Site icon Trickbd.com

মোবাইল ফ্রেমের মধ্যে Screen Shot অ্যাড করুন খুব সহজে একটি মাত্র অ্যাপ এর মাধ্যমে কোন এডিটিং ছাড়া

আজ আমি আপনাদের দেখাব কিভাবে মোবাইল ফ্রেমে সহজে আপনারা Screen Shot বসাতে পারবেন। স্মার্ট ফোন এর ফ্রেমের মধ্যে Screen Shot বসানো খুব ঝামেলা। প্রথমে গুগোল এ সার্চ দিয়ে ফ্রেম ডাউনলোড করা তারপর ফটো এডিটর দিয়ে কেটে টানাটানি করে সাইজ মত বসানো। তারপর কন ইফেক্ট ত দেয়া যায়না। কিন্তু আজ আপনাদের কাছে যে অ্যাপ রিভিউ করব এই অ্যাপ এর সাহায্যে সহযে আপ্নারা Screen Shot অ্যাড করত্তে পারবেন। তাহলে শুরু করি।

যা যা লাগবে :

নিয়ম:

অ্যাপ টি ডাউনলোড করে অ্যাপ টি ওপেন করেন এবং Intro স্লাইড করে Intro শেষ করে নিন।

এখানে অসংখ্য ফনের ফ্রেম আছে যেমন 3d, flat, Minimal এবং স্মার্ট ওয়াচ এর ফ্রেম।

এখান থেকে যেকন ফ্রেম সেলেক্ট করুন এখানে আমরা Nexus 4 সিলেক্ট করলাম।

এই স্ক্রিন আসার পর plus আইকন এ ক্লিক করুন। এবং আপনার Screen Shot সিলেক্ট করুন।

Screen Shot অ্যাড করার পর নিচের Screen Shot এর মত করে ইফেক্ট বার থেকে লাইট ইফেক্ট সিলেক্ট করুন।

এখন  পাসের More আইকন থেকে আরো ইফেক্ট বের করুন।

এরপর ফাইনালি উপর থেকে ডান করনারের Export সিলেক্ট করে Screen Shot সেভ করুন।

বাস কাজ শেষ পোস্ট ভাল লাগলে কমেন্ট এ যানাবেন।

ধন্যবাদ।