আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছেন।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যে পাঁচটি কারনে আপনি mixplorar ব্যাবহার করবেন।mixplorar নিয়ে এর আগে trickbd তে riadrox পোস্ট করেছিলো।

তাই আজ রিভিউ নয় শুধু কিছু ফিচার দেখাব যেগুলো পূর্ববর্তী পোস্ট গুলোতে আপনি পাবেন না।যাদের র‍্যাম কম অথচ ফাইল ম্যানেজার ব্যাবহার করতে চান তাদের জন্য মিক্সপ্লোরারই সর্বোত্তম।

মাত্র দুই এম্বির এই ফাইল ম্যানেজার অন্যান্য সকল ফাইল ম্যানেজার থেকে ভালো।সাইজ ছোট হওয়ায় কম র‍্যামের ফোনেও smoothly চলবে।

তো দেখে নিন যে ৫ টি কারনে আপনি mixplorar ব্যাবহার করবেন।

Cloud Storage Management:

mixplorarএর মাধ্যমে আপনি আপনার অনলাইন ক্লাউড storage এ যুক্ত হয়ে ফাইল আপলোড এবং ডাউনলোড করতে পারবেন।mixplorar এর ফাইল আপলোড ডাউনলোড এর গতিও খারাপ না।

এছাড়া আপনি web server ও অ্যাড করতে পারবেন।যেসমস্ত server add করা যাবেঃ

  • Baidu
  • HiDrive

  • Hubic

  • IDrive

  • Meo

  • pCloud

  • Sugarsync

  • VDisk

  • Box

  • OneDrive

  • OneDrive Business

  • Mediafire

  • Yandex

  • CloudDrive

  • 4Sync

  • 4Shared

  • Baidu

  • LAN (Samba)

  • FTP (S,ES)

  • SFTP

  • WebDav

  • Bluetooth

  • Mega

  • GDrive

  • Dropbox

  • Mail.Ru

  • Box

এগুলো বাদেও custom server অ্যাড করার সুবিধা তো আছেই।বাম পাশের স্লাইড মেনু থেকে অ্যাড storage এ গিয়ে সহজেই এগুলো অ্যাড করতে ।এ সম্পর্কে রিয়াদরক্স ভাই এর একটি পোস্ট আছে সেটি দেখতে পারেন

Powerful app editor:

আপনি ৫০০ কিলোবাইট এর একটি অ্যাড অন ব্যাবহার করে খুব সহজেই app এডিট করতে পারবেন।যাদের ফোনের র‍্যাম কম তারা apk editor বাদ দিন মিক্সপ্লোরার করুন।

এমনকি app sign ও করতে পারবেন mixpolrar ব্যাবহার করে।এটি অনেক কম র‍্যাম ব্যাবহার করে। তাই এটাও মিক্সপ্লোরার ব্যাবহার করার অন্যতম কারন।

শক্তিশালী কোড এডিটরঃ

mixolorar এর কোড এডিটর নিয়ে কিছু বলার নেই এক কথায় অসাধারণ।কোডিং করতে আমাদের যেমন আড় ব্রাকেট,স্ল্যাস ইত্যাদি ব্যাবহার করতে হয় যা কিবোর্ড দিয়ে টাইপ করতে বিশাল ঝামেলা হয়।বিশেষ করে মোবাইল ব্যাবহার কারীদের এটি খুবই বিরক্তিকর ব্যাপার।

কিন্তু mixplorar দিয়ে সহজেই এগুলো করতে পারবেন। ফলে কোডিং এর কাজে আপনার সময় অনেক কম লাগবে।

PDF Reader:

প্রথমেই বলে রাখি এ mixplorar এর পিডিএফ রিডার অনেক দ্রুত পেজ লোড করে। তবে এতে অন্যান্য কোনো ফিচার পাবেন না।যাদের র‍্যাম কম শুধুমাত্র তারা এটা ব্যাবহার করবেন।

কারন মাত্র দুই এম্বির অ্যাড অন ব্যাবহার করেই আপনি pdf পড়তে পারবেন।আপনার সর্বোচ্চ ৫ এম্বি দখল করবে এটি।তাই এটিও মিক্সপ্লোরার ব্যাবহার এর অন্যতম কারন

ইচ্ছামত কাস্টমাইজেশন সুবিধাঃ

আপনি এই ফাইল এক্সপ্লোরার কে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন।এর ফোল্ডার কালার,লেখার রঙ ইত্যাদি সহজেই পরিবর্তন করতে পারবেন।এছাড়া অনলাইন থেকেও theme এবং skin download করে অ্যাড করতে পারবেন।

ফলে একে দিতে পারবেন অসাধারণ সব লুক।তাই আমি মনে করি এটাও আপনার মিক্সপ্লোরার ব্যাবহার এর অন্যতম কারন হবে।
এটি xda developer দের তৈরি।ভাল লাগলে ডাউনলোড করে নিতে পারেন
download link:https://mixplorer.en.uptodown.com/android/download

আজ এপর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন।কোনো সমস্যা হলে কমেন্ট করুন।আর হ্যা আমি মোবাইল ফাস্ট করার জন্য একটা পোস্ট করতে চেয়েছিলাম এই সপ্তাহে,এটা তারই অংশ।আমি যে রিভিউ গুলো দিচ্ছি সেগুলো অনুসরণ করুন।সামনে এ সম্পর্কে একটি মেগা পোস্ট দেব ইনশাআল্লাহ। ততদিন অপেক্ষা করুন।এই পোস্ট এর আগে করা হয়নি তাই করলাম।

সকলকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।


28 thoughts on "দেখে নিন যে পাচঁটি ফিচারের জন্য অাপনি mixplorar ব্যাবহার করবেন।"

    1. Md.Abid Perves Author Post Creator says:
      ok
      thanks for comment
    2. Prince Contributor says:
      welcome
  1. HABIB99 Contributor says:
    nice post bro but dowload link den
    1. Md.Abid Perves Author Post Creator says:
      wait bro.
    2. Md.Abid Perves Author Post Creator says:
      post e die dilam
  2. Habib Wahid Contributor says:
    Google drive use kora jai na…login dele fail dekai
    1. Md Rasel Hossain Author says:
      ইউজ করা যায়, আমি ইউজ করি। আপনি পুনরায় চেষ্টা করে দেখুন।
    2. Md.Abid Perves Author Post Creator says:
      হুম।
    3. Md.Abid Perves Author Post Creator says:
      আপনি আপডেট ভারশন দিয়ো চেষ্ট করুন হবে।
      ধন্যবাদ
    4. Habib Wahid Contributor says:
      update ta working… Thanks for share…..
    5. Md.Abid Perves Author Post Creator says:
      wlc
  3. Md Rasel Hossain Author says:
    PDF এর জন্য আলাদা প্লাগিন ইন্সটল করা লাগে MixPDF নামের, সেটা পোস্টে উল্লেখ করা প্রয়োজন।
    সবচেয়ে সেরা ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েডের জন্য।
    1. Md.Abid Perves Author Post Creator says:
      উল্লেখ করেছি ভাই।ভালো করে দেখেন।
      সবচেয়ে সেরা ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েডের জন্য।আমি একমত।
      মন্তব্যের জন্য ধন্যবাদ।
    2. Md Rasel Hossain Author says:
      ওহ, দুঃখিত। আমি স্ক্রিনশটের উপরে খুঁজছিলাম, তবে নিচে খেয়াল করিনি।
    3. Md.Abid Perves Author Post Creator says:
      ঠিক আছে ভাই।
      ধন্যবাদ।
  4. Cst Contributor says:
    আমার কাস্টম রমে ডিফল্ট স্টোরেজ হিসেবে MiXplorer দেয়া আছে।।।???
    1. Md.Abid Perves Author Post Creator says:
      অহ
  5. Trickbd Support Moderator says:
    Already posted many times by various author.
    Not Profit Fact
    1. Md.Abid Perves Author Post Creator says:
      শুধু মাত্র রিয়াদ ভাই এর একটি দুটি পোস্ট আছে
      ১ টি ক্লাউড সার্ভার অ্যাড করার ব্যাপারে
      অন্যটি ftp server add করা নিয়ে।
    2. Md.Abid Perves Author Post Creator says:
      আর একজন রিভিউ দিয়েছিল তাতে app editor, code editor,pdf add on ছিল না।
      তাই করেছিলাম।
    3. Md.Abid Perves Author Post Creator says:
      আর একজন রিভিউ দিয়েছিল তাতে app editor, code editor,pdf add on এর বিষয়ে কিছু ছিল না।
      তাদের থেকে ভালো লিখেছি মনে করেই পোস্ট করেছিলাম।
    4. Trickbd Support Moderator says:
      Backed.
    5. Md.Abid Perves Author Post Creator says:
      many many thanks.
    6. Md.Abid Perves Author Post Creator says:
      এখন আপনাদের ইচ্ছা।
      তবে কারন টা শুরুতেই জানিয়ে দিলে ভালো হত।
      ধন্যবাদ।
  6. rana2hin Contributor says:
    ওল্ড ইউজার ভাই। সেই শুরু থেকেই ইউজ করি।
    এককথায় জোস!
    1. Md.Abid Perves Author Post Creator says:
      hmm

Leave a Reply