Site icon Trickbd.com

দেখে নিন যে পাচঁটি ফিচারের জন্য অাপনি mixplorar ব্যাবহার করবেন।

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছেন।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যে পাঁচটি কারনে আপনি mixplorar ব্যাবহার করবেন।mixplorar নিয়ে এর আগে trickbd তে riadrox পোস্ট করেছিলো।

তাই আজ রিভিউ নয় শুধু কিছু ফিচার দেখাব যেগুলো পূর্ববর্তী পোস্ট গুলোতে আপনি পাবেন না।যাদের র‍্যাম কম অথচ ফাইল ম্যানেজার ব্যাবহার করতে চান তাদের জন্য মিক্সপ্লোরারই সর্বোত্তম।

মাত্র দুই এম্বির এই ফাইল ম্যানেজার অন্যান্য সকল ফাইল ম্যানেজার থেকে ভালো।সাইজ ছোট হওয়ায় কম র‍্যামের ফোনেও smoothly চলবে।

তো দেখে নিন যে ৫ টি কারনে আপনি mixplorar ব্যাবহার করবেন।

Cloud Storage Management:

mixplorarএর মাধ্যমে আপনি আপনার অনলাইন ক্লাউড storage এ যুক্ত হয়ে ফাইল আপলোড এবং ডাউনলোড করতে পারবেন।mixplorar এর ফাইল আপলোড ডাউনলোড এর গতিও খারাপ না।

এছাড়া আপনি web server ও অ্যাড করতে পারবেন।যেসমস্ত server add করা যাবেঃ

এগুলো বাদেও custom server অ্যাড করার সুবিধা তো আছেই।বাম পাশের স্লাইড মেনু থেকে অ্যাড storage এ গিয়ে সহজেই এগুলো অ্যাড করতে ।এ সম্পর্কে রিয়াদরক্স ভাই এর একটি পোস্ট আছে সেটি দেখতে পারেন

Powerful app editor:

আপনি ৫০০ কিলোবাইট এর একটি অ্যাড অন ব্যাবহার করে খুব সহজেই app এডিট করতে পারবেন।যাদের ফোনের র‍্যাম কম তারা apk editor বাদ দিন মিক্সপ্লোরার করুন।

এমনকি app sign ও করতে পারবেন mixpolrar ব্যাবহার করে।এটি অনেক কম র‍্যাম ব্যাবহার করে। তাই এটাও মিক্সপ্লোরার ব্যাবহার করার অন্যতম কারন।

শক্তিশালী কোড এডিটরঃ

mixolorar এর কোড এডিটর নিয়ে কিছু বলার নেই এক কথায় অসাধারণ।কোডিং করতে আমাদের যেমন আড় ব্রাকেট,স্ল্যাস ইত্যাদি ব্যাবহার করতে হয় যা কিবোর্ড দিয়ে টাইপ করতে বিশাল ঝামেলা হয়।বিশেষ করে মোবাইল ব্যাবহার কারীদের এটি খুবই বিরক্তিকর ব্যাপার।

কিন্তু mixplorar দিয়ে সহজেই এগুলো করতে পারবেন। ফলে কোডিং এর কাজে আপনার সময় অনেক কম লাগবে।

PDF Reader:

প্রথমেই বলে রাখি এ mixplorar এর পিডিএফ রিডার অনেক দ্রুত পেজ লোড করে। তবে এতে অন্যান্য কোনো ফিচার পাবেন না।যাদের র‍্যাম কম শুধুমাত্র তারা এটা ব্যাবহার করবেন।

কারন মাত্র দুই এম্বির অ্যাড অন ব্যাবহার করেই আপনি pdf পড়তে পারবেন।আপনার সর্বোচ্চ ৫ এম্বি দখল করবে এটি।তাই এটিও মিক্সপ্লোরার ব্যাবহার এর অন্যতম কারন

ইচ্ছামত কাস্টমাইজেশন সুবিধাঃ

আপনি এই ফাইল এক্সপ্লোরার কে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন।এর ফোল্ডার কালার,লেখার রঙ ইত্যাদি সহজেই পরিবর্তন করতে পারবেন।এছাড়া অনলাইন থেকেও theme এবং skin download করে অ্যাড করতে পারবেন।

ফলে একে দিতে পারবেন অসাধারণ সব লুক।তাই আমি মনে করি এটাও আপনার মিক্সপ্লোরার ব্যাবহার এর অন্যতম কারন হবে।
এটি xda developer দের তৈরি।ভাল লাগলে ডাউনলোড করে নিতে পারেন
download link:https://mixplorer.en.uptodown.com/android/download

আজ এপর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন।কোনো সমস্যা হলে কমেন্ট করুন।আর হ্যা আমি মোবাইল ফাস্ট করার জন্য একটা পোস্ট করতে চেয়েছিলাম এই সপ্তাহে,এটা তারই অংশ।আমি যে রিভিউ গুলো দিচ্ছি সেগুলো অনুসরণ করুন।সামনে এ সম্পর্কে একটি মেগা পোস্ট দেব ইনশাআল্লাহ। ততদিন অপেক্ষা করুন।এই পোস্ট এর আগে করা হয়নি তাই করলাম।

সকলকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

Exit mobile version