ প্রবেশ করুন এবং আপনি যেই ফাইলগুলো শেয়ার করবেন সেগুলো সিলেক্ট করুন। তারপর ss এ চিহ্নিত Three dot এ ক্লিক করুন

তারপর “Send” লেখায় ক্লিক করুন।

তারপর scan করবে। আপনার যেসব বন্ধুরা আপনার হটস্পটের সাথে কানেক্ট থাকবে সেগুলো দেখাবে। এখানে আপনার বন্ধুর ফোনের মডেল নং দেখাবে।(১) এখন আপনি যাকে ফাইল শেয়ার করবেন তার ফোনের মডেলে ক্লিক করুন। আপনি চাইলে সবাইকে একসাথেও শেয়ার করতে পারবেন। এবার হাত দিয়ে চিহ্নিত ২নং আইকনে ক্লিক করুন। আপনার ফোনের কাজ শেষ।

২য় অর্থাৎ আপনার বন্ধুর ফোনে যা করতে হবে ;

SS এর মতো একটা রিকুয়েস্ট দেখতে পাবেন ok তে ক্লিক করুন।

তারপর যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করে Ok তে ক্লিক করুন।

[ “প্রতিযোগীতায় অন্য কারো দূর্বলতা দেখে নিজেকে বিজয়ি ভাবাই তোমার পরাজয়ের কারন হতে পারে”
— শ্রী রামচন্দ্র ]

কোথাও ভুল হলে দয়া করে আমাকে জানাবেন আমি ঠিক করে দিবো। আর কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন সাহায্য করার চেষ্টা করব।

ফেইসবুকে আমি

12 thoughts on "ফাইল শেয়ার করুন Es File Explorer Pro এর মাধ্যমে।"

  1. Avatar photo MD:Samiul Contributor says:
    nice post bro…..
    1. Avatar photo Apurba Author Post Creator says:
      Thank you very much vaiya !
  2. Avatar photo Skp2 Contributor says:
    ভালোতো,,,???✌✌

    দুই মোবাইলেই কি Es file explore লাগবে???ব্যান্ডউইডথ কেমন???

    1. Avatar photo Apurba Author Post Creator says:
      Hmn dada ! r bandwidth valoi symphony E5 er moto phone a 1-2mbps speed ! and thanks for your comment dada !
    2. Avatar photo Skp2 Contributor says:
      Wlc,,,bro
    1. Avatar photo Apurba Author Post Creator says:
      thanks
  3. Avatar photo ES ESRAEL hossain Contributor says:
    Hmm jani but thanks
  4. Avatar photo md. polash Contributor says:
    Apps link koy vai?
  5. Avatar photo Apurba Author Post Creator says:
    popular apk

Leave a Reply